10.School Internship Part 10

10.School Internship Part 10

School Internship (School Based Activities)

BENGALI VERSION ENGLISH VERSION
WBUTTEPA B.ed 2nd semester school Based Activities (School Based Activities) Report
School Internship



(*** ENGLISH VERSION FILE BELOW ARTICLE BY PDF FORMAT)

School Internship School Based Activities Part - 10
Topic - 9. Periodical Meeting
BENGALI VERSION -


9.1. ভূমিকা -

শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া।যার উদ্দেশ্য হল শিক্ষার্থীদের সামাজিক জীবনের উপযোগী করে তোলা। সমাজ তাই সামাজিক কাঠামোর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান গুলি গড়ে তুলেছে।প্রত্যেক সন্তানের অভিভাবকরা অনেক আশা ও আকাঙ্খা নিয়ে তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠান।অভিভাবকের সঙ্গে বিদ্যালয়ের নিবিড় সম্পর্ক থাকা একান্তই জরুরী। বিদ্যালয়ের শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, প্রাহ্মোভিক ও বৌদ্ধিক বিকাশে অগ্রগতি পর্যালোচনা করতে হলে গৃহ পরিবেশে শিক্ষার্থীর বিভিন্ন আচার আচরণ তথ্য,বিভিন্ন বিবরণ একজন শিক্ষকের জানা খুবই জরুরী।অভিভাবক শিক্ষক সভার মাধ্যমে বা শিশুর অভিভাবকের সাথে ব্যক্তিগত আলাপচারিতা মধ্যে দিয়ে একজন শিক্ষক শিশু সম্পর্কিত তথ্যাদি জেনে নিয়ে শিশুকে পড়াশোনায় সাহায্য করতে পারেন। ঠিক তেমনিভাবে শিক্ষার্থীর কিছু কিছু আচরণ বৈশিষ্ট্য বা তথ্য আছে যা বিদ্যালয়ের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।এইসব বিষয়গুলি শিক্ষক ও অভিভাবককে জানাতে পারে।এছাড়া প্রশিক্ষিত শিক্ষক কিছু কিছু বিষয়ে অভিভাবককে পরামর্শ দিতে পারেন যাতে তাঁরা তাঁদের সন্তানের শিক্ষার প্রতি যথেষ্ট আগ্রহান্বিত হন।


9.2. উদ্দেশ্যাবলী -  
  • একটি শিক্ষার্থীর শিক্ষার পূর্ণতা দানের জন্য শিক্ষকের অভিভাবকদের সঙ্গে আলাপ আলোচনা করেন। 
  • শিক্ষার্থীদের মধ্যে সুস্থ শিক্ষা পরিবেশ গড়ে তুলতে এই ব্যবস্থা গড়ে উঠেছে। 
  • বিদ্যালয়ের শিক্ষা অভিভাবকদের মাধ্যমে সমাজের অন্যান্য সংস্থাগুলি সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে।
  • একটি শিশুর দৈহিক,মানসিক,সামাজিক,বৌদ্ধিক ও প্রাক্ষোভিক বিকাশের কথা আলোচনা করা।
  • শিশুর শিক্ষার্থীর উন্নততর শিক্ষন ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে অভিভাবকের সঙ্গে আলাপ আলোচনা করা।
9.3. অভিভাবক শিক্ষক সমিতির গঠন -

এই সমিতি গঠিত হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক - শিহ্মিকা ও অভিভাবকদের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে।এই কমিটির সদস্য হলেন - 
  1. দুইজন সরকারি আধিকারিক(প্রধান শিক্ষক ও S.I.)।
  2. তিনজন স্থানীয় অভিভাবক(স্নাতক হতে হবে)।
  3. দুইজন অভিভাবক(এক বছরের জন্য)।
  4. তিন জন শিক্ষক প্রতিনিধি।
  5. একজন গ্রুপ ডি। 
  6. একজন শিক্ষক।
9.4. সমিতির কার্যাবলী -

