কথ্য টিউটোরিয়াল||Spoken Tutorial
BENGALI VERSION||ENGLISH VERSION
কথ্য টিউটোরিয়াল
BENGALI VERSION
(ENGLISH VERSION PDF FILE BELOW THE ARTICLE)
1. ভূমিকা -
Spoken Tutorial হল একটি শ্রবণ-দর্শন উপকরণ।এটি কোনো বিষয় শিখনের ও Open Source Software ব্যবহার সাহায্যে দান করে।এর মাধ্যমে শিক্ষার্থীরা শ্রবণ ও দর্শন যুক্ত কোনো একটি Software কে কীভাবে চালিত করতে হয় তা বুঝতে পারে।তবে এর একটি বিশেষ বৈশিষ্ট্য হল এখানে যে ভিডিয়ো গুলি মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা গ্ৰহন করে তার কোনটাই সরাসরি ভিডিয়ো নয়,সব গুলিই রেকডিং।কথ্য টিউটোরিয়াল একদিকে যেমন তথ্য বোঝায় হ্মেত্রে সহায়তা দান করে, তেমনি কোনো সফটওয়্যার ও কম্পিউটার নির্ভর কার্যক্রম পরিচালনার হ্মেত্রে সার্বিক সাহায্যে প্রদান করে থাকে।
2. Spoken Tutorial এর সূচনা ও প্রসার -
ভারত সরকারের মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে NMEICT পরিকল্পনাটি চালু করা হয়।তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে শিহ্মা গ্ৰহনে যাতে শিহ্মার্থী কোনো রূপ অসুবিধা না হয় তাই NMEICT উদ্দ্যোগ স্বরূপ।এই কথ্য টিউটোরিয়ালটি তৈরি করে এবং এর বিকাশের ভার দেওয়া হয় IIT বোম্বকে।এই প্রকল্পটির দেখাশোনা করার প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে IIT বোম্বের Professor Kannan Moudgalya কে।এই কথ্য টিউটোরিয়ালের অন্যতম কাজ হল ব্যক্তিদের মধ্যে প্রযুক্তির ধারণা সম্প্রসারন করা ও তথ্য প্রযুক্তি তে শিহ্মিত করে তোলা এবং কর্ম সংস্থানের হ্মেত্রকে উন্নত করা।
আমরা যদি অনলাইনে ঘাঁটাঘাঁটি করি তাহলে দেখা যাবে যে Latex,Scilab,Linux এর মতো অনেক টিউটোরিয়াল গুলি বর্তমানে দেখতে পায়।তাহলে শিক্ষার্থীরা কোন টিউটোরিয়াল থেকে শিক্ষা গ্ৰহণ করবে,তা একটি সমস্যার বিষয়।এই সমস্যার সমাধান করে কথ্য টিউটোরিয়াল।কথ্য টিউটোরিয়াল এই সব টিউটোরিয়াল গুলিকে সারিবদ্ধভাবে সাজাতে সাহায্যে করে। শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে সার্বিক চাহিদা লহ্ম্য রেখে বিভিন্ন ভিডিয়ো এই টিউটোরিয়াল গুলিতে দেওয়া থাকে এবং কোনো ভিডিয়োই অসমাপ্ত অবস্থায় থাকে না।কথ্য টিউটোরিয়ালের মাধ্যমে যে শুধু ইংরেজি ভাষাতে পারদর্শী ব্যক্তিই শিক্ষা গ্ৰহণ করতে পারবে তা নয়।এর মাধ্যমে বিভিন্ন ভাষাভাষীর শিক্ষার্থীরাও সমান ভাবে শিহ্মাগ্ৰহণ করতে সহ্মম।কারণ, এখানে এক একটি ভিডিয়োকে অপরিবর্তিত রেখে বিভিন্ন ভাষাতে তা সম্প্রচারের ব্যবস্থা করা হয়ে থাকে।
3. Spoken Tutorial এর উদ্দেশ্যাবলী -
- শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি করা।
- সারা দেশে Free Open Source Software (FOSS) এর ব্যবহারের জ্ঞান ছড়িয়ে দেওয়া।FOSS হল মুক্ত অনুমোদিত সফটওয়্যার এমন সব সফটওয়্যার যে গুলিকে ব্যবহারকারীরা তাদের ব্যবহারের জন্য, গবেষণার জন্য, Software এর পরিবর্তন বা পরিবর্ধনের জন্য বা যে কোনো ধরনের উন্নয়নের জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেয়।
