Community Based Activists -Independence Day

Community Based Activists -Independence Day

Celebration of National Festivals - Independence Day

BENGALI VERSION||ENGLISH VERSION

Community Based Activists - celebration Of National Festivals - Independence Day
Community Based Activists - celebration Of National Festivals - Independence Day


(*** ENGLISH VERSION FILE BELOW ARTICLES BY PDF FORMAT)

Celebration of National Festivals - Independence Day

BENGALI VERSION -

1. ভূমিকা - 

ভারতবর্ষের ইতিহাসে ১৫ই আগস্ট দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন।দীর্ঘ প্রায় ২০০ বছর পর ভারতবাসী ইংরেজ শাসকদের অন্যায় অত্যাচার ও শোষনের হাত থেকে মুক্তি পায়।বহু বিল্পবীদের বলিদানের পর ১৯৪৭ সালের ১৫ই আগষ্ট দিনটিতে ভারতবাসী স্বাধীনতা লাভ করে।সেই সময় থেকে বর্তমান দিন পর্যন্ত ১৫ই আগষ্ট দিনটি ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়।প্রত্যেক বছর এই দিনটিতে ভারতবাসী জাতী - ধর্ম - বর্ন - লিঙ্গ নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি সহকারে পতাকা উত্তোলন করেন এবং স্বাধীনতা সংগ্ৰামীদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে।প্রতি বিদ্যালয়ে,কলেজে,অফিস,ক্লাব সমস্ত জায়গায় এই অনুষ্ঠানটি পালিত হয়।

2. উদ্দেশ্যাবলী - 

  • শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও সৌভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তোলা। 
  • শিক্ষার্থীদের মধ্যে ধর্মনিরপেক্ষতা ও ঐক্যের দৃষ্টিভঙ্গি গড়ে তোলা।
  • স্বাধীনতা দিবস এই দিনটির তাৎপর্য কী সেই সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা। 
  • শিক্ষার্থীদের নাগরিক প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা।
  • স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শিক্ষার্থীদের মধ্যে শ্রদ্ধাপূর্ণ মনোভাব তৈরি করা।
  • শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বোধ গড়ে তোলা।
  • পাঠক্রম ছাড়া সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের মাধ্যমে উৎসাহ বৃদ্ধি করা।
  • শিক্ষার্থীদের মধ্যে উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য এবং উন্নত মানসিক বোধ গড়ে ওঠে।
সুতরাং,স্বাধীনতা দিবসের মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালনে সক্ষম হবে।

3. বিদ্যালয়ের স্বাধীনতা দিবস পালনের পূর্ব প্রস্তুতি -

বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূর্বে থেকেই কিছু পরিকল্পনা গ্ৰহন করতে হয়।যেমন -

  • অনুষ্ঠানের পূর্বে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকা অনুষ্ঠানের কার্যবিবরণী সম্পর্কে আলোচনার জন্য একটি নির্ধারিত দিনে আলোচনা সভার ঘোষণা করবেন।
  • নির্ধারিত দিনে আলোচনা সভায় শিহ্মক শিহ্মিকা, বাকী শিহ্মা কর্মী ও শিহ্মার্থীরা আলোচনা কহ্মে উপস্থিত হবে।
  • অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটি কমিটি গঠিত হবে।
  • কমিটির নির্বাচিত সদস্যগন অনুষ্ঠানের দিন যারা বিভিন্ন সাংস্কৃতিক কার্যাবলীতে অংশগ্রহণ করবে শ্রেনির শিহ্মক শিহ্মিকা বা ক্লাস মনিটর কর্তৃক তাদের নামের তালিকা সংগৃহীত করবে।
  • অনুষ্ঠানের সময়সীমা অনুযায়ী প্রত্যেক শ্রেনির শিক্ষার্থীদের চূড়ান্ত বাছাই পর্ব থেকে মূল অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
  • অনুষ্ঠানের পূর্বদিন শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানের শিক্ষার্থীরা শহীদ বেদি নির্মাণ ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতি গুলি পরিষ্কার, পতাকার দন্ডে রঙিন কাগজ দিয়ে সাজানো, বিদ্যালয়ের প্রাঙ্গণ সাজানো ইত্যাদি আনুষঙ্গিক কাজ সম্পন্ন করবে।
  • অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শিক্ষক শিহ্মিকাদের তত্ত্বাবধানে তা মঞ্চস্থ করবেন এবং মূল পর্বের জন্য প্রস্তুতি গ্ৰহন করবে।

