এজেন্ডা - ২১||Agenda - 21
BENGALI VERSION||ENGLISH VERSION
Assignment Questions -
1. এজেন্ডা-২১ কি।এর গৃহীত পদক্ষেপ বা কর্মসূচি গুলি কি কি।||What is Agenda - 21.What are the programmes taken under Agenda - 21.
Agenda-21
BENGALI VERSION
(ENGLISH VERSION FILE BELOW THE ARTICLE BY PDF FORMAT)
1. ভূমিকা -
"এজেন্ডা -21" সমগ্র বিশ্বের পরিবেশের উন্নয়নের জন্য এটি একটি বন্ধনহীন ও স্বেচ্ছাধীন কার্যসূচি যা একুশ শতকের বিশ্বের প্রকৃত ধারণযোগ্য উন্নয়নের জন্য 1992 খ্রিস্টাব্দে 3 থেকে 14ই জুন ব্রাজিলের রিও-ডি জেনিরো শহরে সম্মিলিত জাতিপুঞ্জের পরিবেশ ও উন্নয়নের জন্য অনুষ্ঠিত সম্মেলনে(United Nations Conference For Environment And Development - UNCED) বা বসুন্ধরা সম্মেলনে গৃহীত হয়।এতে 225টি দেশের বিভিন্ন সরকারি ও 2400 বেসরকারি সংগঠন যোগ দান করেছিলেন।
2. ঐতিহাসিক প্রেক্ষাপট -
ধারনযোগ্য উন্নয়নের ধারনাটি প্রথম বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা হয় 1991 খ্রিস্টাব্দে প্রকাশিত আন্তর্জাতিক দলিল বিশ্বের বহনীয় স্থিতিশীল জীবনযাত্রার কৌশলে।ঠিক তার পরের বছর 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে সম্মিলিত জাতিসংঘের বসুন্ধরা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।যার প্রতিবেদনটি পৃথিবীর 178টি দেশের মুখপাত্রদের উপস্থিতিতে লিপিবদ্ধ করা হয়।এই প্রতিবেদনে সমগ্ৰ বিশ্বের পরিবেশগত সমস্যার দূষণ ও তার সম্ভাব্য সমাধানের জন্য যে পর্যালোচনা করা তাকে সুস্থায়ী উন্নয়নের প্রকৃত কর্মপন্থা বলা হয়।এই কর্মপন্থাটিই হল সুবিদিত ২১ দফা কর্মসূচী বা Agenda 21 বলা হয়।
3. মূল বক্তব্য -
1992 খ্রিস্টাব্দে রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত রাষ্ট্রসংঘ সম্মেলনে, সাধারণত যেটি বসুন্ধরা শীর্ষক সম্মেলন বলে পরিচিত।UNFCCC (United Nations Framework Convention On Climate Change) এবং Convention on Biological Diversity চালুর ফলে জীববৈচিত্র্য হানি এবং জলবায়ু পরিবর্তন জনিত অস্থায়িত্বের আশঙ্কা থেকে মানবজাতিকে মুক্ত করার এক আন্তর্জাতিক কর্মকৌশল তৈরি হয়েছে এবং গড়ে উঠেছে Global Environmental Facility (GFF) এর মতো পরিবেশ উন্নয়ন তহবিল ব্যবস্থা। জলবায়ু পরিবর্তন প্রভাব পড়ে বায়ুমণ্ডলের গঠন, জমির ব্যবস্থা, মরুভূমির বিস্তার, জীবানু হানা ইত্যাদি।রদ বদল ঘটে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক আবহেও (যেমন - বিশ্বায়ন,অবাধ বাণিজ্য, সাংস্কৃতিক অভিযোজন, নতুন মেধা স্বত্ব ব্যবস্থা এবং দ্বিপাক্ষিক/বহুপাক্ষিক সহযোগিতা/জোট)।এই রকম অনেক সমস্যার সমাধানে যথেষ্ট কার্যকারী বলে সুস্থায়ী উন্নয়ন কৌশলের গুরুত্ব অনেক। জোহানেসবার্গে 2002 খ্রিস্টাব্দে সুস্থায়ী উন্নয়নের মূল কথা,তা হবে পরিবেশ বান্ধব অর্থনৈতিক দিক থেকে সহ্মম ও সামাজিক ভাবে স্বীকৃত। সম্মেলনে একান্ত প্রয়োজনীয় আর্থিক ও মানব সম্পদ বাড়ানোর বিষয়টি অনুমোদন করা হয়।তাই বিশ্বের জলবায়ু পরিবর্তন ও উন্নয়নশীল দেশগুলিতে মানুষের হতশ্রী জীবনযাত্রার চ্যালেঞ্জ মোকাবিলার জীবন বৈচিত্র্য ব্যবস্থাপনাকে হাতিয়ার করার লহ্ম্যের এ দশকের দুটি বড়ো সড়ো আন্তর্জাতিক উদ্যোগ "International Platform On Biodiversity And Ecosystem Services" এবং "The Reviewing Emissions From Deforestation And Forest Degradation In Developing Countries Program Of The United Nations."এই সম্মেলনের মাধ্যমে বেশ কিছু দিককে নির্দেশ করে কর্মসূচি গ্ৰহন করা হয়েছে,যা এই কর্মসূচির মূল বিষয়।
