নির্দেশনা দান বনাম পরামর্শ দান|| Guidance Vs Counselling
BENGALI VERSION||ENGLISH VERSION
Guidance Vs Counsellin |
BENGALI VERSION -
নির্দেশনা দান এবং পরামর্শ দানের মধ্যে পার্থক্য -
১. সংজ্ঞা গত -
নির্দেশনা বলতে আমরা বুঝি মনোবিজ্ঞান সম্মত গনতান্ত্রিক পদ্ধতিতে সর্বসম্মত পথ নির্দেশনা,যে ব্যক্তির আত্মোপলব্ধির মাধ্যমে আপনার সমস্যা দূরীকরণের পথকে প্রস্তুত করে। অর্থাৎ আগামী দিনের চলার পথকে নিষ্কন্টক রাখাই নির্দেশনার প্রধান লহ্ম্য।
আর পরামর্শ দান বলতে সমস্যাযুক্ত ব্যক্তিকে তার সমস্যা এবং দুর্বলতা সম্পর্কে সচেতন করে সেই পরিস্থিতি থেকে মুক্ত করার পথ গ্ৰহনে স্বাবলম্বী করা ও তার সিদ্ধান্ত গ্ৰহন হ্মমতার বহিঃ প্রকাশ ঘটানো।
২. উৎপত্তি গত -
'Guidance' শব্দটির উৎপত্তি ইংরেজি 'Guide' শব্দটি থেকে,যার অর্থ হল 'পরিচালনা করা' বা 'নিয়ন্ত্রন করা' বা 'পথ দেখানো' বা 'নির্দেশ দেওয়া'।
আর 'Counselling' শব্দটির ইংরেজি 'To Counsel' ক্রিয়াপদ থেকে উদ্ভুত হয়েছে যার অর্থ হল 'পরামর্শ দেওয়া'।
৩. ধরন -
নির্দেশনা দান ধারাবাহিক এবং নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। কিন্তু পরামর্শ দান ধারাবাহিক প্রক্রিয়া।
৪. পরিধি -
নির্দেশনার পরিধি অপেক্ষাকৃত ব্যাপক।যেমন - শিহ্মাগত,বৃত্তিগত,ব্যক্তিগত এবং অন্যান্য অনেক হ্মেত্রে নির্দেশনার চাহিদা লহ্ম করা যায়।আর পরামর্শ দানের পরিধি অপেক্ষাকৃত কম। কারণ শুধুমাত্র ব্যক্তির মানসিক সমস্যা সমাধান করা হয় পরামর্শ দানের মাধ্যমে।
৫. প্রয়োজনীয়তা -
নির্দেশনা সমস্ত ব্যক্তির জন্য প্রয়োজনীয়। কিন্তু পরামর্শ দান সকলের জন্য অত্যাবশ্যক নয়।এটি প্রয়োজন বিশেষ ব্যক্তি তার চাহিদা অনুযায়ী পরামর্শ প্রদান করা হয়।
৬. সম্পর্ক -
নির্দেশনার হ্মেত্রে সামনাসামনি বা প্রত্যেহ্ম সম্পর্ক অপরিহার্য নয়। অর্থাৎ অভিজ্ঞ ব্যক্তির উপস্থিতি ছাড়াই নির্দেশনার কাজ চলতে পারে। অধিকাংশ হ্মেত্রে নির্দেশনার কর্মসূচি দলগত ভাবে সম্পন্ন হয়।বিশেষ বিশেষ হ্মেত্রে ব্যক্তিগত ভাবে সমান হলেও পরামর্শ কেন্দ্রিক সাহ্মাৎকারের প্রয়োজন হয় না। অর্থাৎ নির্দেশনা দান প্রত্যেহ্ম ও পরোহ্ম সম্পর্ক যুক্ত। কিন্তু পরামর্শ দানের হ্মেত্রে প্রত্যহ্ম সম্পর্ক অপরিহার্য। পরামর্শ দান হল এমন একটি প্রক্রিয়া যেখানে একজন প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তি অপর একজনের সঙ্গে সমানাসামনি কথোপকথনের মাধ্যমে শেষোক্ত ব্যক্তিকে তার সমস্যা বুঝতে ও সমাধানে সাহায্যে করে। অর্থাৎ পরামর্শ দান হল মূলত প্রত্যেহ্ম সম্পর্ক গুরুত্বপূর্ণ।
৭. দাতা ভূমিকা -
