Wi-Fi জন্য শুক্রাণু সংখ্যা হ্রাস||Sprem Count From The WI-FI
BENGALI VERSION||ENGLISH VERSION
Wi-Fi জন্য শুক্রাণু সংখ্যা হ্রাস
BENGALI VERSION
(ENGLISH VERSION FILE BELOW THE ARTICLE)
1. ভূমিকা -
Wi-Fi শব্দটির উৎপত্তি 'Wireless Fidelity' শব্দটি থেকে,যা সংহ্মেপে Wi-Fi নামে পরিচিত।এই Wi-Fi হল এমন একটি প্রযুক্তি যা বেতার তরঙ্গ ব্যবহারের মাধ্যমে কম্পিউটার, ল্যাপটপ স্মার্ট ফোন বা অন্যান্য Wi-Fi ব্যবহার যোগ্য যন্ত্রের সঙ্গে ইন্টারনেট সংযুক্তি প্রদান করে। Wi-Fi একটি নির্দিষ্ট এলাকার মধ্যে উপস্থিত যন্ত্র সমুহের মধ্যে ইন্টারনেট সংযুক্তি প্রদান করতে সহ্মম।একে প্রযুক্তিগত পরিভাষা WLAN(Wirless Local Area Network) বলা হয়। সাম্প্রতিক কয়েক বছরগুলিতে বহনযোগ্য ছোটো কম্পিউটার বা ল্যাপটপের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।এর ফলে আমাদের দৈনন্দিন জীবনে ল্যাপটপ একটি অপরিহার্য ডিভাইস রূপে পরিগণিত হয়েছে। Wi-Fi থেকে প্রেরিত রেডিয়ো সংকেতের সাহায্যে মানুষ বিভিন্ন কার্য সম্পন্ন করে থাকে। Wi-Fi এর রেডিয়ো ফ্রিকোয়েন্সি ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গের মাধ্যমে বহনযোগ্য ছোটো কম্পিউটার অর্থাৎ ল্যাপটপ ব্যবহার করে বন্ধ্যাত্বের সৃষ্টি হয়েছে।
বন্ধ্যাত্ব একটি বিশ্বব্যাপী অতি পরিচিত শারীরিক অহ্মমতা।এই অহ্মমতা নারী ও পুরুষ উভয়ের হ্মেত্রেই দেখা যেতে পারে।যার দ্বারা বিশ্বে প্রায় 70 মিলিয়ন দম্পতি আক্রান্ত।পুরুষকূলের শুক্রাণুর সংখ্যা হ্রাস পাওয়া বন্ধ্যাত্বের অনেক গুলি কারনের মধ্যে একটি মূখ্য কারণ।
2. Wi-Fi এবং মানুষের স্বাস্থ্য -
নারী ও পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বের হ্রাস পাওয়া পেছনে সমাজের বহু কুসংস্কার আছে, কিন্তু বিভিন্ন গবেষণা থেকে জানা যায় যে, Wi-Fi থেকে নির্গত রেডিয়ো ফ্রিকোয়েন্সি ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ একজন ব্যক্তির উপর প্রত্যহ্ম বা পরোক্ষভাবে শুক্রাণুর সংখ্যা হ্রাস পাওয়ার জন্য দায়ী। এছাড়াও মানুষের স্বাস্থ্যের উপর হ্মতিসাধন করছে।
• বৈজ্ঞানিক পরীক্ষা -
বর্তমানে পুরুষ ও নারীর বন্ধ্যাত্বের জন্য বিভিন্ন ধরনের গবেষণা করা হয়েছে। আর্জেন্টিনার এক বৈজ্ঞানিক দল এই প্রসঙ্গে একটি পরীক্ষা করেছিলেন। তাঁরা 29 জন স্বাস্থ্যবান পুরুষের কাছে থেকে শুক্রাণুর নমুনা সংগ্রহ করেছিলেন এবং সংগৃহীত নমুনাগুলি দুটি আলাদা পাত্রে রেখেছিলেন।একটি পাত্রকে 4 ঘন্টা ধরে একটি ল্যাপটপের নীচে রাখা হয় যেখান থেকে Wi-Fi সংকেত নির্গত হচ্ছিল।অপর দিকে পাত্রটিকে একই অবস্থায় একই সময় ধরে রাখা হয়, শুধু ল্যাপটপ বা Wi-Fi অনুপস্থিত ছিল।4 ঘন্টায় পরে প্রাপ্ত ফলাফল Fertility And Sterility নামক পর্যাবৃত্ত পত্রিকার প্রকাশ করা হয়। পরীক্ষায় দেখা যায় যে পাত্রটি Laptop এর নীচে রাখা হয়েছিল, তার মধ্যস্থিত শুক্রাণুর 25% সন্তরন করা বা স্থানান্তরিত হওয়া থেকে নিবৃত্ত ছিল এবং 9% শুক্রাণুর DNA নষ্ট হয়ে গিয়েছিল। তুলনামূলক ভাবে,যে পাত্রটিতে সন্নিকটে কোনো ল্যাপটপ বা Wi-Fi ছিল না, সেই পাত্রটির মধ্যস্থিত শুক্রাণুর DNA নষ্ট হয়ে গিয়েছিল।
