Meaning, Concept And Functions Of Language

Meaning, Concept And Functions Of Language

Meaning,Concept And Functions Of Language||ভাষা অর্থ,সংজ্ঞা এবং কার্যাবলী

BENGALI VERSION||ENGLISH VERSION

Meaning, Concept And Functions Of Language
Meaning,Concept And Functions Of Language

Assignment Questions -

1. Write Down the Meaning And Concept of Language.

2. What is the Functions Of Language

ভাষা অর্থ,সংজ্ঞা এবং কার্যাবলী

BENGALI VERSION -

1. ভাষার ধারণা ও সংজ্ঞা -

ভাষা হল মানুষের বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি যার দ্বারা কোনো মানুষ অপর কোনো মানুষের সঙ্গে ভাব বিনিময় করে থাকে।ভাষা সর্বদা কোনো না কোনো অর্থ বহন করে।ভাষা হল বার্তা প্রেরণকারী ধ্বনির মাধ্যম। 

"The method of human communication; either spoken or written, consisting of the use of words in a structured and conventional way."

ভাষাবিজ্ঞানী Sturtevant এর মত অনুযায়ী ভাষা হল, "A language is a system of arbitary vocal symbols by which members of a social group co-operate and interact." ভাষাবিজ্ঞানী R.H.Robbins মতে, "language is a from of human communication by means of a system of symbols principally transmitted by vocal cord."

Pearce ভাষার তিনটি ভিন্ন অবস্থার কথা বলেন - বক্তব্য,লিখন ও প্রতীক।

  • Productivity বলতে বোঝায় সেই বিশেষ শৈলীকে যার মাধ্যমে মানুষ ভাষা উৎপাদন করে থাকে। 
  • Displacement বলতে বোঝায় ভাষা ব্যবহারকারী যে প্রক্রিয়ার মাধ্যমে স্থান ও কালের প্রেক্ষিতে প্রত্যক্ষ বস্তুর সঙ্গে যোগাযোগ নির্মাণ করতে থাকে।
  • Duality বলতে বোঝায় এমন একটি বিশেষ ধারণা যার দ্বারা বৃহত্তম অর্থ মন্ডল থেকে বক্তা আরও সুনির্দিষ্ট হতে পারে। 
Poople ভাষার সংজ্ঞায় তিনি বলেছেন - প্রত্যেক ভাষাই হল একটি প্রক্রিয়া।যেখানে একটি Auditory image একটি ধারণার সঙ্গে বক্তা ও শ্রোতার পরিচয় ঘটায়।ভাষা যদি একটি প্রক্রিয়া হয়, সমাজের প্রতিটি মানুষ সেই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অঙ্গ।