- যে কোনো ধরনের Software ব্যবহারের সুযোগ দান করা।
- বিভিন্ন পদ্ধতিতে যাতে শিক্ষার্থীরা শিক্ষা গ্ৰহণ করতে পারে তার সুবিধা করে দেওয়া।
- কর্মসংস্থান বৃদ্ধি করা।
- অনলাইন ব্যবস্থার মাধ্যমে শিহ্মা গ্ৰহণ করা।
- দেশের জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সকলকে সমানে শিক্ষা প্রদান করা।
- শিখনকে কার্যকরী করতে শ্রবণ-দর্শন যুক্ত উপকরণের মাধ্যমে শিহ্মাদান করা।
- অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তির সঙ্গে পরিচয় স্থাপন করা।
- শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য অনুযায়ী সহজ থেকে কঠিন বিষয়ের দিকে ধীরে ধীরে অগ্ৰসর হওয়ার সুযোগ প্রদান করা।
5. Spoken Tutorial এর সুবিধা -
- বিদ্যালয়,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মশালা করার হ্মেত্রে সহায়তা পাওয়া যায়।
- কোনো একটি বিশেষ FOSS এর হ্মেত্রে বিশেষজ্ঞ বা সমালোচকের দহ্মতা প্রদান করা।
- নিজের থেকেই যে কোনো ধরনের Software এর তাৎপর্য ও তার ব্যবহার এর জ্ঞান বৃদ্ধি করা।
- বিভিন্ন Software এর তাৎপর্য ও তার ব্যবহারের জ্ঞান বৃদ্ধি করা।
- নিজস্ব টিউটোরিয়াল তৈরির মাধ্যমে সমাজের হ্মেত্রে বিশেষ অবদান রাখা যায়।
- সফটওয়্যারে শিহ্মিত ব্যক্তিরা অন্যান্য পারিপার্শ্বিক অনভিজ্ঞ শিক্ষার্থীদের শিহ্মা দানে সাহায্যে দান করে।
- দৃশ্য-শ্রাব্য উপকরণের মাধ্যমে শিহ্মা গ্ৰহনের ফলে বিষয়বস্তু সম্পর্কে সার্বিক জ্ঞান পাওয়া সম্ভব হয়।
- এখানে তথ্য গুলি রেকর্ড করে রাখা হয়,ফলে শিহ্মার্থী কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে সেই বিষয়টি পুনরায় চালনা করে বিষয়বস্তু সম্পর্কে সঠিক জ্ঞান দেওয়া সম্ভব হয়।
- কোনো বিষয় সম্পর্কে তৈরি করা ভিডিয়ো যদি অসমাপ্ত থাকে তাহলে শিক্ষার্থীর পরিপূর্ণ জ্ঞান হবে না।এই ধারণাটি গ্ৰহন করেই কথ্য টিউটোরিয়ালে কোনো ভিডিয়ো অসমাপ্ত অবস্থায় দেওয়া থাকে না,ফলে শিহ্মার্থীরা ভালোভাবে শিহ্মা গ্ৰহণ করতে পারে।
- বিভিন্ন ভাষাতে শিক্ষা গ্ৰহন করার সুবিধা থাকায় কারনে যে কোনো ভাষাভাষীর শিক্ষার্থীর কথ্য টিউটোরিয়াল থেকে শিক্ষা গ্ৰহণে আগ্ৰহ প্রকাশ করে।
- কথ্য টিউটোরিয়ালের সময় বেশি লাগে।
- শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োজন হয়।
- সকলের থেকে বিচ্ছিন্নতার মনোভাব অনুভূত হয়।
- উপকরনের অসামঞ্জস্যতা লহ্ম করা যায়।
- শিহ্মা বিজ্ঞান গত ক্রটি লহ্ম করা যায়।
- এই ধরনের টিউটোরিয়ালের বেশিরভাগ সময় প্রযুক্তিগত সমস্যা পরিলক্ষিত হয়।
7. উপসংহার -
Read More.......
National Mission on Education Through Information And Communication Technology বা NMEICT
Sakshat Portal
E-Gyankosh
Haptic Technology