এই পার্থক্যের জন্য এই বৈজ্ঞানিক দল ল্যাপটপ থেকে নির্গত হওয়া Wi-Fi সংকেতের তড়িৎ চুম্বকীয় বিকিরণকে দায়ী করেছিলেন। অতঃপর এই নিয়ে আরও বহু গবেষণা চলে।তাতে দেখা যায়,অন্যান্য যন্ত্রের তুলনায় ল্যাপটপ ব্যবহার কালে এই যন্ত্রটি পুরুষ যৌনাঙ্গের সর্বাধিক নিকটস্থ থাকে।তড়িৎ চুম্বকীয় বিকিরণের প্রভাব উৎস এবং লহ্ম্যবস্তু মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল।এই তড়িৎ চুম্বকীয় বিকিরণ ছাড়াও ল্যাপটপ ব্যবহার কালে উৎপন্ন হওয়া তাপ শুক্রাণুর আয়ুষ্কালের জন্য হ্মতিকারক।
3. লহ্মণ -
বন্ধ্যাত্বের সৃষ্টি পেছনে নিম্নলিখিত যে সমস্ত লহ্মণ বা উপসর্গ গুলি দেখা যায়,তা হল -
- উত্তরাধিকার সূত্রে পাওয়া ক্রোমোজোম অস্বাভাবিকতা।
- হরমোনের ভারসাম্যহীনতা।
- যৌন সংসর্গের সমস্যা।
- যৌনাঙ্গের বা পুংজনন কোশে বা শুক্রাশয়ে ব্যথা।
- যৌনাঙ্গের ফুলে থাকা।
- যৌনাঙ্গের পিন্ড দেখা।
- মুখে বা শরীরের চুল কমে যাওয়া।
4. সমস্যা -
গত 7 বছরে পৃথিবীর জুড়ে পুরুষের বন্ধ্যাত্বের নজির বৃদ্ধি পেয়েছে।এর কারন স্বরূপ বিজ্ঞানীরা অবশ্যই রেড়িয়ো ফ্রিকোয়েন্সি ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গকে দায়ী করেছেন।এর ফলে মানুষের মধ্যে নিম্নলিখিত সমস্যা বা অবস্থাগুলি পাওয়া যেতে পারে।যথা -
- হানিকর গর্ভাধান।
- ক্রটিপূর্ণ ভ্রুণের বিকাশ।
- উচ্চহারে গর্ভপাত।
- বিভিন্ন কোলের ঝিল্লি হ্মতিগ্ৰস্ত হয়।
- কোশের মৃত্যু ঘটে।
- পুরুষদের যৌনাঙ্গের হ্মতিসাধন হয়।
- শৈশবে ক্যানসার সহ অন্যান্য অসুস্থতা উচ্চহারে বৃদ্ধি পায়।
- ব্যক্তির ধূমপান করা উচিৎ নয়।
- অ্যালকোহল সেবন থেকে বিরত থাকা।
- অবৈধ উত্তেজক মূলক ওষুধ সেবন বদ্ধ করা।
- একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে।
- উচ্চ তাপমাত্রা শুক্রাশয়ের হ্মতি করে।যন্ত্রাদি থেকে তাপমাত্রা নির্গত হলে তা কিছুহ্মণ বদ্ধ রেখে পুনরায় কিছু সময়ের পর ব্যবহার করা উচিৎ হবে।
- যে ওষধ শুক্রাণুর উপর প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে।
- মানসিক চাপ নিয়ন্ত্রণ বা পরিচালনা করা।
- কীটনাশক,ভারী ধাতু এবং অন্যান্য বিষ ক্রিয়াগত মাথা ব্যাথা এড়িয়ে চলতে হবে।
- সবশেষে Wi-Fi সংযোগ সহ ল্যাপটপের ব্যবহার হ্রাস করতে হবে।
- শিশুদের Wi-Fi সংযুক্ত ল্যাপটপ বা অন্যান্য যন্ত্র থেকে দূরে রাখা উচিত।