2. ভাষার বৈশিষ্ট্যাবলী - 

  1. মানুষের বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত ধ্বনি গুলি হল ভাষা।ভাষা ছাড়া পৃথিবীর অনেক প্রাণী আছে যারা নির্দিষ্ট প্রশিক্ষণের মাধ্যমে বাগযন্ত্রের দ্বারা উচ্চারণ করে থাকে।কিন্তু ভাষা হল মানুষের বাগ যন্ত্রের দ্বারা উচ্চারিত। 
  2. ভাষার প্রধান উদ্দেশ্য হল যোগাযোগ সাধন করা।
  3. এক একটি ভাষা বিশেষ একটি জনসমষ্টি এর মধ্যে প্রচলিত।তাই এক ভাষা দিয়ে পৃথিবীর সকল মানুষের সঙ্গে যোগাযোগ করা যায় না।
  4. ভাষার একটি নির্দিষ্ট অর্থ থাকবে।
  5. ভাষা আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হল ভাষা সর্বদা কোনো না কোনো বার্তা বহন করে। 
  6. ভাষা অবশ্যই বহুজনে গ্ৰাহ্য হবে।আবার কোনো বিশেষ ভাষা সর্বজনগ্রাহ্য নাও হতে পারে।কিন্তু কোনো বিশেষ ভাষা কোনো বিশেষ মানব সমাজের অধিকাংশের কাছে বাধ্য ও গ্রহণযোগ্য হয়ে থাকে। 
  7. ভাষা হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ তার মনের সম্পূর্ণভাবে প্রকাশের চেষ্টা করে থাকে। 
  8. জন্মের পর কোনো মানুষ ভাষা না শুনলে তার পক্ষে ভাষা শেখা সম্ভব হয় না। 
  9. ভাষা শেখার জন্য মানুষের কোনো বিশেষ প্রশিক্ষণ দরকার হয় না। কোনো সমাজে বসবাসকালেই মানুষ ভাষা অর্জন করে ফেলে। 
  10. মানুষ ছাড়াও অন্যান্য কয়েকটি প্রাণীর বাগযন্ত্র দ্বারা ধ্বনি উচ্চারণ করে।কিন্তু মানুষ ভাষা ব্যবহারের মাধ্যমে নিজস্ব সভ্যতা ও সংস্কৃতি গড়ে তুলেছে।ভাষা যথাযথ ব্যবহারের মাধ্যমে মানুষ প্রমাণ করেছে,এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী মানুষ। মানুষ তার পৃথিবীতে অবস্থান গৌরবময় করেছে। 
  11. ব্রিটিশ কবি William Wordsworth মানুষের সংজ্ঞা দিতে গিয়ে বলেন - " Man is a thinking Thing" অর্থাৎ মানুষ শুধু ভাষা বিনিময়ের অধিকারী নয়,মানুষের চিন্তন ক্ষমতাও আছে।তাই মানুষ যথাস্থানে ভাষার জন্ম,বিবর্তন ও পরিণত রূপ আছে। 
  12. ডঃ রামেশ্বর শ এর মতে,- "অনেক ক্ষেত্রে দীর্ঘকাল ব্যবহারের ফলেও শব্দ তার অনুভূতি সঞ্চারের ক্ষমতা হারিয়ে ফেলে। 
  13. কোনো ভাষা কোনো একটি বিশেষ সমাজে গৃহীত হলে কোনো সমাজের নাও গৃহীত হতে পারে। 
  14. কোনো ভাষা কোনো একটি বিশেষ পরিস্থিতিতে বিশেষ উদ্দেশ্য সাধন করে থাকে। 
  15. ব্যবহারের মধ্যে দিয়ে কোনো ভাষা বেঁচে থাকে। ভাষার অব্যবহারে পঙ্গুত্ব আসে।

3. ভাষার কার্যাবলী -

১. ভাষা হল বর্ণনার মাধ্যম - 

ভাষা যোগাযোগ সৃষ্টি করে।যোগাযোগ থেকে তথ্য সংগৃহীত হয় এবং সেই তথ্য দ্বারা আমরা কোনো কিছুর বর্ণনা,প্রকাশ,অনুভূতি,প্রয়োজন ইত্যাদি বিষয়কে তুলে ধরতে পারি। 

২. ভাষা হল প্রত্যক্ষণের মাধ্যম - 

বিভিন্ন তথ্য আমরা যা লক্ষ করি তাকে ভাষার মাধ্যমে উপস্থাপন করা হয়।ভাষা হল আমাদের পর্যবেক্ষক। আমাদের তথ্য,তত্ত্ব এবং সভ্য ভাষার মাধ্যমেই প্রানবন্ত হয়ে ওঠে।সঠিক যোগাযোগ আমাদের প্রত্যহ্মনকে  শক্তিশালী করে।

৩. ভাষা হল ভাবনা ও পরিচয়ের মাধ্যম - 

চিন্তার মধ্য দিয়ে আমাদের অভিজ্ঞতাকে ব্যাখ্যা করা যায়।বিষয়বস্তুর মূল্যায়নের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়।আমাদের চিন্তার মধ্য দিয়েই ইন্দ্রিয় মাধ্যমে আমাদের বিশ্বাস,দৃষ্টিভঙ্গি,মূল্যবোধ ভাষার মাধ্যমে প্রকাশিত হয়। 

