মানসিক স্বাস্থ্যে গৃহ পরিবেশের ভূমিকা||Role Of Home In Mental Health
BENGALI VERSION||ENGLISH VERSION
Role Of Home In Mental Health |
Assignment Questions -
1. শিশুর মানসিক স্বাস্থ্যে গৃহ পরিবেশের ভূমিকা আলোচনা কর।||Discuss the Role Of Home Of children In Mental Health.
Role Of Home In Mental Health
BENGALI VERSION -
(ENGLISH VERSION FILE BELOW THE ARTICLE BY PDF FORMAT)
1. ভূমিকা -
একটি শিশুর মানসিক স্বাস্থ্য সংরহ্মনে গৃহ পরিবেশের ভূমিকা অপরিসীম।একটি শিশুর জন্মগ্ৰহনের পর থেকেই সে তার পরিবার বা গৃহ পরিবেশের মধ্যে বড়ো হতে থাকে।তাই পরিস্কার পরিচ্ছন্ন,সংগত এবং মানবিক পরিমন্ডল গৃহের হ্মেত্রে বা শিশুদের বিকাশে বিশেষ ভাবে কার্যকারী।তাই বলা যায় পরোহ্ম শিহ্মা প্রতিষ্ঠান হিসেবে গৃহ পরিবেশ হল প্রাচীনতম প্রতিষ্ঠানটির গুরুত্ব অপরিসীম।তাই গৃহ পরিবেশই সমাজের একমাত্র প্রতিষ্ঠান,যেখানে থেকে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে।
Henderson মতে,"A Child's education begins in his home."
Frank এর মতে, স্বাভাবিক বিকাশের হ্মেত্রে পরিবারের গুরুত্ব আলোচনা করতে গিয়ে বলেছেন,"শিশুর পরিচর্যা, সামাজিক গুনাবলির বিকাশ, সমাজের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটানো, সঠিক ধারণা দেওয়া এবং শিশুর ব্যক্তিত্ব গঠনের হ্মেত্রে আমাদের সমাজে পরিবার হল একমাত্র এবং প্রয়োজনীয় সংস্থা।"
2. একটি আদর্শ গৃহ পরিবেশের পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য -
একটি আদর্শ গৃহ পরিবেশ গঠনের পেছনে পিতামাতার এবং পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তবে শিশুর লালন পালন এবং তার শিহ্মা, চিন্তাভাবনা নির্ভয় করে তার পিতামাতার উপর।তাই আদর্শ পিতামাতার হল শিশুর প্রথম শিহ্মক।তাই পিতামাতার মানসিক স্বাস্থ্য লহ্মন থাকা একান্ত প্রয়োজনীয়।এই লহ্মন গুলি হল।-
- একটি গৃহ পরিবেশে দাম্পতিকে শারীরিক এবং মানসিক সুস্থতার সমন্বয় বৈশিষ্ট্যের আদর্শ পিতামাতা হতে হবে।
- প্রত্যেক সুস্থ মানসিক স্বাস্থ্য বিশিষ্ট ব্যক্তির হিসাবে পিতামাতার স্বাধীন চিন্তাধারা সম্পন্ন ব্যক্তিত্ব হতে হবে।
- প্রত্যেক পিতামাতার সহানুভূতিশীল আচরন হতে হবে।
- শিশুর সঙ্গে পিতামাতার তথা পরিবারের বয়স্কদের স্নেহ প্রীতি যত্ন উৎসাহ স্বতঃস্ফূর্তভাবে ও পরস্পরের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে হবে।
- প্রত্যেক পিতামাতার শিশুদের একটি নির্দিষ্ট নিয়ম নীতি মেনে অনুশাসন রাখতে হবে।
- পিতামাতার শিশুর প্রতি যৌথ দায়িত্ব শীল মনোভাব রাখতে হবে।
- পিতামাতার শিশুর প্রতি সৃজনমূলক মানসিকতা লহ্ম করা যায়।
- পিতামাতার মধ্যে ইতিবাচক মনোবৃত্তি লহ্ম করা যায়।
- পিতামাতা গৃহের সামগ্ৰিক বার্তাবরণের সুপ্রভাব মানসিক স্বাস্থ্যের উপর পড়তে হবে।
- শিশুদের যথা সময়ে সঠিক পরামর্শ দান এবং নির্দেশনা প্রধান করা প্রত্যেক পিতামাতার অন্যতম বৈশিষ্ট্য।
3. শিশুর মানসিক স্বাস্থ্য রহ্মার গৃহ পরিবেশের ভূমিকা -
১. ব্যক্তি স্বাধীনতা -
একটি শিশুর যাতে স্বাধীন ভাবে তার নিজের মতামত প্রকাশের সুযোগ পায় সে বিষয়ে লহ্ম রাখতে হবে।যাতে গৃহ পরিবেশ শিশু বিকাশের পথে সহায়ক হিসেবে কাজ করে বাধা হিসেবে নয়।
২. উন্নত মানসিকতা -
গৃহের সদস্যদের মানসিকতা যদি সংকীর্ণ হয় তাহলে তার কুপ্রভাব শিশুর মনে দাগ কেটে যায়। এককথা মনে রাখা উচিত গৃহের সদস্যদের উন্নত মানসিকতা শিশু মনকে উদ্বৃদ্ধ করে এবং সুস্থ স্বাভাবিক মানসিক স্বাস্থ্য গঠনে সহায়তা করে।
৩. সহানুভূতিশীল আচরণ -
