Growth And Development
BENGALI VERSION||ENGLISH VERSION
(*** ENGLISH VERSION FILE BELOW THE ARTICLE BY PDF FORMAT)
Assignment/Notes.
১. বৃদ্ধি ও বিকাশ ধারণা দাও। বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্য গুলি লেখ।২. বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কর।
1. ভূমিকা -
মানুষের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবর্তন আসে।এই পরিবর্তন বিভিন্ন দিক দিয়ে হয়, যেমন - দৈহিক পরিবর্তন,মানসিক পরিবর্তন,সামাজিক পরিবর্তন প্রভৃতি।এই পরিবর্তনের মধ্যে দিয়েই শিশু জন্ম থেকে আস্তে আস্তে একজন পূর্ণবয়স্ক মানুষের পরিবর্তিত হয়। এই পরিবর্তন বিভিন্ন ধরনের,যেমন -
• বৃদ্ধি
• বিকাশ
• পরিণমন ইত্যাদি।
• বৃদ্ধি -
বৃদ্ধি বলতে মনোবিজ্ঞানীরা শিশুর পরিমাণগত পরিবর্তন অর্থাৎ দেহের আয়তন( দৈর্ঘ্য,প্রস্থ ও উচ্চতা)ও ওজনের বৃদ্ধিকে সূচিত করেছেন।এই প্রসঙ্গে মনোবিজ্ঞানী Arnold Gessel বলেছেন - " Growth is a function of the organism rather than of the environment as such." অর্থাৎ বৃদ্ধি হল দেহ যন্ত্রের ক্রিয়া যা পরিবেশের ক্রিয়ার দ্বারা সম্পূর্ণভাবে নির্ধারিত হয় না।
•• বৃদ্ধি বৈশিষ্ট্য -
জন্মের পর শিশুর বৃদ্ধির কীভাবে ঘটে সে সম্পর্কে বিভিন্ন গবেষণা থেকে মনোবিজ্ঞানীরা বৃদ্ধির যে বৈশিষ্ট্য গুলি নির্ণয় করেছিল,সেগুলি হল -
- বংশগত ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে শিশুর বৃদ্ধির ঘটে।
- জন্মের পর থেকে শিশুর দৈহিক বৃদ্ধির হার বিভিন্ন বয়সে কখনও বাড়ে, আবার কখনও কমে।
- জন্মের পর থেকে আড়াই বছর বয়স পর্যন্ত দৈহিক বৃদ্ধির হার খুব দ্রুত হয়।
- আড়াই বছর বয়স থেকে বারো কিংবা তেরো বছর বয়স পর্যন্ত শিশুর দৈহিক বৃদ্ধির হার কম হয়।
- পনেরো থেকে ষোলো বছর বয়সে অর্থাৎ কৈশোরে দৈহিক বৃদ্ধির হার কম হয়।
- মেয়েদের আঠারো এবং ছেলেদের কুঁড়ি - একুশ বছর বয়স পর্যন্ত খুব ধীরে ধীরে হলেও দৈহিক বৃদ্ধি ঘটতে থাকে।
- পুষ্টিকর খাদ্য,উপযুক্ত পরিবেশ এবং অঙ্গ - প্রত্যঙ্গের পরিচর্চার উপর শিশুর স্বাভাবিক দৈহিক বৃদ্ধি ঘটতে থাকে।
- প্রত্যেক শিশু দৈহিক বৃদ্ধি একই ঘটে না।কারো দৈহিক বৃদ্ধি দ্রুতগতিতে ঘটে,আবার কারও দৈহিক বৃদ্ধি ধীরগতিতে ঘটে।
- প্রত্যেক শিশুর বৃদ্ধি তার নিজস্ব গতিতে চলে।
- একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত শিশুর নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিকভাবে ঘটে।
- আবহাওয়ার উপর বৃদ্ধি নির্ভরশীল।ঋতু পরিবর্তন পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৃদ্ধির হার পরিবর্তন লক্ষ করা যায়।
• বিকাশ -
বিকাশ হল এক ধরনের পরিবর্তন যা জীবনের প্রথম থেকে মৃত্যু পর্যন্ত ব্যাপ্ত এবং যা নির্দিষ্ট ক্রম অনুসারে হয়, যা নির্দিষ্ট স্তর ভিত্তিক এবং যা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী।Woolfolk - এর মতে বিকাশ বা Development refers to certain changes of human being (or animal) from conception to death. মানুষের জীবনে যে সমস্ত পরিবর্তন বেশ কিছু দিন ধরে স্থায়ী হয় সেই ধরনের পরিবর্তন গুলিকে ই বিকাশ বলে।Hurlock এর মতে অনুসারে বিকাশ হল " Pregressive Series of orderly, coherent changes." 'Pregressive' এর অর্থ যা নির্দিষ্ট স্তরভিত্তিক, 'Coherent' এর অর্থ যা স্থায়ী এবং 'orderly' এর অর্থ যা একটি নির্দিষ্ট ক্রম মেনে চলে।Alkinson, Berne & Woodwarth বিকাশ এর সংজ্ঞা দিয়েছেন এভাবে,-" The Progressive and continuous change in the organism from birth to death." Berk তাঁর Child Development বইতে মানুষের বিকাশ (Human Development) বলতে বুঝিয়েছেন - " Which includes all changes we experience throughout the life span."