4. উপকরণ সমূহ -

বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালনের জন্য প্রয়োজনীয় উপকরণ গুলি হল -

  1. জাতীয় পতাকা ও পতাকা দন্ড।
  2. স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতি।
  3. প্রতিকৃতি বসানোর স্থান ও আচ্ছাদন।
  4. শহীদ বেদি নির্মাণ। 
  5. ফুল,ফুলের মালা ও ফুলদানি। 
  6. ধূপ ও ধূপ দানি।
  7. বাদ্যযন্ত্র - হারমোনিয়াম,তবলা ইত্যাদি।
  8. মাইক্রোফোন ও বক্স। 
  9. রঙ্গন কাগজ ও আঠা।
  10. দড়ি ও কাগজের পতাকা আকৃতি বিশেষ।
  11. মিষ্টি,কেক,লাড্ডু/জিলিপি, লজেন্স ইত্যাদি।

5. বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন -

  1. পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা অনুষ্ঠানের দিন অর্থাৎ 15 ই আগস্ট সকালে বিদ্যালয়ের পোশাক পরিধান করে বিদ্যালয়ে উপস্থিত হয়। 
  2. শিক্ষার্থীদের বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ বেদীর নিকট উপস্থিত হয়। 
  3. এই দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিহ্মিকা,সহ শিক্ষক শিক্ষিকারা, কমিটি সদস্যরা, বিদ্যালয় কর্তৃপক্ষ, অশিক্ষক কর্মচারী বৃন্দ এবং কিছু বিশেষ অতিথি ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত হবেন।
  4. এরপর কুচকাওয়াজ এর মধ্যে দিয়ে সকল শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও সারিবদ্ধ ভাবে অবস্থান করে।
  5. এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিহ্মিকা জাতীয় পতাকা উত্তোলন করে।
  6. স্বাধীনতা দিবসের বিপ্লবীদের উদ্দেশ্যে ২মিনিট নিরাবতা পালন করা হয়।
  7. প্রধান শিক্ষক/শিক্ষিকা স্বাধীনতা দিবসের অর্থ কি এবং তার তাৎপর্য কী সেই সম্পর্কে তার মতামত সকলের সামনে তুলে ধরেন। 
  8. এর পর একে একে সহ শিক্ষক শিক্ষিকা,বিশেষ অতিথি বৃন্দ, অশিক্ষক কর্মচারী বৃন্দ ও অভিভাবকেরা তাদের বক্তব্য উল্লেখ করে দিনটির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা স্মরণ করা। 
  9. এরপর শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন স্বাধীনতা দিবস সম্পর্কে তাদের বক্তব্য রাখেন। 
  10. শিক্ষার্থীদের কর্তৃক দেশাত্মবোধক সংগীত, সমবেত সংগীত,দেশাত্মবোধক কবিতা, আবৃত্তি,বক্তৃতা,নাটক, নৃত্য প্রভৃতি পরিবেশিত হয়।
  11. পরিশেষে সমবেত জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
  12. জাতীয় সংগীত শেষে প্রধান শিক্ষক/শিক্ষিকা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।  
  13. শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার্থীদের উপস্থিতি গণনা করেন।
  14. এরপর সকলের মধ্যে মিষ্টি,লাড্ডু,কেক, লজেন্স বিতরণ করা হয়।

6. বিদ্যালয়ের স্বাধীনতা দিবস পালনের তাৎপর্য -

বিদ্যালয়ের স্বাধীনতা দিবস পালন খুবই তাৎপর্যপূর্ণ। সেই গুলি হল - 

  • ভারতবর্ষের স্বাধীনতা দিবস পালন প্রত্যেক ভারতবাসীর নৈতিক দায়িত্ব এবং কর্তব্য।তাই বিদ্যালয় স্তরে দিনটি ছুটি হিসেবে গ্ৰাহ্য না হয়ে "পালনীয় দিবস" হিসেবে পরিগণিত হয়। 
  • এই শুভ দিনে আমরা স্মরণ করি আমাদের অতীত ঐতিহ্য, সংস্কার এবং ইতিহাসকে।
  • দেশসেবার 'উৎসর্গীকৃত প্রান' মহান বিপ্লবী ও দেশ সেবকদের চরণে শত কোটি প্রণাম জানানোর সুযোগ হয় এই দিনটিতে।
  • অজ্ঞানতা অন্ধকার সামাজিক অশিহ্মা,নানা  কুসংস্কার ইত্যাদির বেড়াজাল টপকে যথার্থ শিক্ষিত হতে পারলেই আসবে প্রকৃত স্বাধীনতা, এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার এবং শিক্ষার্থীর ভূমিকা অবিসংবাদী।তাই প্রকৃত স্বাধীনতার স্বাদ উপলব্ধি করতে গেলে বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন জরুরি। 
  • শ্রদ্ধা,সাহস,আত্মবিশ্বাস,উদ্যম,অটল ধৈর্য,কার্যকারিতা,ঐক্য বন্ধন,সংবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা ইত্যাদি ব্যাপকার্থে স্বাধীনতার পরিপূরক।তাই,এই সকল গুণাবলির সঠিক মূল্যায়ন পেতে হলে প্রয়োজন স্বাধীনতা দিবসের তাৎপর্য অনুধাবন করা।

