অপসংগতি মূলক আচরণ - ফোবিয়ায়||Maladjusted Behaviours - Phobia
BENGALI VERSION||ENGLISH VERSION
Maladjusted Behaviours - Phobia |
Assignment Questions -
1. What is Phobia And classified the Phobia.||ফোবিয়া কী এবং তার শ্রেনিবিভাগ কর।
2. What are the Reasons And effects Of Phobia.||ফোবিয়ার কারন এবং তার প্রভাব গুলি কি কি।
3. Write Down The Remedy Of Phobia.||ফোবিয়ার প্রতিরোধ মূলক ব্যবস্থা সম্পর্কে লেখ।
BENGALI VERSION -
অপসংগতি মূলক আচরণ - ফোবিয়ায়
( ENGLISH VERSION FILE BELOW THE ARTICLE BY PDF FORMAT)
1. ফোবিয়ায় অর্থ ও ধারণা -
'Phobia' শব্দটি এসেছে গ্ৰীক শব্দ 'Phobor' থেকে,যার অর্থ হল অহেতুক ভয় বা আতঙ্ক।এটি একধরনের মানসিক সংকট তৈরি করে ব্যক্তির হ্মেত্রে।কোনো পরিস্থিতি,বস্তু বা কাজের প্রতি মানসিক ভাবে সৃষ্ট উদ্বেগ বা ভয় থেকে কোনো ব্যক্তি উত্তরনের চেষ্টা করে, কিন্তু এক ধরনের অজানা আতঙ্ক সেই ব্যক্তিকে সর্বদা তাড়া করে বেড়ায়। অর্থাৎ বিশেষ কিছু বস্তুর সম্মুখীন হলেই ব্যক্তির মধ্যে তীব্র ভয়ে বা আতঙ্কের সৃষ্টি হয়।এই ধরনের মানসিকতাকে বলা হয় ফোবিয়া। সাধারনত আমাদের ভয় পাবার পেছনের কোনো না কোনো কারণ থাকলেও ফোবিয়া পেছনের কোনো বাস্তব ঘটনা বা কারন পাওয়া যায় না। এগুলিকেই আমরা অস্বাভাবিক ভয় বলে থাকি।মনোবিদ H. A. Carroll এর মতে,"A phobia is an intense fear reaction to a Specific Situation or object."
2. ফোবিয়ায় বৈশিষ্ট্যাবলী -
- ফোবিয়ায় মূলত একধরনের মানসিক সংকট।
- ফোবিয়ায় ব্যক্তির মুর্ত বস্তুকে কেন্দ্র করে এবং বিমুর্ত চিন্তাকে কেন্দ্র করে সৃষ্টি হতে পারে।
- শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তির মধ্যেও এই ধরনের আচরণ দেখা যায়।
- এটি একটি মনোবিকার মূলক বা মানসিক ভয় বলা হয়।
- প্রত্যেক ব্যক্তির মধ্যে অল্প বিস্তার এই ধরনের ভয় লক্ষ্য করা যায়, কিন্তু এই ভয়গুলি যদি কোনো ব্যক্তির মধ্যে অস্বাভাবিক আকার ধারণ করে তখনই সেগুলি সমস্যা আকারে উপস্থিত হয়।
- এই আচরণের প্রধান বৈশিষ্ট্য হল ওই অহেতুক উদ্দীপক থেকে সরে আসে।
- এই ভয় গুলি অহেতুক এবং সম্পূর্ণ অদম্য হয়ে উঠলে তখন এগুলি মনোব্যাধি পর্যায়ে চলে যায়।
- এটি ব্যক্তির হতাশা বা মস্তিষ্কের আঘাত থেকে সৃষ্টি হতে পারে।
4. ফোবিয়ায় ধরন -
American Psychiatric Association এর মতে এই ধরনের 100টি ফোবিয়ায় কথা উল্লেখ করা হয়েছে,যা সাধারণভাবে মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়।এর মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করা হল।-
- Acluophobia - অন্ধকারের ভয়।
- Acrophobia - উচ্চ স্থান সংক্রান্ত ভয়।
