3.School Internship Part -3

3.School Internship Part -3

School Internship (School Based Activities)

BENGALI VERSION||ENGLISH VERSION
WBUTTEPA B.ed 2nd Semester School Internship Report (School Based Activities)
School Intership



(** ENGLISH VERSION FILE BELOW ARTICLE BY PDF FORMAT)

School Internship (School Based Activities) Part - 3
Topic - Assembly
BENGALI VERSION -

2.1. ভূমিকা - 

" Morning shows the day, childhood shows the day " অর্থাৎ " সকালের সূর্যোদয় দেখে আমরা বুঝতে পারি সারা দিন কেমন যাবে।"Assembly বলতে  সমবেত হওয়া বা সমাবেশ বোঝানো হয়। বিদ্যালয়ের কার্যপ্রণালী শুরু হওয়ার সময় সমস্ত ছাত্রছাত্রীরা, শিক্ষক-শিক্ষিকারা সমবেত হয়।একে প্রার্থনা সঙ্গীত পরিবেশন বলে।একটি বিদ্যালয়ের সমাবেশ থেকেই বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হয়।এর থেকে বিদ্যালয়ের শৃঙ্খলাবোধ ও সুস্থ শিক্ষার পরিবেশ অর্থাৎ বিদ্যালয়ের গুণগতমান উপলব্ধি করতে পারি।যদি বিদ্যালয়ের সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তবে সারাদিনের পঠন-পাঠন ও অন্যান্য কর্মসূচি সুষ্ঠুভাবে হবে। বিদ্যালয়ে সুশঙ্খলা বজায় রাখতেই শিক্ষকদের প্রথম থেকেই সচেতন হতে হবে।

2.2. উদ্দেশ্যাবলি -

বিদ্যালয়ের সমাবেশ করার পেছনে উদ্দেশ্যাবলী গুলি হল -

  1. শিক্ষার লক্ষ্য একটি শিশুর সার্বিক বিকাশ সাধন করা। শিশুর দেহ,মন ও বুদ্ধির বিকাশ ঘটবে এই বিদ্যালয়ের সমাবেশের মধ্যে দিয়ে। 
  2. প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতা গড়ে উঠবে।যা  তাদের ভবিষ্যৎ জীবন গঠনের সহায়ক হয়।
  3. প্রার্থনা সঙ্গীত ও জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে তাদের জাতীয় সংহতি বোধ গড়ে ওঠে। যা তাদের পরবর্তী সময়ে ভাবি দেশনেতা,সমাজসেবা বা একজন সুদক্ষ সামাজিক নাগরিক হিসেবে ছাত্র সমাজের কাছ থেকে দেশ বা জাতি পেয়ে থাকে বা থাকবে। 
  4. শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ ও স্বদেশপ্রীতি মনোভাব গড়ে উঠবে। 
  5. শিক্ষার্থীরা খবর বলা ও বাণী পাঠের মধ্যে দিয়ে তাদের সাহস বৃদ্ধি পায় এবং কোনো কিছু জনসমক্ষে সামনে তুলে ধরতে দক্ষতা অর্জন করে।
  6. স্বাস্থ্য পরীক্ষাতে তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার বিকাশ ঘটে এবং নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে শেখবে। 
  7. শিক্ষক মহাশয় কোনো বিষয় আলোচনা করলে শিক্ষার্থীরা প্রশ্ন করবে।যা তাদের মধ্যে প্রশ্নকরন দক্ষতা বৃদ্ধি পায়। শিক্ষার্থীরা যুক্তি দিয়ে কথা বলতে শেখে। 
  8. শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণায় উৎসাহিত করে।
  9. শিক্ষার্থীদের মধ্যে ঐক্যতা অনুভূতির উন্মেষ ঘটে।
  10. সংগীত হল আমাদের শ্রেষ্ঠ শিক্ষা,যার মধ্যে দিয়ে ঈশ্বর কেন্দ্রিক শিক্ষা জ্ঞান লাভ করা যায় না।জাতীয় সংগীত ও প্রার্থনা সঙ্গীতের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আধ্যাত্বিক চেতনার বিকাশ ঘটে।
  11. বিদ্যালয়ের সমাবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক মনোভাব বিকশিত হয়।
  12. সারিবদ্ধ ভাবে দাঁড়ানোর মধ্যে দিয়ে তাদের ঐক্য বদ্ধ তথা সাবধান বিশ্রাম এর মধ্য দিয়ে শারীরিক ব্যায়াম হয়ে থাকে।যা তাদের মানসিক বিকাশের সাথে সাথে শারীরিক বিকাশে সহায়তা করে

2.3. বিদ্যালয়ে সমাবেশের পর্যবেক্ষণ -

School Assembly তে প্রাথমিকভাবে প্রধান শিক্ষক মহাশয়,সহ শিক্ষক ও শিক্ষিকাদের ভূমিকা সর্বাধিক।এখানে খেলাধুলার শিক্ষকের দায়িত্ব অনেকখানি।তাদের নির্দেশনা কার্যটি সম্পাদন ও সম্পন্ন হবে।