7. বিদ্যালয়ের স্বাধীনতা দিবস পালনের বিভিন্ন ব্যক্তিদের ভূমিকা -

• প্রধান শিক্ষক/শিহ্মিকা -

  • বিদ্যালয়ে বিভিন্ন জাতীয় দিবস যেমন স্বাধীনতা দিবস পালনের সবকিছু আয়োজন ও সকলের মধ্যে কাজের ভাগ করে দেওয়া। 
  • স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করা। 
  • অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের এই কাজে উদ্ভবুদ্ধ করা। 
  • বিদ্যালয়ে বিভিন্ন দিবস পালনের দিন অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের অতিথি হিসাবে নিমন্ত্রণ করা।
  • স্বাধীনতা দিবসের তাৎপর্য কি তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরা।

• শিহ্মক ও শিহ্মিকার ভূমিকা -

  • স্বাধীনতা দিবসের তাৎপর্য ও অর্থ কি সেই সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা। 
  • অনুষ্ঠানটির সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রত্যেক সদস্যদের মধ্যে নির্দিষ্ট দায়িত্ব বন্টন করে দেওয়া।
  • স্বাধীনতা দিবসের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান গুলিতে শিহ্মার্থীদের নামের তালিকা প্রস্তুত করা।
  • শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি নেওয়া। 
  • শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে অনুষ্ঠানের আগের দিন শহীদ বেদি ও মঞ্চ সাজানো এবং অন্যান্য আনুষঙ্গিক ক্রিয়া কর্ম গুলি সম্পাদন করা।
  • শিক্ষার্থীদের এই কর্মে উৎসাহ প্রদান করা।

• প্রশিহ্মন শিহ্মকের ভূমিকা -

  • স্বাধীনতা দিবস সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা।
  • শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক ক্রিয়াকর্মে সহযোগিতা করা। 
  • শিক্ষার্থীদের এই কাজে উৎসাহ প্রদান করা।
  • স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক কর্মে (গান, কবিতা, আবৃত্তি,বক্তৃতা, নৃত্য)অংশগ্রহণ করা।

• শিহ্মার্থীদের ভূমিকা -

  • স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে অংশগ্রহণ করা।
  • বিভিন্ন সাংস্কৃতিক ক্রিয়াকর্মে অংশগ্রহণ করা।
  • স্বাধীনতা দিবসের দিন বিদ্যালয়ে উপস্থিত থাকা।
  • অনুষ্ঠানের মঞ্চ ও শহীদ বেদি সাজানো।
  • অনুষ্ঠানে জন্য প্রয়োজনীয় সামগ্রীর জোগাড় করা।

8. উপসংহার -

পরিশেষে বলা যায়, বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন শুধুমাত্র একটি বাধ্যমূলক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। আবার বিদ্যালয়ের অন্যান্য ছুটির মতো নয়। ভারতবর্ষের ইতিহাস কি ছিল, দেশের সমৃদ্ধি কিভাবে। ঘটলো, বিল্পবীদের বলিদান প্রভৃতি সম্পর্কে শিক্ষার্থীদের জানা একান্ত প্রয়োজনীয়। 

                     শিক্ষার্থীদের মধ্যে জাতীয় চেতনার উন্মেষ ঘটানো, স্বাধীনতা শব্দের অর্থ ও তাৎপর্য তুলে ধরার সুবর্ন সুযোগ।যা এই অনুষ্ঠানে মাধ্যমে জানানো সম্ভব।

CLICK HERE -

ENGLISH VERSION PDF FILE


Others Community Based Activists -

Gardening

First Aid

Cleanliness is and around the campus and beautification

Cleaning Of Furniture 

Teachers Day









Post a Comment (0)
Previous Post Next Post