Community Based Activists - Organization of a really or campaign on any social issue - "Gender Sensitization"

Community Based Activists - Organization of a really or campaign on any social issue - "Gender Sensitization"

Community Based Activists  -
Organization of a really or campaign on any social issue - "Gender Sensitization"

BENGALI VERSION||ENGLISH VERSION

Community Based Activists  - Organization of a really or campaign on any social issue - "Gender Sensitization"


(*** ENGLISH VERSION FILE BELOW THE ARTICLE BY PDF FORMAT)

Community Based Activists  -
Organization of a really or campaign on any social issue - "Gender Sensitization"

BENGALI VERSION -

1. ভূমিকা -

লিঙ্গ সংবেদনশীল হল শিক্ষা প্রতিষ্ঠান সমতাভিত্তিক সমাজ গঠনের পূর্বশর্ত।লিঙ্গ সংবেদনশীলতা হ্রাসের লহ্ম্যে সরকারি ও বেসরকারি নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।আমাদের শিক্ষার প্রতিষ্ঠানগুলি  আজও লিঙ্গ সংবেদনশীলতা থেকে মুক্ত হয় নি তা লক্ষ্য করা যায়। প্রতিবছর শিক্ষাপ্রতিষ্ঠান গুলি থেকে অনেক শিক্ষার্থীরা ঝরে পড়ছে,অনেকে বাল্যবিবাহ শিকার হচ্ছে।ফলে এই মেয়েদের জীবন বিকাশের পথ রুদ্ধ হয়ে যাচ্ছে,যা দেশের সামগ্রিক উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বাধা দূর করার জন্য প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান গুলির ছেলে ও মেয়েদের জন্য সমসুযোগ তৈরি করা এবং একইসঙ্গে ছাত্র-শিক্ষক সবার দৃষ্টিভঙ্গি ও আচরণের পরিবর্তন করা।লিঙ্গ সংবেদনশীল শিক্ষা পরিবেশ তৈরি করা, মেয়েদের ঝরে পড়া এবং বাল্যবিবাহ রোধ করার কাজটি একটি ধারাবাহিক প্রক্রিয়া।কাজেই এই উদ্যোগ সফল করে তুলতে একক ও বিচ্ছিন্ন প্রচেষ্টা যথেষ্ট নয়,প্রয়োজন ঐক্যবদ্ধ ও সমন্বিত পরিকল্পনা ও কার্যক্রম।তাই জনসমক্ষে এই উদ্দেশ্য পৌঁছে দিতে হবে এই প্রয়াস চালানো যায় একটি সংগঠিত Rally or Campaign।


2. লিঙ্গ সংবেদনশীলতা  -

শুধু মেয়ে হওয়ার কারণে কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত না করা এবং ছেলে হওয়ার কারণে বাড়তি সুযোগ সুবিধা না দিয়ে ছেলে মেয়ে উভয় কে সমান সুযোগ ও মর্যাদা দেওয়ার সংস্কৃতিই হচ্ছে লিঙ্গ সংবেদনশীলতা।
                   অর্থাৎ পরিবারের বা শিক্ষা প্রতিষ্ঠান বা সামাজিকভাবে নারী ও পুরুষের একইরকম দায়দায়িত্ব পালন করার,একই রকম সুযোগ সুবিধা ভোগ করবে এবং দায়িত্ব ও কর্তব্য পালনের বিনিময়ে একই মর্যাদা ও আর্থিক সুযোগ সুবিধা ভোগ করবে - এটাই প্রত্যাশিত। এই বিষয়টি মনে রেখে ও গুরুত্ব দিয়ে প্রতিটি কাজে নারী ও পুরুষ সমান অংশগ্রহণ নিশ্চিত করার প্রচেষ্টাকে লিঙ্গ সংবেদনশীলতা বলা হয়। 
        কিন্তু আমাদের সমাজে নানা ভাবে নারীর প্রতি বৈষম্য দেখা যায়।শিক্ষা,চিকিৎসা,চাকরি,অভিজ্ঞতায়, মর্যাদা ও আর্থিক সুযোগ-সুবিধা নেতৃত্ব প্রদান প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে মতামত প্রদান ইত্যাদি সকল দিক থেকেই নারীরা পুরুষের তুলনায় বেশ পিছিয়ে যাচ্ছে।অথচ উন্নয়ন ও অগ্রগতির জন্য এ অবস্থা মোটেও কাম্য নয়। তাই পরিবার,শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে নিয়োগ কর্মবন্টন,দায়িত্ব ও ক্ষমতা অর্পণ,সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি ক্ষেত্রে যথাসম্ভব সমান গুরুত্ব প্রদানের ব্যাপারে সচেতন হওয়া এবং কার্যকর ব্যবস্থার গ্রহণ করা দরকার।