4. গঠন -
এজেন্ডা -21 কর্মসূচিতে 350 পৃষ্ঠার এই সুবিশাল দলিলটি গৃহীত হয়।এই দলিলটি 4টি পর্যায়ে মোট 40টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে।
• প্রথম পর্যায়ে -
এই প্রথম পর্যায়ের উদ্দেশ্য হল সামাজিক এবং অর্থনৈতিক মাত্রা উন্নয়নশীল দেশগুলিতে দারিদ্র্য প্রতিরোধ,ভোগবাদী চরিত্রের পরিবর্তন, স্বাস্থ্য সুরহ্মা, স্থিতিশীল জনসংখ্যা অর্জন এবং সিদ্ধান্ত গ্ৰহনে ধারনযোগ্য সমাধান সূত্র খুঁজে বার করা হবে।
• দ্বিতীয় পর্যায়ে -
এই পর্যায়ে উদ্দেশ্য হল সংরক্ষণ এবং উন্নয়নের জন্য সম্পদের ব্যবস্থাপনা বায়ুমণ্ডলীর সুরক্ষা,অরণ্য নিধন প্রতিরোধ, হ্মনভঙ্গুর পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র্যের সংরহ্মন,দূষন নিয়ন্ত্রণ ও জৈব প্রযুক্তির ব্যবস্থাপনা এবং তেজস্ক্রিয় বর্জ্যের নিরাপদ অপসারণ করা হবে।
• তৃতীয় পর্যায়ে -
এই পর্যায়ের উদ্দেশ্য হল মুখ্য সম্প্রদায় গুলির ভূমিকা মজবুতিকরন সমাজে যুব সম্প্রদায় ও শিশুদের ভূমিকা, নারী,বেসরকারি সংস্থাসমূহ, স্থানীয় কর্তৃপক্ষ,শিল্প ও ব্যবসা,শ্রমিক, কৃষক অন্যান্য গোষ্ঠী ও দেশীয় ব্যক্তিবর্গের ভূমিকা মজবুতিকরন করা হবে।
• চতুর্থ পর্যায়ে -
এই পর্যায়ের উদ্দেশ্য প্রয়োগ জনিত উপায় বিজ্ঞান,প্রযুক্তি সঞ্চালন, শিক্ষা আন্তর্জাতিক সংস্থাসমূহ এবং আর্থিক উন্নয়ন কৌশল ইত্যাদির প্রয়োগ জনিত উপায়ের সূত্র খুঁজে বার করা হবে।
5. এজেন্ডা - 21 কর্মসূচি সমুহ -
- বায়ুমণ্ডলের সুরহ্মা করা।
- অরন্যের বিলাপ স্থগিত করা।
- জীববৈচিত্র্য সংরক্ষণ করা।
- স্বাস্থ্য সুরক্ষার সার্বিক ব্যবস্থা গ্ৰহন করা।
- জনবসতি উন্নয়নে সুস্থায়ী বন্দোবস্ত গ্ৰহন করা।
- দারিদ্র্য দূরীকরণ করা।
- উন্নয়নশীল দেশগুলির স্থায়ী উন্নয়নের জন্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সহযোগিতা করা।
- জনসংখ্যা এমনভাবে পরিবর্তন করা যাতে সুস্থায়ী উন্নয়ন সম্ভব হয়।
- ভূমি সম্পদের সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা করা।
- পরিবেশের সাথে সাযুজ্য বজায় রেখে জৈব প্রযুক্তির ব্যবহার করা।
- ভঙ্গুর বাস্তুতন্ত্রের সুরহ্মা: মরুভূমির সম্প্রসারন ও করার প্রতিরোধ করা।
- পার্বত্য এলাকায় স্থায়ী উন্নয়নের প্রকল্প গ্ৰহন করা।
- গ্ৰামীণ উন্নয়ন ও স্থিতিশীল প্রকল্পের মাধ্যমে কৃষির উন্নতি করা।
- সমুদ্র ও সামুদ্রিক সম্পদের সুরহ্মা করা।
- জলসম্পদ উন্নয়ন করা।
- মানুষের ভোগের পরিবর্তন করা।
- পরিবেশের ভারসাম্য বজায় রেখে পরিকল্পনা মাফিক উন্নয়ন করা।
- বিষাক্ত বর্জ্যের পরিবেশগত ব্যবস্থাপনা করা।
- বিপজ্জনক রাসায়নিক বর্জ্যের আন্তর্জাতিক পাচার বন্ধ করা।
- তেজস্ক্রিয় বর্জ্যের নিরাপদ ও পরিবেশসম্মত বন্দোবস্ত করা।
- দূষিত জল ও কঠিন বর্জ্যের নিরাপদ ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা করা।
6. উপসংহার -
উপরোক্ত এই 21 দফা কর্মসূচি Agenda-21 নামে খ্যাত। এখানে উল্লেখ করা যায় যে,এই সম্মেলনটিতে পৃথিবী দুই গোলার্ধের 'উত্তর' এবং দহ্মিন' এর জোটের মধ্যে অর্থাৎ পৃথিবীর উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে পরিবেশ সংক্রান্ত দায় দায়িত্বের প্রশ্নে বিতর্ক দেখা দেয়।যা 'North-South Debate' বা 'উত্তর-দহ্মিন বিতর্ক' নামে পরিচিত।
CLICK HERE -
Sustainable Development .......CLICK HERE