School Internship (School Based Activities)
BENGALI VERSION||ENGLISH VERSION
School Internship |
(*** ENGLISH VERSION FILE BELOW THE ARTICLE BY PDF FORMAT)
School Internship (School Based Activities) Part - 8
Topic - 7. Stock Register
BENGALI VERSION -
7.1. ভূমিকা -
একটি বিদ্যালয় পরিচালনার জন্য স্টক রেজিস্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিখন ব্যবস্থায় নিত্য নৈমিত্তিক বিভিন্ন ঘটনাপঞ্জী, চমকপ্রদ বিষয়, ঠিকানা ইত্যাদির জন্য তথ্য সংরক্ষণের জন্য স্টক রেজিস্টার একান্ত জরুরী এই তথ্য সংরক্ষণের দ্বারা বিদ্যালয়ের কার্যের যেমন ইতিহাস রক্ষা করে তেমন ভবিষ্যতে চলার পথে এই ঐতিহাসিক তথ্য থেকে উন্নত শিখন ব্যবস্থার আয়োজন করা সম্ভব হয়। একটি বিদ্যালয়ের সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই স্টক রেজিস্টার অত্যন্ত প্রয়োজনীয় কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ সহায়তায় সুসম্পন্ন হয়।
7.2. প্রকারভেদ -
একটি বিদ্যালয়ের সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দরকার হয় বিভিন্ন ব্যবস্থাপনা এবং এই ব্যবস্থাপনা সংরক্ষিত করা হয় স্টক রেজিস্টারের মাধ্যমে। একটি বিদ্যালয়ের দুই ধরনের স্টক রেজিস্টার দেখা যায়।
- পারচেজ স্টক রেজিস্টার।
- কন্সাম্পশন স্টক রেজিস্টার।
7.3. Format -
(বিদ্যালয়ের স্টক রেজিস্টারের ছবি )
7.4. উপলব্ধি -
একটি বিদ্যালয়ের স্টক রেজিস্টার থাকা অত্যন্ত জরুরী। যথা -
- বিদ্যালয়ের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি সুস্পষ্ট রূপরেখা পাওয়া যায়।
- বিদ্যালয় যেহুতু সামাজিক প্রতিষ্ঠান তাই শিক্ষার্থীর অভিভাবক,অভিভাবকদের পরিচালিত সমিতি,শিক্ষা দপ্তরে এবং সমাজের বিভিন্ন ধরনের জিজ্ঞাসার উত্তর দেওয়ার ক্ষেত্রে দায়বদ্ধ।তাই উপযুক্ত তথ্য থেকে যে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব।
- শিক্ষা দফতরের কাছে সঠিক তথ্যসহ বিদ্যালয় কোনো পরিকল্পনা দিলে তা শিক্ষাদপ্তর পরিকল্পনা রূপায়ণ এবং অর্থ মজুরের ক্ষেত্রে বিশেষ সুবিধা পায়।
- বিদ্যালয়ের শিক্ষাক্রমের উপযুক্ত ব্যবস্থা নিতে সাহায্য করে।
- বিদ্যালয় সৃষ্টির কারণ, বৃদ্ধি এবং দর্শনগত দিক সম্পর্কে জানতে পারা যায়।
সর্বশেষে বিদ্যালয় ইন্টার্নশিপের মাধ্যমে বিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেমন স্টক রেজিস্টার সম্পর্কে ধারণা পেলাম।একটি বিদ্যালয় কিভাবে চালিত হয় বা ভবিষ্যতে আরো উন্নততর করতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয়,সেই সম্পর্কে ধারনা পেলাম। বিদ্যালয়ের যাবতীয় কর্মসূচি সম্পর্কে তথ্যাদি সংরক্ষণ করার উপায় জানলাম।
CLICK HERE -
Read more..... School Internship Part - 1
Read more..... School Internship Part - 2
Read more..... School Internship Part - 3
Read more..... School Internship Part - 4
Read more..... School Internship Part - 5
Read more..... School Internship Part - 6
Read more..... School Internship Part - 7
Read more..... School Internship Part - 9
Read more..... School Internship Part - 10
Read more..... School Internship Part - 11
Read more..... School Internship Part - 12