DIET

DIET

DIET(District institute of Education and Training)

BENGALI VERSION||ENGLISH VERSION

DIET
DIET


(*** ENGLISH VERSION FILE BELOW THE ARTICLE BY PDF FORMAT)

DIET Concept, Objectives And Functions

BENGALI VERSION -

Assignment Questions -

1. What is DIET. Write down objectives and functions Of DIET.

১. ভূমিকা -

জাতীয় শিক্ষানীতি(1986) চালু হওয়ার পূর্বে প্রারম্ভিক শিক্ষা এবং বয়স্ক শিক্ষার যথেষ্ট বিস্তার লাভ করে,যা কেবলমাত্র জাতীয় এবং রাজ্যের সহায়ক সংস্থা দ্বারা নিয়ন্ত্রন করা সম্ভব ছিল না।NPE এর সুপারিশ ছিল এই কাজগুলি আরও প্রসারিত করা এবং গুণগত মান উন্নয়ন করা।সেই কারণে NPE(1986) এবং POA (1992) প্রস্তাব করে জেলা ভিত্তিক একটি তৃতীয় স্তরের সাহায্যকারী সংস্থা গড়ে তোলা প্রয়োজন।এই জেলা ভিত্তিক তৃতীয় স্তরের সাহায্যকারী ব্যবস্থাকেই "District Institute Of Education And Training" বা "DIET" বলা হয়।DIET Guide lines(1989) - এ সংস্থার উদ্দেশ্য সম্পর্কে বলা হয় - " To Provide academic and resource support at the grass roots level,for the success of the various strategies and programme being undertaken in the areas of elementary (and Adult) education."

          এই উদ্দেশ্যকে সফল করার জন্য জেলা ভিত্তিক DIET - এর অধীনে একটি করে জেলা সম্পন্ন একক (District Resource Unit বা DRU) গঠন করা হয়। যদি ওই নির্দিষ্ট জেলায় বয়স্ক শিক্ষাকেন্দ্র এবং প্রথা বহির্ভূত শিক্ষা কেন্দ্রের সংখ্যা 200 বেশি হয়।এই কেন্দ্র DIET কে তার কার্যের যথাযথ পালন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে।

২  DIET এর উদ্দেশ্যাবলী - 

  • প্রাথমিক শিক্ষার সর্বজনীন করন। 
  • প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় ও শিক্ষকদের সহায়তা প্রদান। 
  • সমাজকল্যাণ বিভাগ,সর্বশিক্ষা অভিযান এবং স্থানীয় স্বশাসনের জন্য পর্যাপ্ত সম্প্রসারণ পরিষেবা প্রদান করা এবং এই বিভাগের মধ্যে অভিন্নতা নিশ্চিত করা। 
  • সাক্ষরতা কার্যে সহায়তা এবং প্রশিক্ষণ প্রদান করা,যা নব্য সাহ্মরদের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সুবিধা প্রসারিত করে।
  • একটি রিসোর্স সেন্টার হিসেবে কাজ করা যা আইটি মিশন,হাই স্কুল এবং উচ্চ মাধ্যমিক বিভাগে একাডেমিক সহায়তা প্রদান করে।
  • শিক্ষা ক্ষেত্রে গবেষণা কাজ এবং অধ্যায়ন পরিচালনার সুযোগ প্রদান।
  • শিক্ষণ শেখার প্রক্রিয়ার সর্বশেষ উন্নয়ন সহ প্রাক পরিষেবা এবং পরিষেবা প্রশিক্ষনের কার্যকর প্রশিক্ষণ পরিচালনা করা।
  • প্রযুক্তির সর্বশেষ উন্নয়ন ব্যবহার করে শিক্ষাক্ষেত্রে নবায়ন করা। 
  • শিক্ষকদের শিক্ষার নতুন কৌশল ও কৌশল অবগত করতে এবং বিকাশ করতে সক্ষম করা।
  • উপরোক্ত কাজগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য পর্যাপ্ত উপকরণ প্রস্তুত করা।
  • প্রধান শিক্ষকদের তাদের প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক নেতৃত্ব গ্রহণের জন্য প্রশিক্ষণ প্রদান করা।
  • জেলার শিক্ষাগত ডাটাবেজ প্রস্তুত ও আপডেট করা। 
  • সম্প্রদায়ের অংশগ্রহণে 'টোটাল স্কুল ডেভলপমেন্ট প্রোগ্রাম' এর মতো প্রকল্প গ্রহণ করা।
  • স্কুল শিক্ষার সাথে সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে সেমিনার,বিতর্ক সভার ইত্যাদির আয়োজন করা। যেমন প্রতিবন্ধীদের জন্য সমন্বিত শিক্ষা,জাতীয় পাঠক্রম রূপরেখা,গবেষণা সেমিনার ইত্যাদি।
  • সম্প্রদায়ের অংশগ্রহণে জেলার বিদ্যালয়ে গুণগত পরিবর্তন নিশ্চিত করা এবং বিদ্যালয়ে মানের টেকসই তা নিশ্চিত করা।

