Institute Of Advanced Studies In Education (IASE)

Institute Of Advanced Studies In Education (IASE)

Institute Of Advanced Studies In Education (IASE)

BENGALI VERSION||ENGLISH VERSION

Institute Of Advanced Studies In Education (IASE)
IASE

IASE 's Concept,Objectives And Functions

Assignment Questions -

1. What is IASE? Briefly discusse Objectives And Functions Of IASE.

(*** ENGLISH VERSION FILE BELOW THE ARTICLE BY PDF FORMAT)

IASE 

BENGALI VERSION -

1. ভূমিকা -

মাধ্যমিক স্তরের শিক্ষকদের চাকরি পূর্ব এবং চাকরি কালীন প্রশিক্ষণের ক্ষেত্রে উৎকর্ষতার কেন্দ্র হল Institute Of Advanced Studies In Education (IASE)।এটি হল এমন এক প্রতিষ্ঠান যা শিক্ষক প্রশিক্ষকের ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করা, আরও বেশি কার্যকরী শিক্ষক উন্নয়ন কর্মসূচি তৈরি করা, সংশ্লিষ্ট বিষয়ে রাজনীতি প্রস্তুত করা এবং উচ্চগুন সম্পন্ন গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে অগ্রণী প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে। এছাড়া M.Ed,M.Phil,Ph.d কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষকের দক্ষতা বৃদ্ধি করে।আবার শিক্ষক শিক্ষার জন্য নতুন ধরনের কর্মসূচি,যেমন - 4 year Integrated B.El.Ed কোর্স ইত্যাদি সূচনা করে। শিক্ষক শিক্ষার হ্মেত্রে এই প্রতিষ্ঠান গুলি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পাশাপাশি Centraxy Sponsored Scheme Of Teacher's Education,2012 অনুসারে আঞ্চলিক সম্পদ কেন্দ্র এর দায়িত্ব পালন করে। বর্তমানে ভারতবর্ষে মোট 29 টি IASE রয়েছে।

2. IASE এর লক্ষ্য ও উদ্দেশ্যাবলী - 

  • সোসাইটির সকল সদস্যদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রচার এবং উৎসাহিত করা। 
  • শিক্ষার বিভিন্ন শাখায় শিক্ষা ও গবেষণার প্রচার ও সুবিধা প্রদানকে উৎসাহিত করা। 
  • শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান করা।
  • বিশিষ্ট প্রাক্তন ছাত্রদের সম্মান জানানো হয়। 
  • ভারতে এবং বিদেশে বিভিন্ন স্থানে উপকেন্দ্র/ স্থানীয় অধ্যায় গুলি সংগঠিত করা, প্রতিষ্ঠা করা, তৈরি করা এবং সেগুলিকে সোসাইটির সাথে সংযুক্ত করা। 
  • সোসাইটির উপরোক্ত উদ্দেশ্য গুলি অর্জনের উদ্দেশ্যে ভারতে এবং বিদেশে এবং রাজ্য / কেন্দ্রীয় সরকার গুলির সাথে প্রাক্তন ছাত্র,সমিতি, প্রতিষ্ঠান,সংস্থা,ব্যক্তি বা সংস্থার কাছ থেকে উপহার,অনুদান,অবদান ইত্যাদি গ্রহণ করা।
  • সোসাইটির উপরোক্ত বিষয়গুলির সাথে সামঞ্জস্য রেখে উন্নয়নের সুবিধার্থে ব্যক্তি,সংস্থা, প্রতিষ্ঠান বা বিশ্ব বিদ্যালয়কে অনুদান এবং উপহার দেওয়া। 
  • সোসাইটির সুবিধার জন্য যে কোনো স্থানীয়,রাজ্য জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা বা ইনস্টিটিউটের সাথে নিজেকে অন্তর্ভুক্ত করা।
  • সমাজের স্বার্থে প্রকল্প ও কর্মসূচি প্রণয়ন করা। 
  • উপরে উল্লেখিত সমস্ত বা যে কোনো বস্তুর অর্জনের জন্য প্রয়োজনীয় বা উপযোগী এমন সমস্ত কাজ করা।

