University Grants Commission(UGC)

University Grants Commission(UGC)

University Grants Commission (UGC)

BENGALI VERSION||ENGLISH VERSION

University Grants Commission(UGC)
University Grants Commission(UGC)


(*** ENGLISH VERSION FILE BELOW THE ARTICLE BY PDF FORMAT)

University Grants Commission (UGC)
BENGALI VERSION -

• ভূমিকা -

সার্জেন্ট রিপোর্টের সুপারিশ অনুসারে তৎকালীন ভারত সরকার ইউনিভার্সিটি গ্রান্ট কমিটি 1945 এ প্রতিষ্ঠা করেন।চারজন সদস্য নিয়ে গঠিত এই কমিটি প্রথমে কেন্দ্র পরিচালিত বিশ্ববিদ্যালয় গুলির জন্য মাত্র নিয়োজিত হয়।
           রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ ব্রিটেনের ধাঁচে ইউনিভার্সিটি গ্রান্টস্ কমিশন(UGC) 1953 সালের 28 শে ডিসেম্বর উদ্বোধন করা হয়।1956 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে পার্লামেন্টে গৃহীত আইনের ফলে UGC স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করে। UGC - র কেন্দ্রীয় কার্যালয় বর্তমানে দিল্লিতে,তবে কাজের পরিধি বৃদ্ধি পাবার জন্য ছয়টি আঞ্চলিক অফিস করা হয়েছে। এগুলির অবস্থান - পুনে,ভূপাল,কোলকাতা,হায়দ্রাবাদ গুয়াহাটি এবং ব্যাঙ্গালুরু।

• UGC - এর গঠন -

UGC - র সর্ব সময়ের জন্য একজন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং একাধিক সদস্য নিয়ে গঠিত।UGC - র কমিটিতে আছেন -
  1. একজন চেয়ারম্যান।
  2. একজন ভাইস চেয়ারম্যান। 
  3. কেন্দ্রীয় সরকার কর্তৃক মনোনীত 10 জন সদস্য যাঁরা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো পদে অধিষ্ঠিত নন, তাঁদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। 
যে সব ব্যক্তির মধ্যে থেকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হবে তাদের মধ্যে অন্তত চারজন থাকবেন সেই সময়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত। অন্যান্যদের মধ্যে থাকবেন। - 
  1. কৃষি,বাণিজ্য বা শিল্প ক্ষেত্রে যাদের জ্ঞান এবং অভিজ্ঞতা আছে। 
  2. প্রযুক্তি,আইন,চিকিৎসা এবং অন্যান্য পেশার সঙ্গে যারা যুক্ত। 
  3. যাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা কেন্দ্রীয় সরকারের মতে বিশিষ্ট শিক্ষাবিদ বা যাঁদের শিক্ষাগত যোগ্যতা খুবই উন্নত মানের।
      চেয়ারম্যানের স্থায়িত্বকাল হবে পাঁচ বছর বা যতদিন না তাঁর 65 বছর হয়।
                কমিশন প্রয়োজন বোধে সম্পাদক ও অন্য কর্মচারীদের নিয়োগ করতে পারেন এবং তাদের চাকরির শর্তাবলি হবে কমিশনের নির্দেশ অনুযায়ী।চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পূর্ন নির্বাচিত হবেন এবং তাঁদের বেতন দেওয়া হবে।

• UGC - এর উদ্দেশ্যাবলী - 

University Grants Commission - এর উদ্দেশ্য গুলি হল। - 
  1. বিশ্ববিদ্যালয় গুলিকে উন্নয়ন সহায়তা করা।
  2. বিশ্ববিদ্যালয় গুলিকে মধ্যে সমন্বয় সাধন করা। 
  3. বিশ্ববিদ্যালয়ের পাঠদান,পরীক্ষা গ্রহণ এবং গবেষণা মান নির্ণয় করা এবং বজায় রাখা।
  4. ন্যূনতম মানের রূপরেখা নির্ধারণ করা। 
  5. কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিহ্মা ব্যবস্থা উন্নয়ন তদারকি করা এবং তাদের অর্থাৎ কলেজ ও বিশ্ববিদ্যালয় আর্থিক সাহায্য দান করা। 
  6. রাজ্য সরকার,কেন্দ্রীয় সরকার এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে সংযোগ রক্ষা করা।
  7. বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করণে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার গুলিকে পরামর্শ দান করা।
  8. বিশ্ববিদ্যালয় গুলির সার্বিক পর্যালোচনা করা।
  9. কেন্দ্রীয় সরকারকে বিশ্ববিদ্যালয় গুলির সাহায্য সংক্রান্ত উপদেশ দেওয়া।
• UGC - এর কার্যাবলী -

UGC - এর প্রধান কর্তব্য গুলি হল -
  1. উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক বিষয়ের দেখাশোনা করা।
  2. বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে অনুদান দেবার ব্যবস্থা করে। 
  3. কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলিতে নির্দিষ্ট ক্ষেত্রে কাজের জন্য অনুদান প্রদান করা।
  4. উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো রহিমার জন্য অনুদান দেয়।
  5. উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন পরিকাঠামো বা পরিকাঠামো বৃদ্ধি করার জন্য অনুদান দেয়। 
  6. উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগারের জন্য অনুদানের ব্যবস্থা করা। 
  7. পরিকাঠামো উন্নয়নের জন্য সাহায্য করা। 
  8. রাজ্যের নতুন বিশ্ববিদ্যালয় গঠনের জন্য পাঁচ বছর অনুদান দেয়। 
  9. বিশ্ববিদ্যালয়ে বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নতুন বিভাগ তৈরি করার জন্য পাঁচ বছরের অনুদান দেবার ব্যবস্থা করা।
  10. দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থার অনুসন্ধান এবং বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলির শিক্ষাব্যবস্থা অনুসন্ধান করে,নতুন শিক্ষাব্যবস্থা বা প্রয়োজনীয় পরিবর্তনের জন্য সুপারিশ করা।  
  11. আর্থিক অনুদানের মাধ্যমে গবেষণা এবং পঠন - পাঠন কার্য উন্নয়ন করতে সাহায্য করা। 
  12. শিক্ষকদের ফেলোশিপ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রোজেক্ট দানের মাধ্যমে উচ্চ শিক্ষা ব্যবস্থা উন্নয়নের চেষ্টা করা। 
  13. কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা কোন বিশ্ববিদ্যালয় যদি UGC - র পরামর্শ চায় তাদের পরামর্শ প্রদান করবে। 
  14. ভারতবর্ষের বা অন্য কোনো বিদেশী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য সংগ্রহ করা এবং প্রয়োজন হলে সেই তথ্যে ভারতবর্ষের বা বিদেশি বিশ্ববিদ্যালয় গুলিতে সরবরাহ করবে। 
  15. ভারতবর্ষে বিশ্ববিদ্যালয় গুলিকে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দান করার ক্ষমতা প্রদান করা। 
• উপসংহার -

ভারতের মতো এত বড়ো দেশে উচ্চশিক্ষার পরিমাণগত উন্নয়ন অত্যন্ত জরুরি।আবার গুণগত উন্নয়নের কথা না ভেবে কেবল পরিমাণ বৃদ্ধি শিক্ষার ক্ষেত্রে বিপর্যয় ঘটানোর সম্ভাবনাই সৃষ্টি করে।এক্ষেত্রে UGC র ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ।


Assignment/Notes.

1. What is 'UGC'? Objectives And Activities Of UGC?


CLICK HERE -

Post a Comment (0)
Previous Post Next Post