৩. DIET এর কার্যাবলী - 

ক. নিম্নলিখিত ব্যক্তিদের প্রশিক্ষণ এবং নতুন ধারণা দান - 

  • প্রারম্ভিক বিদ্যালয়ের শিক্ষকদের। 
  • প্রধান শিক্ষক বিদ্যালয় জট এর প্রধান এবং ব্লক স্তরের শিক্ষা আধিকারিকদের।
  • প্রথা বহির্ভূত এবং বয়স্ক শিক্ষার সঙ্গে জড়িত পর্যবেক্ষক এবং আধিকারিকদের। 
  • শিক্ষা সংক্রান্ত কোনো বোর্ডের সমস্যা,গ্রাম শিক্ষা কমিটি,কমিউনিটি বা জন সম্প্রদায়ের নেতা,যুব এবং স্বেচ্ছাসেবক,যারা শিক্ষা ক্ষেত্রে সক্রিয় কর্মী হিসেবে কাজ করতে আগ্রহী। 
  • প্রথম দুটি ক্ষেত্রের ব্যক্তিদের জন্য উপযুক্ত কর্মসূচি পরিকল্পনার পরিচালনার জন্য নিয়োজিত Resource Persons.
  • In - Service বা চাকুরীকালীন ও ধারাবাহিক বা Continuing শিক্ষাদানের মাধ্যমে শিক্ষককে যথাসম্ভব দক্ষ,অভিজ্ঞ ও সম্পদশালী ব্যক্তিতে রূপান্তরিত করে শ্রেণিকক্ষের পঠন পাঠন কার্যকরী করে তোলা হয় DIET - এর অন্যতম লক্ষ্য।
খ. শিক্ষামূলক ও সম্পদ কেন্দ্রিক সহায়তা প্রদান -

  • বিস্তৃতি মূলক কার্যাবলী এবং ক্ষেত্র গত মিথস্ক্রিয়া।
  • শিক্ষক এবং নির্দেশ দান কারীদের শিক্ষণ কেন্দ্র এবং শিক্ষামূলক সম্পদের মাধ্যমে সহায়তা প্রদান করা। 
  • আঞ্চলিক চাহিদা অনুসারে প্রাসঙ্গিক শিহ্মা উপকরণ,শিহ্মা সহায়ক প্রদীপন এবং মূল্যায়নের জন্য মূল্যায়ন হাতিয়ার প্রস্তুতি করা। 
  • প্রারম্ভিক বিদ্যালয়,বয়স্ক শিক্ষা কেন্দ্র এবং প্রথা বহির্ভূত শিক্ষার মূল্যায়ন কেন্দ্র হিসেবে কাজ করা। 
  • শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকরা যে সকল সমস্যা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হয় তার সমাধান করা।
  • সমস্যার সমাধানের জন্য পর্যায়ক্রমিক সাক্ষাৎকার,আলোচনা চক্র,সেমিনার ইত্যাদির আয়োজন করা,পত্রিকা,পুস্তক,গবেষণা সারাংশ প্রভৃতি প্রকাশ করা এবং ছড়িয়ে দেওয়া প্রভৃতি।
গ. Action Research -

  • নির্দিষ্ট জেলার আঞ্চলিক সমস্যা দূর করে প্রারম্ভিক শিক্ষা ও বয়স্ক শিক্ষার মূল উদ্দেশ্য চরিতার্থ করার জন্য DIET Action Research ক্ষেত্র সমীক্ষা এবং পরীক্ষা প্রভৃতি আয়োজন এবং পরিচালনা করে থাকে। 
  • ক্ষেত্র বিশেষে গবেষণা কার্য পরিচালনার পাশাপাশি DIET প্রতিষ্ঠানগুলির মধ্যে যোগাযোগের কান্ডারী হিসেবে ও কাজ করে।
  • বিভাগীয় স্তরে,রাজ্য স্তরে,জাতীয় স্তরে প্রারম্ভিক শিক্ষা এবং বয়স্ক শিক্ষার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান গুলির মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং নৈকট্য স্থাপন করে প্রতিষ্ঠানগুলির কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন করে।

CLICK HERE -

ENGLISH VERSION PDF FILE






Post a Comment (0)
Previous Post Next Post