National University Of Educational Planning And Administration (NUEPA)

National University Of Educational Planning And Administration (NUEPA)

National University Of Educational Planning And Administration (NUEPA)

BENGALI VERSION||ENGLISH VERSION
National University Of Educational Planning And Administration (NUEPA)
NUEPA

NUEPA Concept Objectives And Functions

Assignment Questions -

1. What is NUEPA.Write down objectives And Functions Of NUEPA.

(*** ENGLISH VERSION FILE BELOW THE ARTICLE BY PDF FORMAT)

NUEPA 

BENGALI VERSION -

1. ভূমিকা -

দেশের শিক্ষা পরিকল্পনা এবং প্রশাসনের জন্য যে প্রতিষ্ঠান তাকে শিক্ষা পরিকল্পনা এবং প্রশাসনের জন্য জাতীয় প্রতিষ্ঠান বলা হয়।প্রথম 10 বছর এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়।1962 খ্রিস্টাব্দে আঞ্চলিক কেন্দ্র হিসেবে এই ধরনের প্রতিষ্ঠান ইউনেস্কো তার সদস্য দেশগুলির শিক্ষা পরিকল্পনা,প্রশাসন এবং তদারকির হ্মেত্রে প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে বিবেচিত হয়।1965 খ্রিস্টাব্দে থেকে 2006 সাল পর্যন্ত এর নামের বিবর্তন লক্ষ্য করা যায়।এর কেন্দ্রটির প্রধান কার্যালয় হল নিউ দিল্লিতে।
NUEPA নামটি নানা বিবর্তনের মধ্যে দিয়ে এসেছে।-

1. 1962 - Asian Regional Center Of Education Planning And Administrative Supervisor.(ARCEPAS)

2. 1965 - Asian Institute Of Educational Planning And Administrator (AIEPA)

3. 1973 - National Staff College Of Educational Planning And Administrator (NSCEPA)

4. 1979 - National Institute Of Educational Planning And Administrator (NIEPA)