- Agoraphob - খোলা জায়গায় বা উন্মুক্ত স্থানের ভয়।
- Aichmophobia - সূঁচ বা বিন্দু যুক্ত বস্তুর ভয়।
- Alektorophobia - মুরুগীর ভয়।
- Algophobia - ব্যথার ভয়।
- Allunophobia - বিড়ালের থেকে ভয়।
- Amaxophobia - গাড়িতে চড়ার ভয়।
- Anginophobia - শ্বাস রোধের ভয়।
- Androphobia - পুরুষের থেকে ভয়।
- Anthrophobia - ফুলের ভয়।
- Anthropophobia - মানুষ বা সমাজের ভয়।
- Aphenphosmphobia - স্পর্শ করার ভয়।
- Arachibutyrophobia - চিনাবাদাম মাখনের ভয়।
- Arachnophobia - মাকড়সার ভয়।
- Arithmophobia - সংখ্যার ভয়।
- Astraphobia - বজ্রপাতের ভয়।
- Ataxophobia - বিশৃঙ্খলা ভয়।
- Atelophobia - অপূর্ণতার ভয়।
- Atychiphobia - ব্যর্থতার ভয়।
- Automatonophobia - মানুষের মতো পরিসংখ্যানের ভয়।
- Autophobia - একা থাকার ভয়।
- Bacteriophobia - ব্যাকটেরিয়ার ভয়।
- Barophobia - মহাকর্ষের ভয়।
- Bathmophobia - সিঁড়ি বা খাড়া ঢালের ভয়।
- Batrachophobia - উভচরদের ভয়।
- Bibliophobia - বইয়ের ভয়।
- Botanophobia - উদ্ভিদের ভয়।
- Cacophobia - কদর্যতার ভয়।
- Catagelophobia - উপহাস করার ভয়।
- Catoptrophobia - আয়নার ভয়।
- Chionophobia - তুষারের ভয়।
- Chrometophobia - টাকা পয়সার ভয়।
- Chromophobia - রঙের ভয়।
- Chronomentrophobia - ঘড়ির ভয়।
- Chronophobia - সময়ের ভয়।
- Claustrophobia - বদ্ধ জায়গায় ভয়।
- Cyberphobia - কম্পিউটারের ভয়।
- Cynophobia - কুকুরের ভয়।
- Dentophobia - ডেন্টিস্টদের ভয়।
- Dystychiphobia - দুর্ঘটনায় ভয়।
- Entomophobia - পোকামাকড়ের ভয়।
- Ephebiphobia - কিশোরদের ভয়।
- Equinophobia - ঘোড়ার ভয়।
- Gamophobia - বিয়ের ভয়।
- Genuphobia - হাঁটুর ভয়।
- Gynophobia - নারী থেকে ভয়।
- Haematophobia - রক্ত সংক্রান্ত ভয়।
- Heliophobia - সূর্যের ভয়।
- Hydrophobia - জলের ভয়।
- Iatrophobia - ডাক্তারের ভয়।
- Koironiphobia - লোকে ভরা ঘরের ভয়
- Lilapsophobia - টর্নেডো এবং হারিকেনের ভয়।
- Lockiophobia - সন্তান প্রসবকালীন ভয়।
- Mageirocophobia - রান্নার ভয়।
- Megalophobia - বড়ো জিনিসের ভয়।
- Microphobia - ছোট জিনিসের ভয়।
- Monophobia - নির্জন স্থানের ভয়।
- Noctiphobia - রাতের ভয়।
- Nosocomephobia - হাসপাতালের ভয়।
- Obesophobia - ওজন বৃদ্ধির ভয়।
- Ombrophobia - বৃষ্টির ভয়।
- Ornithophobia - পাখির ভয়।
- Pathophobia - রোগের ভয়।
- Pedophobia - শিশুদের ভয়।
- Phiphobia - সাপের ভয়।
- Philophobia - প্রেমের ভয়।
- Photophobia - তীব্র আলোর ভয়।