৪. ভাষা হল অনুভূতি প্রকাশের মাধ্যম -

ভাষা হল আমাদের আবেগ বহন করে।ভাষার মাধ্যমে আমরা আমাদের অনুভূতিকে প্রকাশ করি।যেমন দুঃখ, রাগ,ক্ষোভ,সুখ,আনন্দ প্রভৃতি।সঠিকভাবে অনুভূতি প্রকাশের জন্য আমাদের প্রয়োজন আবেগ সংক্রান্ত শব্দভাণ্ডারের যথাযথ নিয়ন্ত্রণ।ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলনে বিকাশের ক্ষেত্রে বিংশ শতকের প্রথম দিকে বিভিন্ন দেশাত্মবোধক সংগীতের ভাষা ব্যবহার।যেমন "বন্দেমাতরম" এই শব্দটির দ্বারা দেশাত্মবোধের অসম্ভব প্রয়োগ,জনপ্রিয়তা ভাষার আবেগ এবং তার গুরুত্বকে প্রমাণ করে।

৫. ভাষা হল প্রয়োজনের মাধ্যম - 

ভাষার মাধ্যমে যখন কোনো প্রয়োজনের কথা বলা হয় তখন আমাদের দৃষ্টিভঙ্গি কিছুটা যান্ত্রিক হয়ে পড়ে। নিজের প্রয়োজন বা অন্য কোনো ভাবে প্রয়োজন গুলিকে সঠিকভাবে ভাষার মাধ্যমেই তুলে ধরা যায়। এদিকে থেকে ভাষা ব্যবহারিক, আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রয়োজন, অভাব ভাষার মাধ্যমে প্রতিফলিত হয়। 

৬. ভাষা হল প্রভাবকের মাধ্যম - 

  • ভাষা প্রভাবিত করা।
  • ভাষা ভাবনাকে নিয়ন্ত্রণ করে। 
  • আমাদের প্রত্যক্ষ জাগতিক প্রকৃতিকে নতুন করে ব্যাখ্যা করে। 
  • প্রভাবশালী নেতৃত্ব ভাষাকে ব্যবহার করে।
  • গণতান্ত্রিক দেশে 'কথা বলার স্বাধীনতা' একটি বড়ো ব্যাপার,যেখানে বাক স্বাধীনতাকে সরাসরি গণতন্ত্র রক্ষার ব্যবস্থা করা হয়। 
৭. ভাষা হল আত্ম পরিচয়ের মাধ্যম - 

প্রত্যেকটি দেশ,জাতি,গোষ্ঠী এবং সম্প্রদায়ের নিজস্ব ভাষাশৈলী থাকে,যার মধ্যে দিয়ে তাদের নিজস্বতা ও পরিচয় প্রকাশিত হয়।ভাষা এখানে রাষ্ট্রের Identity কে তুলে ধরেছে।

৮. ভাষা হল ব্যক্তিত্বের মানদণ্ডের মাধ্যম - 

ভাষা আমাদের দক্ষতার পরিচয় বহন করে।আমাদের ব্যক্তিত্ব,দৃষ্টিভঙ্গি এমনকি সামগ্রিক পরিচয় ভাষার মাধ্যমে প্রকাশিত হয়।কোনো শিক্ষকের শিখনের মূল্যায়ন আমরা যে বিষয়গুলির মধ্যে দিয়ে করি তার মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য বিষয় হল বাচনিক যোগাযোগ।এটি যেমন বিষয়কে শক্তিশালী করে তেমনি ব্যক্তিগত দক্ষতার বিচার ভাষার প্রকাশেই সম্ভব।

৯. ভাষা হল নিয়ন্ত্রনের মাধ্যম - 

বাচনিক যোগাযোগ কোনো পরিস্থিতি,পরিবেশ নিয়ন্ত্রণ সম্পন্ন সাহায্য করে। 

১০. ভাষা হল আত্মনিয়ন্ত্রণ ও দহ্মতার মাধ্যম - 

ভাষার মধ্যে দিয়ে আমরা দৃঢ়তা, আত্মবিশ্বাস বা আত্মপ্রত্যয় ব্যক্ত করি।ভাষার মাধ্যমে বিষয়ের সঙ্গে আমাদের যোগাযোগ প্রতিষ্ঠা হয় এবং ভাষার দক্ষতা মাপতে সাহায্য করে।