3. IASE এর কার্যাবলী -

  • উপযুক্ত দক্ষতা,অনুভূতি,সহানুভূতি সম্পন্ন শিক্ষক প্রশিক্ষক তৈরি করা। 
  • শিখনীয় বিষয় বস্তু উন্নয়ন, সেগুলির সংরহ্মন,বন্টন ইত্যাদির ক্ষেত্রে আঞ্চলিক সম্পদ কেন্দ্র হিসেবে কাজ করা। 
  • শিক্ষার উপর গবেষণা করা।এছাড়াও Equity, Inclusion, Hidden Curriculum, Teaching - Learning ইত্যাদির ওপর গবেষণা করা।
  • CTE,DIET এবং অন্যান্য কলেজ গুলির মধ্যে সমন্বয় এবং সংযোজক হিসাবে কাজ করা।
  • NCERT এবং NCF এর আদের্শে  নতুন সুসংহত কোর্স এবং স্নাতকোত্তর কার্যক্রম তৈরিতেও সূচনায় বিশ্ববিদ্যালয়কে সাহায্য করা। 
  • শিক্ষক প্রশিক্ষক প্রস্তুত করার জন্য M.Ed কোর্সের আয়োজন করা। 
  • প্রধানত DIET এর শিক্ষকদের জন্য চাকুরী কালীন প্রশিক্ষণের আয়োজন করা। 
  • CTE এর শিক্ষক প্রশিক্ষকদের জন্য স্বল্প সময়ের কোর্স চালু করা। 
  • শিক্ষক ও শিক্ষক প্রশিক্ষকদের জন্য সম্পদ বস্তু প্রস্তুত করা। 
  • উচ্চমানের ও উচ্চ স্তরীয় ভিত্তিমূলক ও ব্যবহারিক গবেষণা ও পরীক্ষা শিক্ষাক্ষেত্রে আয়োজন ও চালনা করা। 
  • M.Phil ও Ph.d পঠন পাঠন চালু করে শিক্ষকদের শিক্ষার ক্ষেত্রে আরও সুবিধা প্রদান করা। 
এছাড়াও 
  • নীতিনির্ধারণ,পরিকল্পনা রচনা, উচ্চগুন সম্পন্ন গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে রাজ্যে IASE অগ্ৰনী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে। 
  • IASE এবং SCERT একে অপরের সহযোগী হিসেবে কাজ করবে।যে রাজ্যে এদের বেশি IASE রয়েছে সেখানে IASE গুলি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করবে। 
  • IASE শিক্ষক শিক্ষার প্রতিষ্ঠানগুলির (বিশেষত্ব CTE এবং DIET কার্যকল্পনা সম্পর্কে সামগ্রিক চিত্র প্রস্তুত করবে এবং শিক্ষক প্রশিক্ষক ও শিক্ষকদের আঞ্চলিক চাহিদার সাপেক্ষে প্রাতিষ্ঠানিক কার্যকলাপ পরিচালনা করবে।
  • শিক্ষক প্রশিক্ষকদের পেশাগত উন্নয়নই হল IASE এ প্রধান কাজ। তাই পরিকল্পনা রচনার সময়  বিভিন্ন বিষয়,যেমন পাঠ্যক্রম ও Pedagogy বিষয় বা দহ্মতা বৃদ্ধি,কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ, কম্পিউটারের মতো ICT যন্ত্রের ব্যবহার, জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে Internet এবং যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করার দক্ষতা ইত্যাদি বিবেচনা করা হবে। শিক্ষা ক্ষেত্রের সকল কার্যকরী প্রকল্প এবং সমর্থক ব্যবস্থা গুলিকে ধরে রাখার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে সেগুলির উপস্থাপন করা এবং পারস্পরিক আদান প্রদানের ব্যবস্থা IASE কে করতে হবে।
  • বৈচিত্র্যপূর্ণ নানাবিধ বিষয়ে গবেষণা পরিচালনা করবে IASE।শুধুমাত্র প্রারম্ভিক বা মাধ্যমিক স্তরের শিক্ষাই নয়, শিক্ষা সংক্রান্ত অন্যান্য প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে গবেষণার আয়োজন করবে IASE।
  • যেহেতু IASE র ভূমিকা শুধুমাত্র শিক্ষাগত প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষাগত প্রশাসকদের ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ দানের ক্ষেত্রে বিস্তৃত হচ্ছে। তাই IASE আর শুধুমাত্র শিক্ষাগত প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে তার পাশাপাশি শিক্ষা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হিসেবেও পরিগণিত হবে।
CLICK HERE -

Post a Comment (0)
Previous Post Next Post