Home Language And Standard Language

Home Language And Standard Language

Home Language And Standard Language||গৃহ ভাষা ও আদর্শ ভাষা

BENGALI VERSION||ENGLISH VERSION

Home Language And Standard Language
Home Language And Standard Language

Assignment Questions -

1. What is Standard Language. What is the Characteristics Of Standard Language. Write Down the Importance Of Standard Language.

2. Write Down the different between Home Language and Standard Language.

গৃহ ভাষা ও আদর্শ ভাষা

BENGALI VERSION -

1. ভূমিকা -

বস্তুত মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ হল শিক্ষা।এই শিক্ষার পরিচালনার হ্মেত্রে ভাষার ব্যবহারের গুরুত্ব অপরিসীম। মানুষের চিন্তাশক্তি,বুদ্ধিবৃত্তি,সৃষ্টিশক্তি ও কল্পনা শক্তির প্রকাশের অন্যতম মাধ্যমে হল ভাষা।এই ভাষা ব্যবহারের স্থান,কাল ও জাতি ভেদে বিভিন্ন বিভিন্ন প্রকার ভেদ রয়েছে।যেমন - গৃহ ভাষা ও আদর্শ ভাষা।

1.1. গৃহ ভাষা -

জন্মের পর কোনো শিশু একটি পরিবার জীবনযাপন করে। শিশু তার নিজের মতো করে অন্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে থাকে।জন্মের পরই শিশু কান্নার দ্বারা তার মায়ের সঙ্গে যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। পরবর্তীকালে বিভিন্ন অঙ্গভঙ্গির দ্বারা অন্যদের সঙ্গে যোগাযোগ কথার আদান প্রদান করে।এই শিশুরা পরিবারের সকল সদস্যের সঙ্গে যোগাযোগ করে। এইভাবে যোগাযোগ শ্রবণ, অনুকরণ প্রণালীর দ্বারাও হয়ে থাকে।পরিবারে সমাজবদ্ধ জীবরূপে বসবাস করতে গিয়ে কোনো শিশু যে ভাষাগুলি তা পিতামাতা, অভিভাবক, পারিপার্শ্বিক পরিবেশ থেকে শ্রবণ,মনন ও অনুকরণের মধ্যে দিয়ে অর্জন করে, তাদের এক সঙ্গে "গৃহ ভাষা" বা "Home Language"বলে।

1.2. গৃহ ভাষার বৈশিষ্ট্যাবলী -

গৃহ ভাষার বৈশিষ্ট্য গুলি হল -

  • পরিবারের পারিপার্শ্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে গৃহ ভাষা গড়ে উঠে।
  • যদি একটি পরিবারের পিতামাতা দ্বিভাষী বা বহুভাষী হয় তাহলে শিশুর গৃহের ভাষাও দ্বিভাষী বা বহুভাষী হবে।
  • বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে শিশুরা বাড়িতে বসে একাধিক ভাষা বলতে এবং লিখতে পারে।
  • পরিবারে বসবাসকারী কোনো শিশু সে গৃহ ভাষা শেখে সেগুলো সাধারনত একটি ধরনের হয়ে থাকে।
  • কখনো কখনো কোনো একটি বিশেষ সামাজিক পরিস্থিতিতে গৃহভাষা, আন্তর্জাতিক স্তরের ভাষার সঙ্গে মিশে যায়।
  • গৃহ ভাষার মধ্যে দিয়ে কোনো শিশুর সামাজিক পরিচিতি গড়ে ওঠে।
  • একটি ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের গৃহ ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
  • গৃহ ভাষার ব্যক্তির মূল্যবোধ গঠনের যথেষ্ট ভূমিকা নেয়।
  • গৃহ ভাষার দহ্মতা,দ্বিতীয় ভাষা বা তৃতীয় ভাষা শিখনের সক্রিয় মাধ্যমে রূপে কাজ করে।
  • গৃহ ভাষা শিহ্মার্থীর সার্বিক দহ্মতা বৃদ্ধির জন্য অধিক প্রয়োজনীয়।
  • গৃহ ভাষা হল শিশুদের সহজাত ভাষা মা শিশু জন্ম সূত্রে পরিবার থেকে পেয়ে থাকে।এহ্মেত্রে মাতৃভাষাই প্রধান।
  • গৃহ ভাষা অঞ্চল ভেদে পার্থক্য দেখা যায়। অর্থাৎ পৃথক পৃথক অঞ্চলের পৃথক পৃথক শিশুর গৃহ ভাষা ভিন্ন হয়।
  • গৃহ ভাষা ব্যাকরনের নিয়মকে সবসময় মেনে চলে না।
  • শিশুর কল্পনা শক্তি বা সৃজনী সত্তাকে প্রকাশের হ্মেত্রে গৃহ ভাষার ভূমিকা সর্বাধিক।
  • গৃহ ভাষার মধ্যে দিয়েই শিশু তার পরিবার বা নিজস্ব সমাজের মধ্যে মিথস্ক্রিয়া করে থাকে।
1.3. গৃহ ভাষার গুরুত্ব -

