School Internship (School Based Activities)
(*** ENGLISH VERSION FILE BELOW THE ARTICLE BY PDF FORMAT)
School Internship (School Based Activities) part -11Topic - 10.Co - Curriculum ActivitiesBENGALI VERSION -
10.1. ভূমিকা -
একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে পাঠ্য ও সহপাঠক্রমিক কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই প্রসঙ্গে মুদালিয়ার কমিশন বলেছেন,"Curriculum and co-curricular works are the two sides of the same coin one being complementary to the others".তাই প্রতিটি বিদ্যালয়ের পাঠক্রমের সঙ্গে সহ পাঠক্রমিক কার্যাবলী লক্ষ্য করা যায়।একটি শিক্ষার্থীর দেহ ও মনের সর্বাঙ্গীণ বিকাশ ও পরিচর্যার জন্য, সামাজিক চেতনা ও কর্ম দক্ষতা বৃদ্ধির জন্য এবং জন্মগত গুণাবলী বিকাশের উদ্দেশ্য জ্ঞানমূলক শিক্ষা ছাড়াও যে সমস্ত বিচিত্র ও মূল্যবান অভিজ্ঞতা পাঠক্রমের অন্তর্ভুক্ত করা হয় তাদেরকে বলে সহ - পাঠক্রমিক কার্যাবলী।
10.2. সহ পাঠক্রমিক কার্যাবলির উদ্দেশ্যাবলী -
- শিক্ষার্থীর শারীরিক স্বাস্থ্য ও দৈহিক সামর্থ্য বিকাশে সহায়তা করে।
- শিক্ষার্থীর মানসিক বিকাশ এবং জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করে।
- শিক্ষার্থীর স্বাভাবিক সম্ভাবনা বিকাশ ঘটে।
- শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস জন্মায়।
- শিক্ষার্থীদের মধ্যে সৃজনমূলক ও শৃঙ্খলাবোধ এবং প্রাক্ষোভিক বিকাশ ঘটে।
- শিক্ষার্থীদের সামাজিক গুনের বিকাশ ঘটে।
- শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে।
10.3. সহ পাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ -
শিক্ষার উদ্দেশ্যগুলিকে অনুধাবন করে সহ-পাঠক্রমিক কার্যাবলী নির্বাচন করা হয়।তাই বিদ্যালয়ে এবং শিক্ষার্থীর চাহিদা অনুসারে সহ-পাঠক্রমিক কার্যাবলী বিভিন্ন রূপে ভাগ করা যায়।
- শারীরিক বিকাশমূলক কার্যাবলী
- মানসিক বিকাশমূলক কার্যাবলী
- সামাজিক বিকাশ মূলক কার্যাবলী
1. শারীরিক বিকাশমূলক কার্যাবলী -
এই জাতীয় কার্যাবলী গুলি নিম্নরূপ -
i) খেলাধুলা চর্চা -
কেরাম,টেবিল টেনিস,স্কিপিং রোল ইত্যাদি Indoor Games এবং ফুটবল,ক্রিকেট, ভলিবল Outdoor Games এর মাধ্যমে শিক্ষার্থীর শারীরিক বিকাশ হয়।
ii) ব্যায়াম অনুশীলন -
শারীরিক শিক্ষার পাঠক্রমে থাকা ব্যায়াম নিয়মিত অনুশীলনের দ্বারা শিহ্মার্থীদের শারীরিক বিকাশের সহায়তা করে।
iii) শরীরচর্চা মূলক কাজ -
শিক্ষার্থীদের শারীরিক বিকাশের জন্য সাঁতার প্রতিযোগিতা,NCC প্রভৃতি আয়োজন করা হয়।
2.মানসিক বিকাশমূলক কাজ -
মানসিক বিকাশের সহায়তাকারী কার্যাবলী গুলি হল। -
i) সৃজনমূলক কাজ -
শিক্ষার্থীদের সৃজনশীল করে তোলার জন্য বিদ্যালয়ে সাহিত্যসভা,বিতর্ক সভা, শিল্পকলা প্রভৃতি প্রতিযোগিতা আয়োজন করা হয়।
ii) রসবোধ মূলক কাজ -
শিক্ষার্থীদের আনন্দ দানের জন্য শিক্ষক দিবস ও অন্যান্য পালনীয় দিনের নাটক, আবৃত্তি,কৌতুহল অভিনয় ইত্যাদি চর্চা করা হয়।
iii) অবসর যাপন মূলক কাজ -
বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঠিকভাবে অবসর সময়কে কাজে লাগানো জন্য শব্দছক তৈরি,বিভিন্ন শখ পূরণের জন্য শিক্ষা দেওয়া হয়।
3. সামাজিক বিকাশমূলক কার্যাবলী -
শিক্ষার্থীদের মধ্যে সামাজিক গুণাবলী তৈরীর জন্য বিদ্যালয়ের স্বাস্থ্য সপ্তাহ,পরিছন্নতা সপ্তাহ,বৃক্ষরোপণ সপ্তাহ ইত্যাদি ব্যবস্থা করা হয়।
10.4. পর্যবেক্ষণ -
বর্তমানে Covid-19 পরিস্থিতিতে বিদ্যালয় খোলা হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত।তবে বর্তমানে বিদ্যালয় গুলিতে পাঠক্রম পোড়ানো ছাড়া তেমন কোনো সহপাঠক্রমিক কার্যাবলীর ওপর জোর দেওয়া হচ্ছে না বা পালন করা হচ্ছে না। Covid-19 পরিস্থিতির কথা মাথায় রেখে প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পঠন-পাঠন এবং বিদ্যালয় বাকি কার্যাবলী সম্পন্ন করা হচ্ছে। বিদ্যালয়ে পাঠ্যক্রম ছাড়া সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে স্বাস্থ্য সপ্তাহ, বিদ্যালয়ের পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা ও বিভিন্ন সামাজিক স্বাস্থ্যের উপর কার্যাবলী করানো হচ্ছে। কিন্তু বিদ্যালয়ের টিফিন টাইমে Indoor - Outdoor Games খেলার মাধ্যমে শারীরিক চর্চা মূলক কার্যক্রম লক্ষ্য করা গেছে।
10.5. উপসংহার -
পরিশেষে বলা যেতে পারে,সহপাঠক্রমিক কাজে শিক্ষার্থীর সর্বাঙ্গীণ ব্যক্তিত্বের বিকাশে সাহায্য করে। শিক্ষার্থীরা খেলাধুলা,ব্রতচারী ইত্যাদির মাধ্যমে যেমন তাদের দৈহিক বিকাশ ঘটে,আবার আবৃত্তি,অভিনয়,নাচ ও গান মাধ্যমে তার তেমন প্রাক্ষোভিক বিকাশ ঘটে, আবার শিক্ষামূলক ভ্রমণ,বিজ্ঞান মেলা,প্রদর্শনী, সামাজিক অনুষ্ঠান ইত্যাদির মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটে, আর বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও সমাজ সেবামূলক কাজে মাধ্যমে তাদের সামাজিক ও নৈতিকতা বিকাশ ঘটে। সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের চরিত্র গঠিত হয়।তবে বর্তমান পরিস্থিতিতে পঠন-পাঠন কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
CLICK HERE -
Read more...... School Internship Part -1
Read more...... School Internship Part -2
Read more...... School Internship Part -3
Read more...... School Internship Part -4
Read more...... School Internship Part -5
Read more...... School Internship Part -6
Read more...... School Internship Part -7
Read more...... School Internship Part -8
Read more...... School Internship Part -9
Read more...... School Internship Part -10
Read more...... School Internship Part -12