1. School Internship Part -1

1. School Internship Part -1

School Internship(School Based Activities)

BENGALI VERSION|| ENGLISH VERSION

WBUTTEPA B.ed 2nd Semester School Internship (School Based Activities) Introduction
School Based Activities


(** ENGLISH VERSION FILE BELOW ARTICLE BY PDF FORMAT)

BENGALI VERSION -
School Internship (School Based Activities)

1. ভূমিকা - 

School Internship হল B.ed Course একটি অন্যতম মূল উপাদান। স্কুল ইন্টার্নশিপ হল এক প্রকার বি.এড শিক্ষার্থীদের জন্য প্রাক্ - কর্ম প্রশিক্ষণ।তাই School Internship কে বি.এড কোর্সের মেরুদন্ড বলা হয়। "The West Bengal University of Teachers' Training, Education Planning and Administration" বা "WBUTTEPA" বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্সের School Internship একটি গুরুত্বপূর্ণ বিষয়। বি.এড কোর্সের দ্বিতীয় সেমিস্টারের এক মাসের একটি স্কুল ইন্টার্নশিপ প্রোগ্রাম করানো হয়।এই ইন্টার্নশিপের মাধ্যমে বি.এড  শিক্ষার্থীরা প্রশিক্ষণ শিক্ষকের বাস্তব জীবনের অভিজ্ঞতা জ্ঞান অর্জন করতে পারে।স্কুল ইন্টার্নশিপ দ্বারা বি.এড শিক্ষার্থীদের একটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীর কর্মের অভিজ্ঞতা প্রাপ্তি এবং একটি সংগঠনের কর্মী নিয়োগের পূর্ববর্তী একটি ধারণা লাভ করতে পারে। স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং দক্ষতার সাথে শিক্ষার্থীর শিক্ষককে সজ্জিত করার একটি প্রাথমিক ধারনাই হল স্কুল ইন্টার্নশিপ।

                  আমি.....................................(নিজের নাম) ..............................................................(নিজের বি.এড কলেজের নাম)B.ed 20.... - 20...... শিক্ষাবর্ষে দ্বিতীয় সেমিস্টারের ছাত্র/ছাত্রী।আমাদের বি.এড কোর্সের স্কুল ইন্টার্নশিপ এর জন্য ..............জন সদস্যের দলকে .......................................................... বিদ্যালয়ে পাঠানো হয়েছিল।শিক্ষাগত পূর্বে একটি স্কুলে কী কী করনীয় বা একজন শিক্ষকের কর্মপ্রণালী কী হবে,শিক্ষার্থীর প্রতি কেমন মনোভাব হবে বা একটি বিদ্যালয়ের শিক্ষকের কী ভূমিকা পালন করতে হয়,সেই সম্পর্কে জানার জন্য স্কুল ইন্টার্নশিপ করা হয়।