গৃহ ভাষার গুরুত্ব গুলি হল -

  • গৃহ ভাষা শিশুকে নিজস্ব পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করতে সাহায্যে করে থাকে।
  • গৃহ ভাষা কোনো শিশুর বহুভাষা শিখনের হ্মেত্রে সাহায্যে করে।
  • ব্যক্তিত্ব বিকাশের হ্মেত্রে গৃহ ভাষার গুরুত্ব অনস্বীকার্য।
  • ব্যক্তির মূল্যবোধ বিকাশের হ্মেত্রে গৃহ ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • দৈনন্দিন জীবনের অনেক অভ্যাস, বিশ্বাস ও অবদান গৃহ ভাষার মধ্যে দিয়েই ধীর গতিতে বিকাশ পায়।
  • গৃহ ভাষার শিখন মধ্যে দিয়ে ভাষা শিখনের স্বাভাবিক প্রক্রিয়া শুরু হয়ে যায়।
  • গৃহ ভাষার স্পষ্টতা অর্জিত হলেই দ্বিতীয় ও তৃতীয় ভাষা দহ্মতা সহজেই চলে আসে।
  • শিশুর প্রথম শিহ্মার হ্মেত্রে মাতৃভাষা বা গৃহ ভাষার প্রয়োজন সর্বাপেক্ষা বেশি।1951 খ্রিস্টাব্দে UNESCO -র রিপোর্টেও শিশুর প্রথম শিহ্মার হ্মেত্রে মাতৃভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে।
  • শিশুর সৃজনশীলতার বিকাশের হ্মেত্রে গৃহ ভাষাই শিশুকে সর্বাধিক সহায়তা করে থাকে।
  • আধুনিক সংস্কৃতিকে রক্ষা করার জন্য শিশুকে গৃহ ভাষার ব্যবহার করতেই হবে।

2.1. আদর্শ ভাষা -

যে কোনো দেশ বা অঞ্চলের কোনো একটি নির্দিষ্ট উপভাষা দীর্ঘদিন ব্যবহারের মাধ্যমে যখন অধিকাংশ মানুষের কাছে তা স্বীকৃতি পায়,তখন ভাষাটিকে আদর্শ ভাষা মর্যাদা পায়।

এ প্রসঙ্গে R.L.Trask বলেন - "A Standard Language is a rather Special dialect of some language one which has been Codified and elaborated for use in wide variety of domains." 

অন্যদিকে গবেষক,Tom McArthur মতে,"Standard Language is a team for the form of a language used for example,in general Pubilshing,the news media education, government,such professions as law and medicine and by especially the middle classes."  

বৃহত্তর অর্থে দেখা যায় যে,ভাষা আমরা আমাদের প্রয়োজনের তাগিদে তথা পাশ্চাত্য সভ্যতার সঙ্গে যোগাযোগ করার জন্য ব্যবহার করে থাকি।তা হল আদর্শ ভাষা বা Standard Language.অর্থাৎ আদর্শ ভাষা হল বিভিন্ন দেশকে নিরপেক্ষ রেখে যে ভাষা সকলের গ্রহণযোগ্য।উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পশ্চিমবঙ্গের মাতৃভাষা বাংলা এবং ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা হিন্দি।কিন্তু এগুলো দ্বারা অন্যান্য দেশের সঙ্গে আমরা সব রকমের তথ্য ও যোগাযোগ আদান-প্রদান করতে পারি না।তাই English হল অন্যের সর্বজনগ্রাহ্য। তাই English ভাষাটিকে আমরা আদর্শ ভাষা বলে থাকি।

2.2. আদর্শ ভাষার বৈশিষ্ট্যাবলী -

আদর্শ ভাষার বৈশিষ্ট্য গুলি হল -

  • কোনো দেশের বা অঞ্চলের বসবাসকারী শিক্ষিত ও সভ্য মানুষের যে ভাষায় ব্যবহার করে তাই হল আদর্শ ভাষা।
  • মানুষ সাধারণত কয়টি প্রয়োজন পূরণের তাগিদেই সৃষ্টি হয়।
  • আদর্শ ভাষার বৈচিত্র সীমিত।
  • আদর্শ ভাষা সাধারণত অঞ্চলের প্রকাশনা খবর তৈরি,শিক্ষার সরকারি কার্যাবলী,আইন ও চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত হয়। 
  • আদর্শ ভাষার মাধ্যমে সরকারি কাজকর্ম করা হয় বলে,আদর্শ ভাষাকে সরকারি ভাষা বলা হয়।
  • আদর্শ ভাষা হল উপভাষার পরিশীলিত,পরিমার্জিত ও সর্বজন গৃহীত রূপ।
  • আদর্শ ভাষায় প্রথাগত ব্যাকরণ মানা হয়। 
  • আদর্শ ভাষার মাধ্যমে যোগাযোগ বা তথ্য আদান প্রদান করে থাকে।
  • কোন উপভাষা দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে আদর্শ ভাষায় রূপান্তরিত হয়। 
  • আদর্শ ভাষা হল জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের ভাষা। 
  • আদর্শ ভাষা বৃহৎ অঞ্চলে প্রচলিত।