  • প্রথমে ছাত্রছাত্রীরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়েছে।সেটা ছিল ছোটো থেকে বড়ো উচ্চতা অনুসারে।
  • শিক্ষার্থীদের লাইনে সারিবদ্ধ ভাবে দাঁড় করেছিল।
  • প্রথমে শ্রেণি সোজা করা,তারপর সাবধান বিশ্রাম করে ছিল।
  • তারপর School Assemblyতে প্রথমে নির্ধারিত দিনে একটি প্রার্থনা সংগীত থাকবে তা গাইছিল।
  • এরপর জাতীয় সংগীত গাইছিল।জাতীয় সঙ্গীত টি নির্ধারিত সময়ে অর্থাৎ 52 সেকেন্ডে মধ্যে সমাপ্ত করা হয়েছে।জাতীয় সংগীত গাওয়ার সময় সকল সমবেত ও ধীরে স্থির হয়ে গাইছিল।
  • এরপর ছাত্রছাত্রীদের মধ্যে থেকে রোল নাম্বার অনুযায়ী একদিন একদিন এক এক জনকে বাণী পাঠ করেছিল। 
  • তারপর একজন খবর পড়ানো হয়, তার বিশেষ ঘটনা থাকলে সেই বিষয়ে প্রধান শিক্ষক মহাশয়ের সংক্ষিপ্ত বিবরণ রাখতেন।
  • পরিশেষে বাক্য পরীক্ষা করে অর্থাৎ ড্রেস পরিষ্কার আছে কিনা, চুল,নখ ইত্যাদি দেখে School Assembly সম্পন্ন করা হবে। 

এক্ষেত্রে শিক্ষক মহাশয় বিশেষ দায়িত্ব পালন করেন। সকল ছাত্রছাত্রী,শিক্ষক-শিক্ষিকা মন্ডলী,অশিহ্মক কর্মীবৃন্দ সকলেই বিদ্যালয় সমাবেশে অংশগ্রহণ করবেন এবং প্রার্থনা সংগীত ও জাতীয় সঙ্গীত গাইবেন।

2.4. বর্তমান পরিস্থিতি -

School Internship চলাকালীন আমি......................... ......................... বিদ্যালয়ের গিয়ে সমাবেশে পদ্ধতি লক্ষ্য করেছিলাম। Covid-19 পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বিকল্প পদ্ধতির মাধ্যমে দ্বাদশ ও দশম এবং নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় খোলা হয়েছে।আগে বিদ্যালয়ের সামনে মাঠে প্রার্থনা সভা করানো হতো কিন্তু বর্তমানে Covid-19 এর স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয় প্রাঙ্গনে ভেতরে স্যানিটাইজার ব্যবহার করে এবং 1 মিটার অন্তর অন্তর শিক্ষার্থীদের দাঁড় করিয়ে প্রার্থনা সভা করানো হচ্ছে। বিদ্যালয় সমাবেশের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ আগের থেকে সাদা রংয়ের গোল আকৃতির চিহ্ন করে রেখেছে বিদ্যালয় প্রাঙ্গণে। বিদ্যালয়ের সমাবেশ হল একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই সমাবেশের গুরুত্বের মর্যাদা রক্ষা করে এবং Covid-19 স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ের সমাবেশ করানো হচ্ছে।

2.5. উপসংহার -

শিক্ষা হল মানব সভ্যতার ধারক ও বাহক।শিক্ষাই পারে সমাজকে অগ্রগতির চরম সীমায় পৌঁছে দিতে।প্রতিটি শিক্ষার্থী এই সমাজেরই অংশ,তাই সমাজ তাঁদের কাছে কিছু প্রত্যাশা করতে পারে।সমাজের উন্নতির জন্য দরকার সুশৃঙ্খল যুক্ত সুদক্ষ ব্যক্তিদের।তাই বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের সুদক্ষ ব্যক্তি হিসেবে গড়াই হল বিদ্যালয়ের প্রধান কর্তব্য।কারণ এই শিশু শিক্ষার্থীরা আগামী দিনের নাগরী।শিক্ষার্থীদের মধ্যে মানসিক ও শারীরিক বিকাশ জাগ্রত করার জন্য বিদ্যালয় যে সমস্ত কর্মসূচীগুলি গ্রহণ করে,তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল প্রার্থনা সংগীত বা সমাবেশ।সমাবেশের মধ্যে দিয়ে শিক্ষার্থীর মধ্যে সামাজিক,জাতীয়তাবোধ ও গণতান্ত্রিক মনোভাব প্রকাশ পায়। শিক্ষার্থীদের পুঁথিগত জ্ঞানের সঙ্গে ব্যবহারিক জীবন সম্পর্কে ধারণা লাভ করে এবং সমাজ তথা শিক্ষার্থীর নিজেদের বৌদ্ধিক বিকাশ ঘটে।

CLICK HERE - 

ENGLISH VERSION PDF FILE

Read more ...... School Internship Part 1

Read more ...... School Internship Part 2

Read more ...... School Internship Part 4

Read more ...... School Internship Part 5

Read more ...... School Internship Part 6

Read more ...... School Internship Part 7

Read more ...... School Internship Part 8

Read more ...... School Internship Part 9

Read more ...... School Internship Part 10

Read more ...... School Internship Part 11

Read more ...... School Internship Part 12

Post a Comment (0)
Previous Post Next Post