2. উদ্দেশ্যাবলী -  

  • স্কুল ইন্টার্নশিপ এর দ্বারা একজন বি.এড শিক্ষার্থী বিদ্যালয়ে শিক্ষাগত সম্পর্কে ধারণা লাভ করে।
  • একটি বিদ্যালয়ের বিভিন্ন দৃষ্টিকোণ এবং শিক্ষাগত পাঠক্রমের মাধ্যমে বিকাশিত ছাত্র-শিক্ষকদের তাত্ত্বিক বিষয় জ্ঞান লাভে সহায়তা করে।
  • একজন প্রশিক্ষণ শিক্ষক হিসেবে  বি.এডের শিক্ষার্থীরা শিক্ষার সুবিধা ও শ্রেণিকক্ষের ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করে। 
  • ইন্টার্নশিপের দ্বারা বি.এডের শিক্ষার্থীরা একটি বিদ্যালয়ের নিম্নলিখিত কার্যক্রম প্রণালী পর্যবেক্ষণ করবে। 
  • শিক্ষার্থী-শিক্ষকদের স্কুলের সমস্ত কর্মকাণ্ডে নিজেকে এবং নিজেকে পরিচালনা করার জন্য উপযুক্ত করে তোলার জন্য স্কুলের সামগ্রিক কাজের সাথে বি.এড শিহ্মার্থীদের অভিমুখ ও পরিচিত করতে সহায়তা করা।
  • একটি বিদ্যালয়ের সকালের প্রার্থনা সংগীত হইতে টাইম টেবিল নিমার্ণ,শ্রেণী পাঠদান,মূল্যায়ন পদ্ধতি,বিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের রেকর্ড  সংরক্ষণ,উপস্থিতি রেজিস্টার,স্টক রেজিস্টার,মধ্যাহ্নভোজ পরিচালনা করা, এবং বিভিন্ন সহ-পাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ ও অন্তর্ভুক্ত মাধ্যমে বি.এড শিহ্মার্থীদের একটি ধারণা লাভ করা।
  • স্কুল ইন্টার্নশিপ চলাকালীন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক, শিক্ষক ও অভিভাবক এবং অভিভাবক ও শিক্ষার্থীর পারস্পরিক মিথস্ক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করা যায়।
  • শিক্ষার্থীর সার্বিক মূল্যায়ন সম্পর্কে বি.এড শিক্ষার্থীরা ধারণা লাভ করা।
  • বি.এড শিক্ষার্থীরা T.L.M. বিকাশকারী এবং মূল্যায়নকারী জ্ঞান অর্জন করতে পারে।

3. বিষয়বস্তুর -

স্কুল ইন্টার্নশিপের মাধ্যমে একটি বিদ্যালয় বিভিন্ন বিষয়ে বি.এড শিক্ষার্থীরা পর্যবেক্ষণের মাধ্যমে তারা ধারণা ও জ্ঞান অর্জন করতে পারে।এই বিষয়গুলি হল -
  1. বিদ্যালয় প্রশাসন ও বিদ্যালয়ের কার্যাবলী( School Administration and School's Activities)
  2. সমাবেশ (Assembly)
  3. সময় তালিকা প্রস্তুতিকরন (Time Table construction) 
  4. শ্রেণিকক্ষে শিহ্মাদান (Class Teaching)
  5. মূল্যায়ন ব্যবস্থা (Evaluation System) 
  6. উপস্থিতির রেজিস্টার (Maintenance of Attendance Register)
  7. স্টক রেজিস্টার (Stock Register) 
  8. মধ্যাহ্নভোজ (Mid-Day-Meal) 
  9. অভিভাবক সভা (Observe the the Periodical Meeting)
  10. সহ - পাঠক্রমিক কার্যাবলী (Co -Curriculum Activities)
4. বিদ্যালয়ের প্রাথমিক তথ্য -

স্কুল ইন্টার্নশিপের জন্য যে বিদ্যালয়টিকে নির্বাচিত করা হয়েছে,সেই বিদ্যালয়ের প্রাথমিক তথ্যগুলি হল -
১. বিদ্যালয়ের নাম -
২. বিদ্যালয়ের ঠিকানা - 
৩. বিদ্যালয়ে স্তর - মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক 
৪. বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম -
৫. বিদ্যালয়ের সহকারি শিক্ষকের নাম - 
৬. বিদ্যালয়ের মোট শিক্ষক-শিহ্মিকার সংখ্যা - 
৭. বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা -
৮. বিদ্যালয়ের শিক্ষিকার সংখ্যা -
৯. বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা - 
১০.বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা - 
১১.বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা -
১২.বিদ্যালয়ের ভাষাগত মাধ্যম - বাংলা/ইংরাজি/অন্যান্য
১৩.বিদ্যালয়ের সময়সূচি - Morning Session school হলে তার সময় / Day Session School হলে তার সময় ব্যবধান লিখতে হবে।
১৪. বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সময়সূচি - প্রার্থনা সভা শেষ হওয়ার পর সকাল ১১টা তে থেকে ১ম ক্লাস ৪৫ মিঃ হয় তারপর ২য় থেকে ৮ম ক্লাস ৪০ মিঃ করে বিদ্যালয়ের সময় পরিসমাপ্তি ঘটে।



 CLICK HERE - 





















Post a Comment (0)
Previous Post Next Post