- Potophobia - মাদক দ্রব্যের ভয়।
- Pyrophobia - আগুনের ভয়।
- Samhainophobia - হ্যালোইনের ভয়।
- Scolionophobia - স্কুলের ভয়।
- Selenophobia - চাঁদের ভয়।
- Sociophobia - সামাজিক মূল্যায়নের ভয়।
- Technophobia - প্রযুক্তির ভয়।
- Thanotophobia - মৃত্যুর ভয়।
- Theatrophobia - শিহ্মক/শিহ্মিকা থেকে ভয়।
- Toxophobia - বিষের ভয়।
- Wiccaphobia - বাইন এবং জাদুবিদ্যার ভয়।
- Xenophobia - অপরিচিতদের থেকে ভয়।
- Zeusophobia - দেবতা থেকে ভয়।
- ব্যক্তির শ্বাস প্রশ্বাসে অস্বাভাবিকতা।
- ব্যক্তির মধ্যে হীনমন্যতা অবসাদ জনিত মানসিকতা।
- ব্যক্তির মধ্যে নিরাপত্তার চূড়ান্ত অভাব।
- ব্যক্তির মাথার তীব্র যন্ত্রনা বোধ।
- হজমের সমস্যা।
- হাত পা কাঁপা।
- চোখের দ্রুত পলক পরা।
- দ্রুত হৃদ স্পন্দন।
- অতিরিক্ত ঘাম ঝরা।
- শুষ্ক মুখ।
- পেট খারাপ।
- উচ্চ রক্তচাপ।
- অভিযোজনে চূড়ান্ত অহ্মমতা সৃষ্টি করে।
- কর্মহ্মেত্রে বাধা সৃষ্টি করে।
- ব্যক্তিগত জীবনে অসফলতা।
- আগাম বিপদ সম্পর্কে কিছুটা হলেও সর্তক করে
- অহেতুক ভয়ের দ্বারাই ব্যক্তি সামাজিক অনুশাসনকে মান্যতা দিয়ে থাকে একথা অস্বীকার করার উপায় নেই।
- যে সমস্ত ব্যক্তিরা ফোবিয়ায় আক্রান্ত হয় তাদের মধ্যে মেজাজ গত ব্যাধি বা মেজাজের পরিবর্তন লহ্ম করা যায়।
- এই সমস্ত ব্যক্তিরা ড্রাগ বা অ্যালকোহলের মতো দ্রব্যের অপব্যবহারের প্রতি ঝুঁকে পড়ে।
- এই সমস্ত ব্যক্তির মধ্যে আত্মহত্যার প্রবণতা লহ্ম করা যায়।
- এই সমস্ত ব্যক্তিরা সামাজিক ভাবে বিচ্ছিন্ন বা একা থাকতে বেশি পছন্দ করে।
- কোনো শিশুকে অহেতুক ভীতি প্রদক গল্প শোনানো যাবে না।
- শিশুর মনে আত্মবিশ্বাস জাগানো প্রয়াস করতে হবে।
- এই ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিদের তার নিজের ভয়ের সাথে মোকাবেলা করার মনোভাব গড়ে তুলতে হবে।
- শিশুর ভূল ক্রটি সংশোধনের সময় শাস্তির বিষয়ে সতর্ক থাকতে হবে।
- শিশুকে অযথা শাস্তি না দিয়ে কাজের ভূল গুলিকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
- শিশু মনে ভয় দুর করার অন্যতম উপায় হল স্নেহ ভালোবাসা দিয়ে তার মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা।
- শিশুর খাওয়া দাওয়া এবং পড়াশোনা প্রতি বিশেষ নজর দেওয়া।
- শিহ্মক শিহ্মিকা এবং পিতামাতার এই সমস্ত শিশুদের প্রতি সর্বদা সচেতন থাকতে হবে।
- শিশু শিহ্মার্থীর সহপাঠীদের সঙ্গে মেলামেশা করা।
- পিতামাতা তার শিশুদের সাথে নিয়মিত কথাবার্তা বলবেন এবং তাদের বক্তব্য শুনবেন।
- প্রয়োজনে পিতামাতা ফোবিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা জন্য মনোচিকিৎসকের পরামর্শ নিতে পারেন।