এই সমিতির কার্যকরী সভা ও সাধারণ সভা নোটিশ দিয়ে মিটিং ডেকে কাজ করবে। সমিতিতে আলোচনার অন্তর্ভুক্ত বিষয় গুলি হল - 
  • স্থানীয় সমস্যা অনুযায়ী সাধারণ শিক্ষা বিষয়ক আলোচনা করা। 
  • বিদ্যালয়ের দৈনন্দিন সমস্যা সংক্রান্ত বিষয়ে, বিদ্যালয়ে শিক্ষাদান পদ্ধতি ও পরীক্ষা ব্যবস্থা বিষয় আলোচনা করা। 
  • শিক্ষা ক্ষেত্রে নতুন পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে আলোচনা করা। 
  • বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক রোগ নিয়ে এই সমিতি কাজ করবে। 
  • কোনো দুস্থ অর্থাৎ গরিব শিহ্মার্থীর এই সমিতি আলোচনার মাধ্যমে আর্থিক সহায়তা করতে হবে।
  • ছাত্র শৃঙ্খলার অভাব ঘটলে তার মোকাবিলা করার উপায় খুঁজে বার করা। 
  • পরীক্ষার সময় শিক্ষার্থীরা অসদুপায় অবলম্বন করলে তার বিধি ব্যবস্থা কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা।
  • এই সমিতি বিদ্যালয়ে কিছু কিছু উৎসব অনুষ্ঠানের ব্যবস্থায় করতে হবে। 
  • বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের বিষয়েও এই সমিতির আলোচনা করবে।
9.5. পর্যবেক্ষণ -

বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয় গুলি খোলা হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত।এই সময় সপ্তাহে 5 দিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বিকল্প পদ্ধতির মাধ্যমে বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চলছে।তবে শনিবারের দিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঠন-পাঠন বন্ধ করা হয়েছে, বর্তমানে শনিবার দিন সকল শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত হতে হচ্ছে। বিদ্যালয় শিক্ষার্থীদের শিখন,Covid-19 স্বাস্থ্যবিধি মান্যতা,বিদ্যালয়ের পরিচ্ছন্নতার,শিক্ষার্থীদের উন্নত শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার্থীর কোন আচরণে অসঙ্গতিপূর্ণ আচরন লহ্ম্য করলে এবং বিদ্যালয় কার্যাবলীর জন্য অভিভাবকদের সঙ্গে একটি করে সভা করা হচ্ছে।
Covid-19 পরিস্থিতির আগে একটি নির্দিষ্ট করে দিন ঠিক করা হতো,যেদিন অভিভাবকেরা ও শিক্ষকদের  মিটিং করার কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সভার কিছু পরিবর্তন হয়েছে।এই সভার মূল উদ্দেশ্যই হল শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নয়ন এবং শিখন প্রক্রিয়ায় যে ব্যাঘাত ঘটেছে তা পূরণ করার ব্যবস্থা জন্য অভিভাবকদের সঙ্গে শলা পরামর্শ করা।

9.6. গুরুত্ব -
  • একটি শিশু শিক্ষার্থীর দৈহিক,মানসিক,সামাজিক, বৌদ্ধিক ও প্রাক্ষোভিক অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের সঙ্গে আলাপ আলোচনা করা।
  • শিশুর প্রাথমিক প্রস্তুতি করনের অভিভাবকদের দায়িত্ব কথা স্মরণ করিয়ে দেওয়া।
  • শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় সুষ্ট শিক্ষা মূলক পরিবেশ গড়ে তোলা।
9.7. উপসংহার -
পরিশেষে বলা যায় যে বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অভিভাবকের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।এই সভায় দ্বারা শিশু শিক্ষার্থী দৈহিক ও মানসিক বিকাশ সম্পর্কে ধারণা জানানো হয় এবং শিক্ষার্থীর প্রতি যে অভিভাবকের দায়িত্ব কথা বলা হয়। বর্তমান পরিস্থিতিতে শিক্ষাহ্মেত্রে যে ঘাটতি ঘটেছে তাতে শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে অভিভাবকদেরও দায়িত্ব যাতে শিক্ষার্থীদের পঠনের নজর দান করে।বিদ্যালয় পুনরায় সুষ্ঠ শিক্ষামূলক পরিবেশ গড়ে তোলা।

CLICK HERE -


Read more........ school Internship Part 1

Read more........ school Internship Part 2

Read more........ school Internship Part 3

Read more........ school Internship Part 4

Read more........ school Internship Part 5

Read more........ school Internship Part 6

Read more........ school Internship Part 7

Read more........ school Internship Part 8

Read more........ school Internship Part 9

Read more........ school Internship Part 11

Read more........ School Internship Part 12





Post a Comment (0)
Previous Post Next Post