School Internship (School Based Activities)
BENGALI VERSION||ENGLISH VERSION
School Internship |
(*** ENGLISH VERSION FILE BELOW ARTICLE BY PDF FORMAT)
School Internship (School Based Activities)Part -12Topic - ConclusionBENGALI VERSION -
5. স্কুল ইন্টার্নশিপ এর নিজস্ব অভিজ্ঞতা -
বি.এড কোর্সের একটি গুরুত্বপূর্ণ ও মূল বিষয় হল School Internship।বি.এড কোর্সের 2nd semester চলাকালীন আমাদের ................. হইতে ................ তারিখ পর্যন্ত ................................................. বিদ্যালয়ের যে School Internship করানো হয়েছে। school Internship এর প্রথম দিন আমি খুব উৎসাহিত ও নার্ভাস ছিলাম। প্রশিক্ষণ শিক্ষক হিসেবে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করলাম।যথা -
- একজন শিক্ষক/শিহ্মিকা হিসাবে কী কী কর্তব্য ও দায়িত্ব সেই সম্পর্কে ধারণা পেলাম।
- বিদ্যালয়ের কীভাবে একজন শিহ্মার্থীর মধ্যে দৈহিক ও মানসিক বিকাশ ঘটানো হয় সেই সম্পর্কে জ্ঞান অর্জন করলাম।
- একটি বিদ্যালয়ের পাঠক্রম ছাড়াও সহপাঠক্রমিক কার্যাবলী,শরীরচর্চা মূলক ক্রিয়াকলাপ ও ব্যক্তিত্বের বিকাশের মতো কার্যাবলী সম্পর্কে অবগত হলাম।
- School Internship এর মাধ্যমে শ্রেণিকক্ষে কিরূপ ব্যবস্থাপনা করা সম্ভব সেই কৌশল সম্পর্কে জানলাম।
- বিদ্যালয় উপস্থিত রেজিস্টার এর গুরুত্ব কি সেই সম্পর্কে ধারন পেলাম
- বিদ্যালয়ের স্টক রেজিস্টারের গুরুত্ব সম্পর্কে জানলাম।
- শিক্ষকের শিহ্মার্থীর পাঠদান কৌশল এবং তাদের পারস্পরিক মিথস্ক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করলাম।
- একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির কার্যাবলী সম্পর্কে জানলাম।
- বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকদের পারস্পরিক মিথস্ক্রিয়া সম্পর্কে জানলাম।
- প্রথমবার আমি কোনো শিক্ষার্থীর অগ্রগতি নিয়ে অভিভাবকের সঙ্গে আলাপ-আলোচনা ও পরামর্শ প্রদান করেছিলাম।
- বিদ্যালয়ে Covid-19 এর স্বাস্থ্য বিধি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা প্রদান করছিলাম।
- শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব, কিছু সময় অন্তর হাত ধোয়া এবং মাক্স পরার মতো কার্যের নির্দেশ দিয়েছিলাম।
- বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মূল্যায়ন পদ্ধতি কি হবে সেই সম্পর্কে ধারণা লাভ করলাম।
- বিদ্যালয়ের টাইম টেবিল প্রকার ও ধরন সম্পর্কে ধারণা লাভ করলাম।
- বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহ শিক্ষক ও অন্যান্য শিক্ষক - শিক্ষিকা,পার্শ্ব শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের কর্মপ্রণালী সম্পর্কে জানলাম।
- আমি বিদ্যালয়ের যথা সময়ের উপস্থিত থাকতাম।তাই বিদ্যালয়ের সময় সম্পর্কে ধারণা লাভ করেছি।
- বিদ্যালয়ের সমাবেশের যথা সময়ে উপস্থিত থাকিতাম।
- বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সৌন্দর্য করনের প্রক্রিয়ার ক্রিয়াকলাপে অংশগ্রহণ করেছিলাম।
- শিক্ষার্থীদের সঙ্গে টিফিন টাইমে শারীরিক চর্চা মূলক ক্রিয়াকলাপ যেমন খেলাধুলা - ক্রিকেট, ফুটবল,ভলিবলের মতো কার্যে অংশগ্রহণ করেছিলাম।
6. উপসংহার -
School Internship শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ।"West Bengal University of Teachers' Training, Education Planning And Administration" বা WBUTTEPA বিশ্ববিদ্যালয়ে B.ed Course - এ 2nd Semester ১ মাসের School Internship করানো হয়।এই School Internship জন্য আমাদের বি.এড কলেজ হইতে .................................................... বিদ্যালয়ের পাঠানো হয়েছিল।
এতদিন আমি একজন শিক্ষার্থী হিসেবে বিদ্যালয়ে গিয়ে ছিলাম কিন্তু এবার প্রাক্ শিক্ষক হিসেবে আমি বিদ্যালয় যাচ্ছি।বর্তমানে Covid-19 পরিস্থিতির জন্য সরকারী নির্দেশিকা মেনে বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের পঠন পাঠন করানো হচ্ছে।এতে শিক্ষা ক্ষেত্রে বেশ হ্মতিগ্ৰস্থ হতে হচ্ছে। একজন শিক্ষক / শিক্ষিকা একটি শ্রেণীর শিক্ষার্থী সাইকোলজি বুঝতে পারেন এবং তাদের ক্ষমতা অনুযায়ী তাদের বিভিন্ন কৌশলের মাধ্যমে শিহ্মা দান করেন।শিক্ষার্থী হল আগামী দিনের সুনাগরিক। এই সুনাগরিক ব্যক্তিত্বের গঠিত হয় বিদ্যালয়ে এবং শিক্ষক-শিক্ষিকা হলেন এর সৃষ্টিকর্তা। তাই একজন বি.এড শিহ্মার্থীর সুদহ্ম শিক্ষক - শিক্ষিকা হবার জন্য স্কুল ইন্টার্নশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
- Content Of School Internship -
School Internship
1. Introduction
2. Objectives
3. Subject /Topic
4. Primary Information about school
1. School Administration and School Activities
2. Assembly
3. Time Table construction
4. Class Teaching
5. Evaluation System
6. Attendance Register
7. Stock Register
8. Mid Day Meal
9. Periodical Meeting
10. Co - curriculum Activities
5. Experience
6. Conclusion
(Must be Added related topics Images in your report book)
CLICK HERE -
Read More..... School Internship Part 1
Read more..... School Internship Part 2
Read more..... School Internship Part 3
Read more..... School Internship Part 4
Read more..... School Internship Part 5
Read more..... School Internship Part 6
Read more..... School Internship Part 7
Read more..... School Internship Part 8
Read more..... School Internship Part 9
Read more..... School Internship Part 10
Read more..... School Internship Part 11