5. 2006 - National University Of Educational Planning And Administration (NUEPA)
2. NUEPA এর উদ্দেশ্যাবলী -
  1. শিক্ষামূলক পরিকল্পনা এবং প্রশাসন ও সংশ্লিষ্ট বিষয়গুলির ক্ষেত্রে Pre - Service and In - Service প্রশিক্ষণ কর্মসূচী সংগঠিত করা।
  2. শিক্ষামূলক পরিকল্পনা ও প্রশাসন এবং সংশ্লিষ্ট বিষয়ের বিভিন্ন দিকের গবেষণার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করবে,সহায়তা ও সহযোগিতা করবে।এছাড়া দেশের বিভিন্ন রাজ্যের ও বিদেশের পরিকল্পনার কৌশল ও প্রশাসনিক পদ্ধতি নিয়ে তুলনামূলক স্টাডি করা জাতীয় বিশ্ব বিদ্যালয়ের উদ্দেশ্য। 
  3. শিক্ষা পরিকল্পনা এবং প্রশাসক সংক্রান্ত কাজে যে সমস্ত সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ নিযুক্ত রয়েছেন তাদের একাডেমিক ও পেশাগত নির্দেশনা প্রদান করা। 
  4. শিক্ষা পরিকল্পনা শিক্ষা প্রশাসন,শিক্ষা অর্থনীতি, তুলনামূলক শিক্ষা,বিদ্যালয় শিক্ষা উচ্চশিক্ষা, পেশাগত শিক্ষা,শিক্ষা নীতির গবেষণা, শিক্ষায় লিঙ্গের ভূমিকা, শিক্ষার বৈষম্য, শিক্ষা ও বিশ্বায়ন,শিক্ষা ব্যবস্থাপনা ও তথ্য প্রক্রিয়াকরণ ইত্যাদি থেকে M.Phills,Ph d ও post-doctoral প্রোগ্রাম প্রবর্তন করা এবং ডিগ্রি প্রদান করা। 
  5. গবেষণা সংক্রান্ত চিন্তাভাবনা, তথ্যের আদান প্রদান,শিক্ষা পরিকল্পনা ও প্রশাসনিক পরিসেবা এবং অন্যান্য কর্মসূচির প্রশিক্ষণ ও সম্প্রসারণের হ্মেত্রে Clearing House হিসেবে কাজ করে। 
  6. এইসব উদ্দেশ্য সাধনের জন্য পেপার Periodicals পুস্তক প্রণয়ন করবে।ছাপাবে এবং প্রকাশ করবে।বিশেষত একটি Journal Of Education Planning And Administration প্রকাশ করবে।
  7. কেন্দ্রীয় ও রাজ্য সরকার এবং কেন্দ্র শাসিত অঞ্চলের শিক্ষা প্রশাসকদের জন্য প্রশিক্ষণ সম্মেলন, কর্মশালা,সভা,সেমিনার, Briefing Sessions ইত্যাদির আয়োজন করবে। 
  8. কেন্দ্রীয় সরকার,রাজ্য সরকার,শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশ বিদেশে শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে অনুরোধের বিশেষজ্ঞ হিসেবে পরামর্শ দান করবে Consultancy Services. 
  9. টিচার এডুকেটর, বিশ্ব বিদ্যালয় ও কলেজ প্রশাসক যাঁরা শিহ্মাগত পরিকল্পনা ও প্রশাসনের সঙ্গে যুক্ত তাদের জন্য ওরিয়েন্টেশন ও প্রশিহ্মন কর্মসূচি এবং রিফেসার্স কোর্সের ব্যবস্থা করবে। 
  10. UGC,বিশ্ববিদ্যালয় সমূহ, Institutes Of Management And Administration এবং অন্যান্য দেশি বিদেশী সংস্থা ও সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করে যায় যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষিত উদ্দেশ্য গুলি উন্নতি সাধন করা যায়। 
  11. অন্যান্য দেশের বিশেষত এশিয়ান অঞ্চলে শিক্ষা পরিকল্পনা ও প্রশাসনের ক্ষেত্রে রিসার্চের ব্যবস্থা করবে এবং তাদের নানা কর্মসূচিতে সহায়তা করবে।
  12. NUEPA তার উদ্যোগে সাধনের জন্য ফেলোশিপ,বৃত্তি ও একাডেমিক পুরস্কার প্রদান করবে।
3. NUEPA এর কার্যাবলী -

