উইকিপিডিয়া||Wikipedia

উইকিপিডিয়া||Wikipedia

উইকিপিডিয়া||Wikipedia

BENGALI VERSION ENGLISH VERSION

উইকিপিডিয়া||Wikipedia
Wikipedia


উইকিপিডিয়া||Wikipedia

BENGALI VERSION

(ENGLISH VERSION PDF FILE BELOW THE ARTICLE)

1. ভূমিকা -

'Wikipedia' হল ইন্টারনেট ও ওয়েবসাইট জগতে সমৃদ্ধতম তথ্য ভান্ডার,যা ওয়েবভিত্তিক বহুভাষিক যুক্ত বিষয়বস্তু বিশিষ্ট বিশ্বকোষ।এটি হল ইতিহাসের বৃহত্তম এবং সর্বাধিক পঠিত রেফারেন্স রচনা।এটি একটি আমেরিকান অলাভজনক সংস্থা।যা বিশ্বের ধারাবাহিক 10টি জনপ্রিয় ওয়েবসাইটের মধ্য একটি। এখানে পৃথিবীর উল্লেখযোগ্য প্রত্যেকটি বিষয়ে উপর এনসাইক্লোপিডিয়া বা সুবিস্তারিত বর্ণনা রয়েছে।

2. 'Wikipedia' -র অর্থ ও ধারনা -

'Wikipedia' শব্দটি এসেছে 'Wiki' এবং 'Encyclopaedia' শব্দ থেকে।'Wiki' পুরো কথাটি হল  'What I Know Is' Or 'World Internet Knowledge Index' আর এই 'Wiki' কথাটির হাওয়াইয়ান ভাষার অর্থ হল 'Quick' বা 'দ্রুত'।আর 'Encyclopaedia' কথাটির অর্থ হল 'বিশ্বকোষ'। অর্থাৎ 'Wikipedia' শব্দের অর্থ হল এমন একটি বিশ্বকোষ যেখানে ব্যবহারকারীর সহায়তার বিভিন্ন তথ্য দ্রুত সংযোগের নির্দেশনা দেয়।

3. 'Wikipedia' -র উৎপত্তির ইতিহাস -

Wikipedia তৈরি হয়েছিল 'Nupedia' নামক একটি প্রকল্প থেকে।প্রারম্ভিকে এই 'Nupedia' শুধুমাত্র উচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই এখানে লিখতে পারতেন।তাই এখানে লিখিত নিবন্ধ গুলি ছিল বুদ্ধির গতি ছিল খুব মন্থর।ফলে এই প্রকল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়,যে কীভাবে এই প্রকল্পটিকে মুক্ত ও গতিশীল প্রকল্প হিসেবে গড়ে তোলা যায়।এর ফলে 10th January,2001 সালে 'Wiki' নামে প্রকাশ করা হয়েছিল।তবে 'Nupedia' একাংশ 'Nupedia' থেকে 'Wiki' নামকরন ভালো চোখে দেখেনি এবং তীব্র বিরোধিতা করেছিল।সেই সময় এই সমস্যার সমাধান করার জন্য 15th January,2001 সালে 'Wiki'(Nupedia) নাম পরিবর্তন করা হয় এবং নতুন নাম রাখা হয় 'Wikipedia'।এই 'Wikipedia' 'Wikimedia Foundation নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত হয়।এটি তৈরি করেন Jimmy Wales এবং Larry Sanger.এই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিস্কো শহরে অবস্থিত।তবে প্রাথমিকভাবে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম ফ্লোরিডাতে শুরু হয় এবং সেই রাজ্যের আইন অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয়েছিল। Wikipedia -র একটি নিজস্ব ডোমেন এ প্রকাশ করা হয়।

        URL -   www.Wikipedia.org

এই 'Wikimedia Foundation' ইন্টারনেট ভিত্তিক বেশ কিছু সমন্বিত 'Wiki' পরিচালনা করে থাকেন।যেমন -

  • Wikipedia 
  • Wiktionary 
  • Wikiquote 
  • Wikibooks
  • Wikiedudator 
  • Wikisource 
  • Wikimedia Commons 
  • Wikispecies 
  • Wikinews 
  • Wikiversity 
  • Wikimedia Incubator 
  • Mediawiki 
  • Wikidata 
  • Wikivoyage
  • Metawiki

4. 'Wikipedia' -র পরিসংখ্যান -

4th June,2023 সাল পর্যন্ত Wikipedia পরিসংখ্যান অনুযায়ী তথ্যাদ্রি।

Total Active Wikipedia Total Number
Articles 61,240,592
Total Pages 252,563,709
Editing 3,341,564,701
Admins 3,620
Users/Views 108,229,089
Active users 302,978
Documents 2,767,079

5. 'Wikipedia' -র বৈশিষ্ট্যাবলি -

১. 'Wikipedia' হল একটি সার্বজনীন সমৃদ্ধতম এবং বিনামূল্যে অনলাইন ওয়েবসাইট।যেখানে প্রতিটি মানুষ সহজে প্রবেশ করে প্রবন্ধ গুলি পাঠ করতে পারে।