2.3. আদর্শ ভাষার গুরুত্ব -

আদর্শ ভাষার গুরুত্ব গুলি হল -

  • আদর্শ ভাষা সমাজের মূল কাজকর্মকে সক্রিয় রাখতে সাহায্য করে। 
  • সাহিত্য,শিক্ষায়,আইন-আদালত,বক্তৃতার,বেতার ও সংবাদপত্রের ভাষা হিসেবে আদর্শ ভাষাকে ব্যবহৃত করা হয়।
  • আদর্শ ভাষা বিদ্যালয় পঠন-পাঠনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। 
  • আদর্শ ভাষা মানুষকে পরিমার্জিত ও সর্বজনগ্রাহ্য হতে সাহায্য করে।
  • আদর্শ ভাষা সরকারি কাজকর্ম ও প্রশাসন চালানোর একমাত্র পন্থা।
  • আদর্শ ভাষায় মাধ্যমে যোগাযোগ ও তথ্য আদান প্রদান করা হয়।

3. গৃহ ভাষা এবং আদর্শ ভাষা পার্থক্য -

গৃহ ভাষা এবং আদর্শ ভাষার পার্থক্য গুলি হল -

১. ধারনা - 

পরিবারে সমাজবদ্ধ জীবরূপে বসবাস করতে গিয়ে কোনো শিশু যে ভাষাগুলি তা পিতামাতা, অভিভাবক, পারিপার্শ্বিক পরিবেশ থেকে শ্রবণ,মনন ও অনুকরণের মধ্যে দিয়ে অর্জন করে, তাদের এক সঙ্গে "গৃহ ভাষা" বা "Home Language"বলে। আর আমরা আমাদের প্রয়োজনের তাগিদে তথা পাশ্চাত্য সভ্যতার সঙ্গে যোগাযোগ করার জন্য ব্যবহার করে থাকি।তাকে "আদর্শ ভাষা" বা "Standard Language" বলে।

২. বিস্তৃতি -

পরিবারে কোনো শিশু যে গৃহ ভাষা শেখে সেগুলি সাধারণত উপভাষা আঞ্চলিকতার দ্বারা প্রভাবিত ভাষা। অন্যদিকে আদর্শ ভাষা হল কোনো দেশের বা অঞ্চলের রাজধানীতে বসবাসকারী লোকজনের ভাষা।

৩. ব্যবহারিক দিক -

গৃহ ভাষা মূলত সাহিত্যের উক্তি হিসাবে ব্যবহৃত হয়,অন্যদিকে আদর্শ ভাষা সমাজের মূল কাজকর্মের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।

৪. ব্যাকরণ মান্যতা -

গৃহ ভাষার মধ্যে ভাষার প্রথাগত ব্যাকরণ মানা হয় না, কিন্তু আদর্শ ভাষার মধ্যে ভাষার প্রথাগত ব্যাকরণ মানা হয়।

৫. নির্ভরশীলতা -

সরকারী কাজ ও প্রশাসনিক ক্ষেত্রে আদর্শ ভাষা উপর নির্ভরশীল, কিন্তু এহ্মেত্রে গৃহ ভাষা তেমন নির্ভরশীল নয়। 

৬. পরিমার্জিত ও সংশোধিত -

গৃহ ভাষার পরিমার্জিত ও সংশোধিত রূপ হল আদর্শ ভাষা, কিন্তু আদর্শ ভাষার কোনো সংশোধন করা হয় না।

৭. জনগোষ্ঠীর সংস্কৃতি ও ধর্ম -

গৃহ ভাষার দ্বারা কোনো জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, বিশ্বাস ও ধর্ম ইত্যাদির গভীরে পৌঁছানো যায় কিন্তু আদর্শ ভাষা জনগোষ্ঠীর সংস্কৃতি, বিশ্বাস ও ধর্ম ইত্যাদির গভীরে পৌঁছাতে পারে না।

৮. ভাষাগত বৈচিত্র্য -

গৃহ ভাষার মধ্যে একটি ভাষাগত বৈচিত্র্য দেখা যায়, কিন্তু আদর্শ ভাষার মধ্যে কোনো ভাষাগত বৈচিত্র্য দেখা যায় না।

৯. বাস্তবিক প্রয়োগ -

গৃহ ভাষা ব্যবহারের দ্বারা ভাষার অনুশীলন ঘটে থাকে, কিন্তু কোনো উপভাষা দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে আদর্শ ভাষার রূপান্তরিত হয়।

১০. ভাষার রূপ -

গৃহ ভাষা এক প্রকারের লৌকিক ভাষা,অন্যদিকে আদর্শ ভাষা হল জাতীয় বা আন্তর্জাতিক স্তরের ভাষা।

CLICK HERE -

ENGLISH VERSION PDF FILE

Post a Comment (0)
Previous Post Next Post