7.School Internship Part 7

7.School Internship Part 7

School Internship (School Based Activities)

BENGALI VERSION||ENGLISH VERSION

WBUTTEPA B.ed 2nd semester School Internship Report
School Internship


(*** ENGLISH VERSION FILE BELOW THE ARTICLE BY PDF FORMAT)

School Internship (School Based Activities) Part - 7
Topic - 6. Attendance Register
BENGALI VERSION -

6.1. ভূমিকা - 

উপস্থিতি রেজিস্টার হল একটি বিদ্যালয়ের মূল অংশ। একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতি রেজিস্ট্রারের মাধ্যমে প্রতিদিনের ভিত্তিতে শিক্ষার্থী,শিক্ষক-শিহ্মিকার এবং অশিহ্মক কর্মী বৃন্দের নিয়মিততা রেকর্ড করার হল বিদ্যালয়ের মূল নিয়ম।বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকা,শিক্ষক বা শিক্ষিকা,অশিক্ষক কর্মীবৃন্দ (Group C & D),শিক্ষার্থীদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা উপস্থিতি রেজিস্টার রয়েছে।একটি বিদ্যালয়ের একদিনে কতজন শিক্ষক-শিক্ষিকা,অশিক্ষক কর্মীবৃন্দ ও শিক্ষার্থীর উপস্থিত না অনুপস্থিত তা জানা যায়।পূর্বে, উপস্থিতি রেজিস্টার গুলি কাগজের শীটে বা বইতে শারীরিকভাবে রক্ষণাবেক্ষণ করা হত।তবে ধীরে ধীরে বায়োমেট্রিক মেশিন মাধ্যমে ব্যবহৃত করা হচ্ছে।তবে বেশিরভাগ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার জন্য এটি রয়েছে। আজও বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীর জন্য কাগজের শীট ব্যবহার করা হয়।

6.2. বিদ্যালয়ের উপস্থিতি রেজিস্টার ধরন -

বিদ্যালয়ের মূলত দুই ধরনের উপস্থিতি রেজিস্টার লক্ষ করা যায়।

a. কর্মচারী উপস্থিতি রেজিস্টার - 

প্রতিটি বিদ্যালয়ের সকাল ১০.৪৫ মিনিটের মধ্যে প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকা,সহ শিক্ষক,শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীদের প্রবেশ করতে হয়।যদি বিদ্যালয়ের সমাবেশের পর এলে লাল কালি দিয়ে "Late" বসানো হয়।তবে মাসে ৬ দিন "Late" হলে একটি CL কাটা যায়।এই উপস্থিতি রেজিস্টার এ বিদ্যালয় থেকে ছুটির সময়ে লিখতে হয়। 

b. শিক্ষার্থীদের উপস্থিতি রেজিস্টার -

এটি ক্লাস শিক্ষক দ্বারা প্রতিটি শিক্ষার্থীর উপস্থিতি ও অনুপস্থিতি বা ছুটির রেকর্ড বজায় রাখতে ব্যবহৃত হয়। উপস্থিতির জন্য "P" দিয়ে ও অনুপস্থিতির জন্য "A" দিয়ে প্রতীক চিহ্নিত করা হয়।প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি করে বিদ্যালয় পঞ্জিকা(School Dairy) দেওয়া হয়, যদি কোনো দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে তারপরের দিন অনুপস্থিতির জন্য অভিভাবকের নিকট চিঠি লিখে ক্লাসে শিক্ষককে দেখাতে হয়।

6.3. প্রয়োজনীয়তা -

  • উপস্থিতি রেজিস্টারের মাধ্যমে প্রতিদিনের শিক্ষার্থী,শিহ্মক ও শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী বৃন্দের উপস্থিতির রেকর্ড রাখতে সুবিধা হয়। 
  • শিহ্মার্থী ও শিক্ষকদের গড় উপস্থিতি রাখতে খুব কার্যকরী। 
  • উপস্থিতি রেজিস্টারের মাধ্যমে একটি নির্দিষ্ট শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীর নাম এবং এটা রেকর্ড বজায় রাখতে সহায়তা করে। 
  • একটি শিক্ষাবর্ষের প্রতিটি শিক্ষার্থীর গড় উপস্থিতির হিসেব করতে সহায়তা করে।
  • বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকা,সহ শিক্ষক-শিক্ষিকা,অশিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের ছুটির কারণ গুলি তুলে ধরা হয়।

6.5.  Format -

(বিদ্যালয়ের উপস্থিতি রেজিস্টার ছবি )

6.6 পর্যবেক্ষণ -

বর্তমান Covid-19 পরিস্থিতির জন্য ঠিক আগের মতো বিদ্যালয়ের পঠন পাঠন করানো হচ্ছে না। বিদ্যালয়ের নানান দিকের পরিবর্তন এসেছে।বর্তমানে বিদ্যালয় গুলিতে  নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পঠন-পাঠন করানো হচ্ছে। বিদ্যালয়ের দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে সোমবার, বুধবার এবং শুক্রবার এই তিন দিন করে আসতে হয় এবং নবম ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মঙ্গলবার ও বৃহস্পতিবার করে বিদ্যালয়ে আসতে হয়।তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকা,সহ শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীবৃন্দ সোম থেকে শনিবার পর্যন্ত বিদ্যালয় আসতে হচ্ছে।

6.7. উপসংহার -

উপস্থিতি রেজিস্টার বিদ্যালয়ের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়।উপস্থিতি রেজিস্টারের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর বাৎসরিক উপস্থিতির হার এবং গড় উপস্থিতি হার জানা যায়।একটি বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপস্থিতি রেজিস্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

CLICK HERE -

ENGLISH VERSION PDF FILE

Read more..... School Internship Part - 1

Read more..... School Internship Part - 2

Read more..... School Internship Part - 3

Read more..... School Internship Part - 4

Read more..... School Internship Part - 5

Read more..... School Internship Part - 6

Read more..... School Internship Part - 8

Read more..... School Internship Part - 9

Read more..... School Internship Part - 10

Read more..... School Internship Part - 11

Read more..... School Internship Part - 12


Post a Comment (0)
Previous Post Next Post