২. 'Wikipedia' তে যে কোনো ব্যক্তিই তথ্যের পরিবর্তন ও নতুন তথ্য সংযোগ করতে পারে। তার জন্য সেই ব্যক্তির  কোনোরূপ উচ্চ যোগ্যতা দেখা যায় না।এই কারণে এটি তৈরি হওয়ার পর থেকে অবিশ্বাস্য গতিতে এর বৃদ্ধির হার যথেষ্ট বেড়েই চলেছে।

৩. 'Wikipedia' তে মোট 333টি ভাষার সমস্ত প্রবন্ধের তথ্য রয়েছে,যার মধ্যে 13টি ভাষা 'Wikipedia' থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে মোট 320টি সক্রিয় উইকিপিডিয়া রয়েছে।বিশ্বে প্রতি সেকেন্ডে প্রায় 10 এর বেশি লেখাতে পরিবর্তন হচ্ছে ও নতুন লেখা সংযুক্ত হচ্ছে।

৪. 2023 সালে জুন মাসে তথ্য অনুযায়ী সারা বিশ্বের প্রায় 108,229,086 মতো ব্যক্তি 'Wikipedia' ওয়েবসাইট টি ব্যবহার করেছে।ফলে এটি তৈরি হওয়ার পর থেকে 23 বছরের মধ্যে এর ব্যবহারকারীদের সংখ্যা দেখেই বোঝা যায় যে এটি সারা বিশ্বে বিপুল পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে।

৫. 'Wikipedia' বিভিন্ন ভাষা হিসেবে বিভক্ত হওয়ার কারণে  'English Wikipedia','Bengali Wikipedia', 'Hindi Wikipedia' এর ন্যায় ভাষাভিত্তিক প্রচুর 'Wikipedia' লহ্ম করা যায়। বর্তমানে 'Wikipedia' মোট প্রবন্ধের মধ্যে 10.9% প্রবন্ধ রয়েছে Wikipedia তে। এখানে ব্যবহারকারীর সংখ্যা প্রায় বর্তমানে 4 মিলিয়নেও বেশি এবং প্রবন্ধের  সংখ্যা প্রায় 6,666,556(9th June,2023)।অন্যদিকে Bengali Wikipedia তে প্রবন্ধের সংখ্যা প্রায় 1,38,291 টি এবং ব্যবহারকারীর সংখ্যা 420867(4th June,2023)।

৬. 'Wikipedia' তে খুব সহজেই সম্পাদনা করা যায়।এর জন্য শুধুমাত্র পৃষ্ঠার ওপরে থাকা "সম্পাদনা" ট্যাব-এ ক্লিক করতে হয়। এখানে ব্যবহারকারীকে তথ্য যোগ বা নতুন তথ্য দেওয়ার হ্মেত্রে ভূল হওয়ার ব্যাপারে চিন্তিত হওয়ার প্রয়োজন হয় না।কারন অন্যান্য ব্যবহারকারীদের পরামর্শে তা মুছে ফেলা হয়। 

৭. এছাড়াও Wikipedia এর Software এমন করে তৈরি করা হয়েছে যাতে করে ভূল সম্পাদনা হলে তা আবার মূল অবস্থায় ফিরিয়ে নেওয়ার যায়।এই সব কারনে আজ Wikipedia বিশ্বের কাছে তথা অনুসন্ধানের একটি অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

6. শিহ্মাহ্মেত্রে 'Wikipedia' এর উপকারিতা -

শিহ্মাহ্মেত্রে Wikipedia এর ব্যবহারের ফলে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি গভীর প্রেষণার সঞ্চার হয়েছে।তারা এর ফলে শিহ্মার্থীদের মধ্যে অনেক ধরনের দহ্মতা অর্জন বা বিকাশ পায়।যেমন -

১. পঠন দহ্মতা -

Wikipedia এ বিভিন্ন প্রবন্ধ শিক্ষার্থীদের পঠনপাঠন করার ফলে তাদের মধ্যে পঠনের প্রতি একটি বিশেষ দহ্মতা অর্জন হয়।যা শিক্ষার্থীদের মধ্যে কোনো বিষয়কে পঠনপাঠনের প্রতি আকর্ষণ সৃষ্টি করছে।

২. লেখন দহ্মতা -

Wikipedia এ প্রকাশিত বিভিন্ন ধরনের প্রবন্ধ বা নিবন্ধ পঠনপাঠনের ফলে তাদের মধ্যে একটি লেখন শৈলী বা নতুন কিছু লেখার দহ্মতা বিকাশ ঘটে।

৩. বিমূর্ত চিন্তন দহ্মতা -

শিক্ষার্থীরা Wikipedia প্রকাশিত প্রবন্ধ গুলি পঠনপাঠনের ফলে তাদের মধ্যে একটি বিমূর্ত চিন্তন দহ্মতা অর্থাৎ কোনো বিষয় প্রতি গভীর চিন্তা করার হ্মমতা বিকাশ পায়।