•• বিকাশের বৈশিষ্ট্য -
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা থেকে মনোবিদ গন বিকাশের যে সাধারণ বৈশিষ্ট্য গুলি নিরুপন করেছেন তা হল -
- অবিচ্ছিন্ন প্রক্রিয়া - বিকাশ হল জীবন কাল ব্যাপী একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া।যা মূলত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পরিবর্তন প্রক্রিয়া চলতে পারে। বিকাশের প্রক্রিয়া নিরবিচ্ছিন্নভাবেই এগিয়ে চলে।
- ক্রম সংযোজন শীল প্রক্রিয়া - বিকাশ একটি ক্রম সংযোজন শীল প্রক্রিয়া অর্থাৎ ব্যক্তির বিকাশের যে কোনো একটি পর্যায়ে তার পূর্ববর্তী সকল পর্যায়ের বিকাশের সমষ্টির ফল।
- সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া - বিকাশের ধারা সামঞ্জস্যপূর্ণ।কারণ কোন আচরণে পর কোনো আচরণ হবে তা মোটামুটি নির্দিষ্ট।
- পৃথকীকরণ অভিমুখী প্রক্রিয়া - বিকাশ পৃথকীকরণ অভিমুখী প্রক্রিয়া অর্থাৎ সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হয়।
- শৃংখলিত প্রক্রিয়া - মানুষ জীবনের বিভিন্ন দিকের বিকাশের মধ্যে একটি শৃঙ্খলা শাখা থাকে। একদিকে বিকাশ অপরদিকে বিকাশে সহায়তা করে।
- ব্যক্তি স্বাতন্ত্র্য অভিমুখী প্রক্রিয়া - বিকাশের প্রক্রিয়া ব্যক্তি স্বাতন্ত্র্য অভিমুখী।সাধারণ ভাবে বিকাশ বিশেষ বয়সের ক্ষেত্রে কতকগুলি সাধারণ নিয়ম মেনে চলে।কিন্তু পরিণত ব্যক্তি জীবনে তা বিশেষ রক্ষা ধারণ করে।
- জটিল প্রক্রিয়া - মানব জীবনের বিকাশ একটি উন্নত জটিল প্রক্রিয়া।বিকাশের ধারার দেখা যায়, কোনো বিশেষ সময় মানসিক বিকাশের তুলনায় দৈহিক বিকাশের হার বেশি হয়।আবার কোনো সময় দৈহিক বিকাশের তুলনায় মানসিক বিকাশের হার বেশি হয়। কোনো কোনো সময় বিভিন্ন দিকের বিকাশ বিভিন্ন দিক থেকে ভিন্ন ভিন্ন হারে হয়।এই বিকাশের হার কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলে না।
- বংশগত ও পরিবেশগত পারস্পরিক প্রক্রিয়ার ফল - মানব জীবনে বিকাশের দুটি প্রধান কারণ হল বংশগত ও পরিবেশ শিশু জন্মসূত্রে বংশগতির ধারার যে পরিবেশে লালিত হয় সেই পরিবেশ তার উপর কীভাবে প্রতিক্রিয়া করেছে, তাদের উভয়ের পারস্পারিক ক্রিয়া উপর তার বিকাশের ধারা কেমন হবে তা নির্ভর করে অর্থাৎ ব্যক্তি জীবনের বিকাশ বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফল।
2. বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য -
১. ধারনাগত -
বুদ্ধি হল আকার বা আয়তনের পরিবর্তন।অর্থাৎ একটি ব্যক্তির দৈর্ঘ্যে,প্রস্থ,উচ্চতা ও ওজনের পরিবর্তনকে বৃদ্ধি বলে।
বিকাশ হল আকৃতি ও ক্রিয়ার পরিবর্তন। অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তনের ফলে শিশুর মধ্যে যে কর্ম ক্ষমতা পরিবর্তন হয় তাই হল বিকাশ।
২. ধরন -
বৃদ্ধি পরিমাপযোগ্য। যেমন - দৈর্ঘ্যে,প্রস্থ,উচ্চতা ও ওজন ইত্যাদি পরিমাপ করা যায়।
কিন্তু বিকাশ বিভিন্ন দিক পর্যবেক্ষণযোগ্য।
৩. অংশ -
বৃদ্ধি হল বিকাশের একটি অংশ।অর্থাৎ বৃদ্ধি বিকাশের ওপর সম্পূর্ণ নির্ভরশীল।
কিন্তু বিকাশ হল বৃদ্ধির থেকে বৃহৎ ও সামগ্রিক ধারণা।অর্থাৎ বিকাশ বৃদ্ধির উপর সম্পূর্ণ নির্ভরশীল নয়।
৪. প্রক্রিয়া -
পরিণমনে বৃদ্ধির সমাপ্তি ঘটে।অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের পর বৃদ্ধি বদ্ধ হয়ে যায়।এটি একটি সামরিক প্রক্রিয়া।
আর, মাতৃগর্ভে ভ্রূণ সঞ্চারের পর থেকে আমৃত্যু বিকাশ ঘটে। অর্থাৎ বিকাশ জীবনব্যাপী প্রক্রিয়া বা ধারাবাহিক প্রক্রিয়া।
৫. পরিবর্তন -
বৃদ্ধি বলতে সাধারণত বাহ্যিক দিক থেকে দৈহিক পরিবর্তনকে বোঝায়।
কিন্তু,বিকাশ বলতে দৈহিক,মানসিক,সামাজিক, প্রাক্ষোভিক, বৌদ্ধিক ইত্যাদি সব দিকের পরিবর্তনকেই বোঝায়।
৬. পরিমাণগত ও গুণগত দিক -
বৃদ্ধি মূলত পরিমাণগত দিক লক্ষ করা যায়।
কিন্তু,বিকাশ পরিমাণগত ও গুণগত দিক লক্ষ্য করা যায়।
৭. সম্পর্ক -
বৃদ্ধি সহজে পরিমাপযোগ্য কারণ এটি শারীরিক আকার ও আয়তনের সাথে সম্পর্কযুক্ত।
আর, বিকাশের সমস্ত দিক সহজভাবে পরিমাপ করা সম্ভব নয়।
৮. সময়সীমা -
বৃদ্ধি একটি সাময়িক বা স্বল্প সময়ে ব্যাপী।
কিন্তু, বিকাশ একটি দীর্ঘস্থায়ী বা সারা জীবন ব্যাপী সময় লাগে।
৯. নির্ভরশীলতা -
বুদ্ধি বিকাশের উপর সম্পূর্ণ নির্ভরশীল।
কিন্তু, বিকাশ বৃদ্ধির উপর সম্পূর্ণ নির্ভরশীল নয়, আংশিক।
১০. আকার -
বৃদ্ধি হল একটি ক্ষুদ্র আকারের বিষয়।
কিন্তু,বিকাশ হল একটি সর্ববৃহৎ ও সামগ্রিক আকারের বিষয়।
১১. বিভিন্ন দিক -
বৃদ্ধিতে মূল বাহ্যিক দিক থেকে দৈহিক পরিবর্তন লক্ষ্য করা যায়।
কিন্তু, বিকাশে দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষোভিক,প্রজ্ঞামূলক, বৌদ্ধিক পরিবর্তন লক্ষ করা যায়।
CLICK THE QUESTIONS BELOW FOR ENGLISH VERSION -