নির্দেশনা যে কোনো ব্যক্তি দিতে পারেন। কিন্তু পরামর্শ দান শুধুমাত্র প্রশিহ্মিত ব্যক্তিরাই দিতে পারেন।
৮. ক্রিয়াশীলতা -
নির্দেশনা দান ব্যক্তির বৌদ্ধিক স্তরে ক্রিয়াশীল। অর্থাৎ নির্দেশনা দানের মাধ্যমে ব্যক্তিকে বুদ্ধিমত্তার সঙ্গে বিকল্প পছন্দ করনে সহায়তা করে।এই হ্মেত্রে ব্যক্তি একত্রে তার নিজস্ব বুদ্ধিমত্তার সাহায্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্ৰহন করে। অপরদিকে পরামর্শ দান ব্যক্তির অনুভূতির স্তরে ক্রিয়াশীল। অর্থাৎ ব্যক্তির সিদ্ধান্ত গ্ৰহনের হ্মেত্রে আবেগের ভূমিকা গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস ও সাহসের সঙ্গে যাতে ব্যক্তি প্রহ্মোভগত সমস্যা ও অন্যান্য অসুবিধার সম্মুখীন হতে পারে যে ব্যাপারে সাহায্যে করে পরামর্শ দানে সিদ্ধান্ত গ্ৰহন ঘটে প্রাহ্মোভিক করে।
৯. পদ্ধতি গত -
নির্দেশনা দান ব্যক্তিগত এবং দলগত উভয়ই পদ্ধতি অনুসারে হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে এটি দলগত হয়।তবে কোনো কোনো ব্যক্তিগত ভাবে সম্পন্ন হলেও তাকে পরামর্শ কেন্দ্রিক সাহ্মাৎকার বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
১০. প্রক্রিয়াগত -
নির্দেশনা মূলত সচেতনতা সৃষ্টিকারী একটি সহায়ক প্রক্রিয়া। গনতান্ত্রিক সচেতনতাই নির্দেশনার উৎস। অপরদিকে পরামর্শ দান মূলত চিকিৎসা কেন্দ্রিক প্রক্রিয়া।
১১. কেন্দ্রিকতার রূপ -
নির্দেশনা তথ্য কেন্দ্রিক এবং পরামর্শ দান অভিযোজন কেন্দ্রিক।
১২. বিকাশ -
নির্দেশনা দানের মাধ্যমে শিশুর মধ্যে অন্তর্নিহিত সুপ্ত শক্তির বিকাশ বা হ্মমতার উদ্দীপক করে নিজের প্রতি আস্থা গঠন করে বিকাশ ঘটানো।আর পরামর্শ দানের মাধ্যমে পরামর্শ গ্ৰাহীতার মানসিক দ্বন্দ্ব ও দ্বিধাবোধ নিরাসন করে বিকাশ ঘটানো।
১৩. কার্যাকারীতা -
নির্দেশনা কর্মসূচিতে প্রয়োজন অনুসারে ব্যক্তিকে বিশেষ বিশেষ সংস্থা বা ব্যক্তির কাছে প্রেরনা করা হতে পারে। নির্দেশনা ব্যক্তি এবং গোষ্ঠী উভয়ের মধ্যে কাজ করে। নির্দেশনার মধ্যে নানা ধরনের পরিসেবা মূলক কর্মসূচি পাওয়া যায়।যেমন - মূল্যায়ন পরিসেবা,পরিচিতি মূলক পরিসেবা,প্রতিস্থাপন মূলক এবং প্রেরনামূলক পরিসেবা ইত্যাদি।আর যে সব ব্যক্তিগত প্রাহ্মোভমূলক সমস্যা ব্যক্তির উন্নয়ন ও সাফল্যের হ্মেত্রে নেতিবাচক প্রভাব ফেলে পরামর্শের মাধ্যমে সেগুলির সমাধানে ব্যক্তিকে সাহায্যে করা হয়। শিক্ষার প্রাথমিক স্তরে শিক্ষার্থী অনেক ধরনের ব্যক্তিগত সমস্যার মুখোমুখি হতে পারে। সেগুলিকে সমাধান পরামর্শ নিদের্শনা মূলক পরিসেবার অঙ্গ হিসেবে কাজ করে।পরামর্শ দানে এই ধরনের পরিসেবা কদাচিৎ ঘটতে দেখা যায়।
CLICK HERE -