৪. তথ্য সাহ্মরতা -

Wikipedia প্রকাশিত প্রবন্ধের মধ্যে কিছু কিছু এমন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে,যা গতানুগতিক ধারা না করে পরিসংখ্যান গত বা তথ্য ভিত্তিক হয়।যা শিক্ষার্থীদের মধ্যে তথ্য প্রতি সাহ্মরতা বৃদ্ধি করে।

৫. সাহিত্য পর্যালোচনা সংক্রান্ত দহ্মতা -

Wikipedia মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একদিকে যেমন লেখন শৈলী বৃদ্ধি পায় তেমনি চিন্তন দহ্মতা বিকাশ পায়।ফলে শিহ্মার্থীদের মধ্যে সাহিত্য পর্যালোচনা করার দহ্মতা বিকাশ ঘটে।

৬. সৃজনশীল দহ্মতা -

Wikipedia দ্বারা শিক্ষার্থীদের মধ্যে কিছু নতুনত্ব করার বা সৃজনশীল মনোভাবে প্রকাশ পায়।যেমন Bloging.

৭. জ্ঞানের হ্মুধা -

শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়ার বা সহ-পাঠক্রমিক কার্যাবলির বা ব্যক্তিগত তাগিদে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের হ্মুধা সৃষ্টি হয়।যা পূরনের অন্যতম মাধ্যম হিসেবে Wikipedia একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

7. 'Wikipedia' এর সুবিধা -

  1. যে কোনো ব্যক্তি সহজে Wikipedia ব্যবহার করতে পারে ও সেখানে থাকা লেখা পড়তে পারে।
  2. একই সময়ে একই বিষয়ে বিভিন্ন ব্যক্তিরা একসঙ্গে পড়তে পারে।
  3. যে কোনো তথ্যকে সহজে সম্পাদন করা যায় ও নতুন কোনো তথ্য সম্পাদন করা যায়।
  4. যে সমস্ত ব্যক্তিরা ওয়েব প্রকাশনায় অদহ্ম তাদেরকে ওয়েব পাবলিশিং দহ্মতাকে প্রাধান্য দেয়। 
  5. Wikipedia কোনো কিছু সম্পাদন করলে তা তৎহ্মনাইৎ প্রকাশ পায়।ফলে কোনো ব্যক্তির লেখা কোনো বিষয় সকলে দেখতে পারে।
  6. Wikipedia এতে যে Software সিস্টেম ব্যবহার হয়েছে তার সাহায্যে নতুন দেখা কোনো তথ্যের মধ্যে যদি ভূল থাকে,তাহলে লেখা আবার পূর্বে অবস্থায় স্বয়ংক্রিয় ভাবে ফিরে যায়।
  7. Wikipedia তে একের বেশি ভাষাতে ব্যবহারকারী তথ্যসংগ্ৰহ করতে পারে।
  8. Wikipedia মূলত সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে তথ্য সংগ্রহ করা যায়।
  9. Wikipedia শিক্ষা থেকে আরম্ভ করে গবেষণা সবহ্মেত্রে বিশেষ ভূমিকা পালন করে তথ্য সরবরাহের করে সকলের সহায়তা করছে।

8. 'Wikipedia' এর অসুবিধা -

  1. অনেক সময় কোনো ব্যক্তি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে Wikipedia এ প্রকাশিত কোনো প্রবন্ধ গুলি বা প্রবন্ধের অংশ মুছে দিতে পারেন। 
  2. Wikipedia এ প্রকাশিত প্রবন্ধ গুলির আসল রচয়িতা মালিকানা থাকে না।
  3. Wikipedia নিবন্ধ গুলিকে পন্ডিত হিসাবে বিবেচনা করা যায় না,কারন আবেদনকারীদের সম্পর্কে কিছুই জানা যায় না। 
  4. অনেক সময় বিভিন্ন ব্যক্তি তাদের ওয়েবসাইটে বা অন্য কোনো মাধ্যম পরিচালনা জন্য  Wikipedia থেকে তথ্য সংগ্রহ করে,ফলে Wikipedia তে বিষয়বস্তু চুরি হওয়ার সম্ভাবনা থাকে। 
  5. Wikipedia তে খুব বড়ো বা জটিল ফাইল আপলোড করা যায় না।
  6. Wikipediaতে সঠিকভাবে পরিচালনা অভাব লহ্ম্য করা যায়।
CLICK HERE -

Assignment Questions -
1. 'Wikipedia উপর একটি সংহ্মিপ্ত বর্ণনা দাও।||Briefly Discuss Shortly About 'Wikipedia'.
2. 'Wikipedia' এর ধারনা দাও। এর বৈশিষ্ট্য গুলি কী কী।||Describe Briefly About 'Wikipedia'.What Are The Characteristics Of 'Wikipedia'.
3. 'Wikipedia' এর সুবিধা ও অসুবিধা গুলি বর্ণনা কর।||What Are The Advantages And Disadvantages Of 'Wikipedia'.
4. শিক্ষাহ্মেত্রে 'Wikipedia' এর উপযোগিতা কী।||What Are The Utilities Of 'Wikipedia' In Education.
Post a Comment (0)
Previous Post Next Post