শিশুরা নিজের অজান্তেই নানা দোষ ক্রটি করে ফেলে,তাই তার ফল দ্বারা শাস্তি বিধান নির্ধারিত হলে শিশু মনে হতাশা, ভীতি প্রভৃতি বোধ জাগ্রত হয়। শিশু মনকে তা ভীত সন্ত্রস্ত করে তোলে,যা কখনোই কাঙ্খিত নয়।তাই শিশুদের প্রতি আচরণ সব সময়ই স্নেহ সুলভ , সহানুভূতি পূর্ণ হওয়ার প্রয়োজন। তাদের যে কোনো কাজ করার আগে সেই কাজের ফল ভালো না মন্দ হবে,সেই বিষয়ে ভাবতে শেখাতে হবে এবং মানসিক অবসাদ তৈরি না হয় দেখতে হবে।তাই শিশুদের প্রতি সহমর্মিতা,স্নেহ, সহানুভূতিশীল গৃহের আচরণ তাদের মানসিক স্বাস্থ্যকে উন্নত করে তুলতে পারে।
৪. ঐক্য স্থাপন -
একটি গৃহে বা পরিবারের সদস্যদের তাদের শিশুদের "আমি নই,আমরা" এই মানসিকতার দ্বারা যদি প্রথম থেকেই শিশুদের মানসিক স্বাস্থ্য তৈরি হয়, তাহলে অবশ্যই সেই মানসিক স্বাস্থ্য গড়ে ওঠা এক উন্নত ভাব লক্ষণ,যা শিশুর প্রারম্ভিক স্তর থেকেই তৈরি হয়।অন্য হ্মেত্রে গৃহের সামগ্ৰিক বাতাবরণের সুপ্রভাব মানসিক স্বাস্থ্যের ওপর পড়তে পারে।তাই গৃহ পরিবেশের কাঙ্খিত, মার্জিত এবং গঠনমূলক উপাদান শিশুর উন্নত মানসিক স্বাস্থ্য তৈরিতে অবশ্যই সহায়তা করে।
৫. ব্যক্তিত্ব গঠন -
একটি আদর্শ গৃহ পরিবেশের মাধ্যমে শিশুর মানসিক স্বাস্থ্য বিকাশ লাভ করে।এর ফলে শিশুর সুসংহত ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে।
৬. উন্নত গৃহ পরিবেশ -
সুস্বাস্থ্য মানসিক স্বাস্থ্য গঠনের লহ্ম্যের গৃহ পরিবেশ হবে পরিস্কার পরিচ্ছন্ন এবং পর্যাপ্ত আলো বাতাস যুক্ত।
৭. অনুশাসন ব্যবস্থা -
একটি গৃহে পরিবেশে অতিমাত্রায় কঠোর শাসন যেমন শিশুর মানসিক স্বাস্থ্যের উপযোগী নয়,তেমনি অতিরিক্ত ভালোবাসাও শিশুকে বদমেজাজি ও উশৃঙ্খল করে তোলে।তাই বলা যায় যে, শিশুকে শাসন করার ব্যাপারে একটি নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলতে হয়।
৮. শিশুর মৌলিক চাহিদা পূরণ -
একটি গৃহ পরিবেশে শিশুর বৌদ্ধিক, নান্দনিক এবং সাংস্কৃতিক চাহিদা ও বিকাশ ঘটাতে গৃহ পরিবেশের মুখ্য ভূমিকা পালন করে।অবসর সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে শিশুর মনের বহুমুখী খোরাকের ব্যবস্থা করতে পারে এই গৃহ পরিবেশ।
৯. পিতামাতার যৌথ দায়িত্ব -
একটি শিশুর সুস্থ মানসিক স্বাস্থ্যের অধিকারী করে গড়ে তোলার ক্ষেত্রে পিতামাতার যৌথ দায়িত্ব রয়েছে।শিশু প্রতি উভয়ের দায়িত্ব সামঞ্জস্যপূর্ণ হওয়ার উচিত আদর্শ, উপদেশ বা নির্দেশ যেন পরস্পর বিরোধী না হয়।সেদিকে খেয়াল রাখতে হবে,না হলে পিতামাতার প্রতি শিশুর বিশ্বাস হারাবে। শিশুর মধ্যে মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হয়,যা তার মানসিক স্বাস্থ্য বিন্যস্ত করে।
১০. বিনোদন মূলক ও গঠনমূলক কার্যাবলী -
একটি আদর্শ গৃহ পরিবেশের শিশুকে বিভিন্ন বিনোদন মূলক ও গঠনমূলক কার্যাবলীতে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে শিশুর আত্ম প্রকাশের হ্মমতা ও আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পারে যা শিশুর সুস্থ মানসিক স্বাস্থ্যের অন্যতম লক্ষণ।
১১. সামাজিক গুনাবলী -
একটি গণতান্ত্রিক রাষ্ট্রের উপযুক্ত ধর্মনিরপেক্ষতার শিক্ষা,সহযোগিতা, সহমর্মিতা প্রভৃতি সামাজিক গুনাবলির প্রশিক্ষণ আদর্শ গৃহ পরিবেশেই হওয়ার সম্ভব যা শিশুর উন্নততর বিকাশে সাহায্য করবে এবং শিশুকে অপরাধ প্রবণতার হাত থেকে রহ্মা করবে।
4. উপসংহার -
পরিশেষে এই কথা বলা যায় যে,শিশুদের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৃহ পরিবেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই গৃহ পরিবেশের মধ্যেই শিশুর প্রথম মিথস্ক্রিয়া শুরু হয়।বিভিন্ন ধরনের প্রাথমিক আচরণ ও নানারকম অভ্যাস এখান থেকে গড়ে ওঠে।একটি ব্যক্তি বা শিশুর জীবনের প্রাথমিক অভিজ্ঞতা গুলি শিশু গৃহ পরিবেশ থেকেই সঞ্চয় করে থাকে, যা সে সারা জীবন ধরে তাকে পথ চলতে সাহায্য করে।
CLICK HERE -