১১. ভাষা হল গতিশীলতা মাধ্যম - 

ভাষার মধ্যে দিয়ে অনন্ত সম্ভাবনা আছে,গ্রহণ বর্জনের প্রচুর সুযোগ আছে।ভাষার কাঠামো যেমন ব্যাকরণ সম্মত তেমনি তাকে ইচ্ছে মতো পরিবর্তন বা পরিবর্ধন করা সম্ভব।এই সম্ভাবনার মাধ্যমেই ভাষার গতিশীলতা কে ব্যাখ্যা করা যায়।

১২. ভাষা হল একত্রিত করনের মাধ্যম -

যেহেতু ভাষা ভাবনার উৎস,আমাদের অনুভূতি প্রয়োজন ইত্যাদি ভাষার মাধ্যমে প্রকাশিত হয়।ভাষাই আমি থেকে আমাদের সকলের ধারণার আমাদের পরিচালনা করে। রাষ্ট্র গঠনে ভাষাই সজ্ঞীবন শক্তি হিসাবে কাজ করে।

১৩. ভাষা হল সম্পর্ক পরিচয়ের মাধ্যম -

ভাষা সম্পর্কে পরিপূরক,আমাদের পারিবারিক সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্কে, ভাষার মাধ্যমে গড়ে ওঠে।সম্পর্কের মধ্যে বিভিন্নতা দেখা যায় ভাষা তাকে প্রকাশ করে। পিতা পুত্রের সম্পর্ক,পারিবারিক অন্যান্য সম্পর্ক,শিক্ষক-ছাত্র সম্পর্ক প্রতিটি ক্ষেত্রেই সম্পর্কের মাত্রা ভাষার তিনটি কাজের কথা বলেছেন। 

  • Ideational function - আমাদের ধারণাগত, ভাবনা গত,মানসিক ও দৈনন্দিন অভিজ্ঞতা প্রকাশিত হয় ভাষার মাধ্যমে। 
  • Textual Function - ভাষা তখন পাঠ্যবই কে  অনুসরণ করে।তার অর্থ,অবস্থান,সম্পর্ক, অনুভূতি ভাষায় মধ্য দিয়েই প্রকাশিত হয়। 
  • Interpersonal function - ভাষা আমাদের সম্পর্কের পরিচয়বাহী।ব্যক্তি বা প্রতিষ্ঠান, সমাজ বা জাতীয় স্তরের ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক সম্পর্ক ভাষার মাধ্যমেই ব্যক্ত হয়। 
১৪. ভাষা হল কল্পনা মাধ্যম - 

কল্পনার একটি জগত সৃষ্টির জন্য যখন ভাষাকে ব্যবহার করা হয়,তখন তা বলা হয় কল্পনামূলক। সৃজনমূলক কোনো ভাবনাকে ব্যাখ্যা করার জন্য বা প্রকাশ করার জন্য এই ধরনের সৃষ্টিধর্মী ভাষাকে ব্যবহার করা হয়।

১৫. ভাষা হল আবিষ্কারের মাধ্যম - 

বিশ্বের কোন ঘটনাকে জানা বা জানাবা আবিষ্কারের জন্য যখন ভাষাকে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় আবিষ্কার মূলক।সত্যিকারের কোনো কিছু জানার জন্য বা যথার্থ কৌতুহলী শিশুরা ভাষাকে এই জন্য ব্যবহার করে।

১৬. ভাষা হল কথোপকথনের মাধ্যম - 

ভাষা হল কথোপকথনের সবচেয়ে বড়ো হাতিয়ার।মানুষ কথোপকথনের মাধ্যম হিসেবে ভাষা ব্যবহার করে।মানুষ  সামাজিক প্রাণী।তাই অন্যান্য সামাজিক জীবনের সঙ্গে দৈনন্দিন যোগাযোগ রাখে।ভাষার মধ্যে দিয়ে মানুষ সামাজিক সম্পর্ক বজায় রাখে।

CLICK HERE -

ENGLISH VERSION PDF FILE


Post a Comment (0)
Previous Post Next Post