UGC, NCERT এবং SCERT কে সমস্ত রকম আর্থিক সাহায্য প্রদান করা থেকে শুরু করে শিক্ষার যাতে গবেষণা ধর্মী কাজের উন্নয়ন হয় তার ব্যবস্থা করা।এছাড়াও NUEPA শিক্ষা ক্ষেত্রে যে সমস্ত কাজগুলি করে থাকে।সেগুলি হল -
  1. Pre - Service এবং In - Service Trainning দেওয়া Educational Planner এবং Educator দের Pre - Service এবং In - Service দেওয়ার ব্যবস্থা করা। 
  2. শিক্ষা ক্ষেত্রে যে সব ব্যক্তিরা Educational Planner ও Administration তাদের দক্ষতা বৃদ্ধির জন্য নানা প্রশিক্ষণের ব্যবস্থা করা ও Workshop এর ব্যবস্থা করা। 
  3. শিক্ষা ক্ষেত্রে যে সব গবেষণামূলক কাজ সংগঠিত হচ্ছে বা গবেষণা হচ্ছে তাদের মধ্যে সমন্বয় সাধন করা।
  4. শিক্ষার পরিকল্পনা ও প্রশাসনিক ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিলে NUEPA নেই সব সমস্যার সমাধান করার চেষ্টা করে।
  5. Guldance, Educational Planning এবং Administration এর সঙ্গে জড়িত Agency গুলিকে নানাভাবে Guide করে থাকে।দেশ বিদেশে অস্থায়ী কেন্দ্র স্থাপন করে পরামর্শ দান করে থাকে। 
  6. Linkage বিভিন্ন Educational body র মধ্যে সমন্বয় সাধন করে থাকে - State ও Regional level এর ক্ষেত্রে। 
  7. Workshop বিভিন্ন ধরনের জাতীয় ও আন্তর্জাতিক Long term and short term Seminar, workshop Conference ইত্যাদির ব্যবস্থা করা। 
  8. শিক্ষা ক্ষেত্রে নতুন নতুন পরিকল্পনা ও Idea  গুলি NUEPA বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবার  ব্যবস্থা করেছে। 
  9. সামগ্রিকভাবে শিক্ষাক্ষেত্রে যাতে Innovation হয় বা নতুন নতুন বিষয়গুলি যাতে শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন আনে তার জন্য NUEPA শিক্ষক ও ছাত্রদের Advance Knowledge Providing এর ব্যবস্থা করে।
  10. বিশ্ববিদ্যালয় ও কলেজ এক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে যুক্ত তাদের জন্য Reflesher ও Orientation এর ব্যবস্থা করে। 
  11. NUEPA প্রশাসনিক ক্ষেত্রে নানা Book, Jonrnal Survey study, Research Report  ইত্যাদি প্রকাশ করে থাকে।
  12. শিক্ষাগত পরিকল্পনা ও প্রশাসনের ক্ষেত্রে নতুন নতুন ভাবনাচিন্তা শুরু হল। NUEPA সবাইকে জানানোর জন্য Extension Programme এর ব্যবস্থা করে থাকে। 
  13. বিভিন্ন দেশের Educational Planning administration এর যে সমস্ত Innovate Practice হয় তা সম্বন্ধে জানার জন্য Constant Communication বজায় রেখে এবং আমাদের দেশের সাথে তুলনামূলক আলোচনা করে। 
  14. ভারতবর্ষে এবং অন্যান্য দেশের Educational Planning এবং Administration এর তুলনামূলক আলোচনা করে।
  15. দেশের বিভিন্ন রাজ্যের প্রচলিত Educational Planning এবং Administration এই বিষয়ে নিয়ে Review পর্যালোচনা করে।
  16. NUEPA ছয় মাসে দুটো Diploma Course পরিচালনা করে(IN - Planning And Administration)।এই Course এ জাতীয় এবং আন্তর্জাতিক স্তর থেকে Planning Administration Field এর বিভিন্ন ব্যক্তিরা অংশগ্রহণ করে থাকে।বছরে প্রায় 15000 ব্যক্তি এই Diploma Course এ অংশগ্রহণ থাকে।
  17. প্রতি বছর 48টি প্রোগ্রাম পরিচালনা করে থাকে।Long term ও Short term Tranning Programme আছে। 
  18. শিক্ষা ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাঁদের নামে পুরস্কার প্রদান করে থাকে। 
  19. কেন্দ্র ও রাজ্য স্তরের যে সমস্ত Top level এর শিক্ষা আইন প্রণেতা আছেন তাঁদের জন্য SemIner ও Orientation এর ব্যবস্থা করে।
  20. শিক্ষা পরিকল্পনা ও প্রশাসন বিভিন্ন দিকের সঙ্গে যুক্ত,যাঁরা গবেষণা করে থাকেন তাঁদের সাহায্য করে এবং সমন্বয় সাধন করে। ভারতের সঙ্গে অন্যান্য দেশের Technical Programme সম্পর্কে তুলনা করে।
  21. বিভিন্ন আলোচনা চক্র, কর্মশালা ও গবেষণামূলক কাজের Report NUEPA প্রকাশ করে থাকে। 
  22. রাজ্য ও কেন্দ্র স্তরের শিক্ষা পরিকল্পবিদ ও প্রশাসনিকদের NUEPA নির্দেশনা দিয়ে থাকেন। 
  23. জাতীয় বিশ্ববিদ্যালয় স্তরে Fellowship, Scholarship এবং Delitt ইত্যাদি পুরস্কারের ব্যবস্থা করে। 
  24. সমাজের যাতে উন্নয়ন হয় তার জন্য নানা Survey Extension Programme ও নানা  কার্যাবলীর ব্যবস্থা করে থাকে। 
  25. জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে সমস্ত স্তরের ও সব ধরনের গবেষণা প্রকল্প সংগঠিত ও পরিচালনা করে থাকেন।
CLICK HERE -







Post a Comment (0)
Previous Post Next Post