College Of Teacher Education(CTE)
BENGALI VERSION||ENGLISH VERSION
CTE |
Concept Of CTE,Objectives And Functions Of CTE.
Assignment Questions -
1. What do you mean by CTE.
2. Explain The Objectives And Functions Of CTE.
BENGALI VERSION -
1. ভূমিকা -
জাতীয় শিক্ষানীতি(1986) এবং Programme Of Action (1992)এর উপর ভিত্তি করে শিক্ষক শিক্ষার কলেজ প্রতিষ্ঠিত হয়।মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষকদের চাকুরি কালীন এবং চাকুরী পূর্ব অবস্থা প্রশিক্ষণ দেওয়ার কাজ করে CTE।এছাড়াও গবেষণা ও উদ্ভাবন মূলক কাজ পরিচালনা করা, বিষয়বস্তু প্রস্তুতি করা, বিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানকে সহায়তা করার মতো দায়িত্ব পালন করে CTE।রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে (RMSA) এর পরিপ্রেক্ষিতে CTE এর ভূমিকা শুধুমাত্র মাধ্যমিক স্তরের শিক্ষকদের দক্ষতা গুণগত এবং পরিমাণগত বৃদ্ধি করার ক্ষেত্রে সীমাবদ্ধ না থেকে আরও বিস্তৃত হয়েছে।বর্তমানে তাই CTE এর লক্ষ্য হল -
"Not only expand quantity and quality of secondary school teachers but also relevant themselves to proactively integrate with the large state teacher education system centrally sponsored scheme of teacher Education 2012.
2013 সালে এপ্রিল মাসে প্রকাশিত Report Of the joint Review Mission on Teacher Education অনুসারে পশ্চিমবঙ্গে 6 টি CTE রয়েছে,সেখানে 60 জন Teacher Educator রয়েছেন।
2. CTE এর উদ্দেশ্যাবলী -
- অ - প্রশিক্ষিত শিক্ষকদের বাকলগ দুর করা।
- মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যবস্থাপনা প্রশিক্ষণ প্রদান করা।
- শিক্ষকদের দক্ষতা প্রদান এবং উন্নত করা।
- মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্ম গবেষণা এবং গৌণ গবেষণা করার জন্য নির্দেশিকা প্রদান করা।
- CTE এর অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের জেলা ভিত্তিক প্রশিক্ষণ এবং সহযোগিতা করা।
- প্রশিক্ষণ কর্মসূচিকে সার্থক করে তোলার জন্য বিদ্যালয়ের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করা যাতে নিয়মিত ফিডব্যাক পাওয়া যায়,যার ফলে প্রশিক্ষণের কর্মসূচি আরও শক্তিশালী হতে পারে।
- সাম্প্রতিক জ্ঞানের সঙ্গে শিক্ষককে পরিচিত করা।
- পরিকল্পনা এবং তার বাস্তবিক পেশাগত সহযোগিতা করা।
- অন্যান্য CTE এবং IASE এর সঙ্গে যোগাযোগ রক্ষা করা।
- প্রাক্ বৃত্তি শিক্ষক শিক্ষা পাঠ্যক্রম পূর্ণ গঠনে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করা।
- রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে অভিমূখী করনে এবং রিসোর্স পার্সনদের প্রস্তুতিতে সাহায্য করা।
3. CTE এর কার্যাবলী -
- মাধ্যমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ দান করা এবং শিক্ষাগত সহায়তা প্রদান করা।
- প্রশিক্ষণ কার্যক্রমের সফলতা সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠান ও শিক্ষকদের সঙ্গেও অনবরত যোগাযোগ রক্ষা এবং প্রতিবাদ প্রাপ্তির মাধ্যমে প্রশিক্ষণ প্রক্রিয়া কে শক্তিশালী করা।
- প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষকদের পেশাগত উন্নয়ন ঘটানো এবং পরিকল্পনা রচনা ও বাস্তবায়নের ক্ষেত্রে অন্যান্য সকল উচ্চ স্তরীর প্রতিষ্ঠানের কাছ থেকে সহায়তা গ্রহণ করা।
- অন্যান্য CTE,IASE ও মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষার সঙ্গে যুক্ত অন্য সকল কলেজের সঙ্গে যোগাযোগ রক্ষা করা।
- চাকরি পূর্বে শিক্ষক শিক্ষার কার্যক্রম পরিমার্জন ও পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করা।
- ওরিয়েন্টেশন কার্যক্রম এবং সম্পদশালী ব্যক্তি প্রস্তুত করার ক্ষেত্রে RMSA সহায়তা করা।
- মাতৃভাষায় মাধ্যমিক স্তরের জন্য হস্ত পুস্তক, সহায়তা পুস্তিকা, কর্মশালা প্রভৃতি শিক্ষকদের জন্য প্রস্তুত করা।
- মাধ্যমিক স্তরের শিহ্মকদের জন্য চাকুরি পূর্ব এবং চাকরি কালীন প্রশিক্ষণের আয়োজন করা যা এতকাল CTE করে চলেছিল।
- প্রশিক্ষণ চাহিদা বিশ্লেষণ এবং ভিত্তি রেখা সমীক্ষা Baseline Surveys পরিচালনা করার মাধ্যম প্রশিক্ষণ মডিউল প্রস্তুত করা।
- শ্রেণিকক্ষের শিক্ষণ শিখন প্রক্রিয়া এবং শিখনের ফল এর উপর প্রশিক্ষণের প্রভাব বিশ্লেষণ করার জন্য প্রভাব সমীক্ষা পরিচালনা করা।
- প্রশিক্ষণ এবং প্রকল্প ভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য নির্দেশিকা প্রকাশ করা।
CLICK HERE -