3. উদ্দেশ্যাবলী - 
  1. অল্প বয়সী ছেলে ও মেয়ের মধ্যে লিঙ্গ সংবেদনশীল মনোভাব গড়ে তোলা। 
  2. মেয়েদের এবং তাদের অধিকারকে সমর্থন করে এমন ইতিবাচক মূল্যবোধ তৈরি করা। 
  3. বিভিন্ন ধরনের আলোচনা,বিতর্ক পোস্টার তৈরি প্রতিযোগিতা ইত্যাদি আকারে প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রমে লিঙ্গকে একীভূত বা মূলধারায় আনার জন্য সমকক্ষ গোষ্ঠীকে সামগ্রিক দিক নির্দেশনা প্রদান করা। 
  4. লিঙ্গের সামাজিক ও সাংস্কৃতিক গঠন বোঝার জন্য একটি সমন্বিত এবং আন্তঃ বিভাগীয় পদ্ধতি প্রদান করা যা সমাজে নারী ও পুরুষদের অভিজ্ঞতাকে আকার দেয়।
  5. নারী ও পুরুষের জন্য সমান কর্মজীবনের সুযোগ করে দেওয়া।
  6. নারী ও পুরুষের মধ্যে অবৈতনিক ও বেতন এর কাজের ন্যায্য বন্টন,মজুরি এবং বেতন যা নারী ও পুরুষের স্বাধীন ভাবে বসবাস করতে হবে।
  7. রাজনৈতিক প্রতিনিধিত্ব ও অংশগ্রহণের ক্ষেত্রে নারী ও পুরুষের সমতা। 
  8. নারী ও পুরুষের জন্য লিঙ্গ ভূমিকা এবং মান উন্নত করা। 
  9. নারী-পুরুষের মধ্যে সীমাবদ্ধতার বর্জন করা। 
  10. নারী ও পুরুষের জন্য একই ব্যক্তিগত স্বাধীনতা, সব ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সুরক্ষা করা।
4. গুরুত্ব -

'School Internship' এর যে সমস্ত "Community Based Activists" গুলি বিদ্যালয়ে গিয়ে পালন করার কথা বলা হয় সেগুলির মধ্যে আমরা "Organization of a Rally or Campaign on Social Issue" নামক কার্যাবলীটি করার সিদ্ধান্ত নিয়েছিলাম।Rally or Campaign এর বিষয় ছিল "Gender Sensitization". সমাজে সকলের মধ্যে সচেতনতাই আন্দোলন টিকে এগিয়ে নিয়ে যাবার লহ্ম্যে এই Rally র গুরুত্ব ব্যাপক।
  • Rally র বিষয় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং বিষয়টি সম্পর্কে ভাবতে শেখায়।
  • Rally র বিষয় শিক্ষার্থীদের মধ্যে সমতাভিত্তিক সমাজ গঠনের মনোভাব গড়ে তোলা।
  • শিক্ষার্থীদের মধ্যে আইন, সমাজ ও গনতন্ত্রের প্রতি সমতা সম্পর্কে ধারণা লাভ করে।
  • ছেলে ও মেয়েদের মধ্যে সমান কর্মজীবনের সুযোগ গড়ে তোলা।
  • লিঙ্গ বৈষম্য দূর করতে ও সীমাবদ্ধতা দূর করতে সাহায্য করে।
5. পূর্ব পরিকল্পনা -

কোনো অনুষ্ঠানই পূর্ব পরিকল্পনা ছাড়া সফলতা পাওয়া যায় না।অনুরূপভাবে ' Rally or Campaign ' মতো একটি গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনের জন্য একই কথা প্রযোজ্য।বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে কাজটি সম্পাদন করার জন্য যে পূর্ব পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন তা নিম্নে বর্ণনা করা হল।- 
  1. বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকা ও সহ শিক্ষক শিক্ষিকা এবং কিছু শিক্ষার্থীদের নিয়ে একটি আলোচনা সভা গঠন করা হবে। 
  2. আলোচনা সভায় Rally or Campaign জন্য একটি কমিটি গঠন করতে হবে।
  3. এই কমিটির সদস্যরা কোনো শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচন করা হবে তার একটি তালিকা তৈরি করতে হবে।
  4. অনুষ্ঠানটি সু সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট দিন ও একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে।
  5.  শিক্ষার্থীদের বিভিন্ন পোস্টার ও ব্যানার নির্মাণ করার নির্দেশনা প্রদান করা হবে।

6. লিঙ্গ সংবেদনশীলতা অনুষ্ঠানের পালন -

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী লিঙ্গ সংবেদনশীলতা  এই সম্পর্কে সচেতনতা বোধ জাগ্রত করার জন্য ' Rally or Campaign ' আয়োজনের উদ্দেশ্য ছিল।এই ' Rally or Campaign ' সুসম্পন্ন করার জন্য নিম্নে বর্ণনা করা হল। -   
  1. Rally জন্য নির্দিষ্ট  শ্রেনীর শিক্ষার্থীদের নির্বাচন করা। 
  2. Rally শুরু হওয়ার আগে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিত হতে হবে। 
  3. শিক্ষক শিহ্মার্থীদের দুটি সমান্তরাল লম্বা লাইন করে দাঁড় করাবেন। 
  4. শিক্ষার্থীদের দ্বারা নির্মিত ব্যানার ও পোস্টার সকল শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দেবেন।
  5. Rally or Campaign এর নির্ধারিত তারিখ ও সময়ে পদযাত্রা শুরু করা হবে। 
  6. পদযাত্রা টির শিহ্মক শিহ্মিকার তত্ত্বাবধানে সুসম্পন্ন করা হবে। 
  7. পদযাত্রায় শেষে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনে ফিরে আসবে।
7. লিঙ্গ সংবেদনশীলতা পালনের বিদ্যালয়ের বিভিন্ন ব্যক্তিদের ভূমিকা -

• প্রধান শিক্ষক/শিহ্মিকা - 
  1. অনুষ্ঠানটির জন্য অনুমতি প্রদান করা।
  2. শিক্ষার্থীদের  লিঙ্গ সংবেদনশীলতা সম্পর্কে অবগত করা।
  3. শিক্ষক-শিক্ষিকাদের এ বিষয়ে প্রতি মনোভাব গড়ে তোলা। 
  4. অনুষ্ঠানে ব্যবহৃত পোস্টার ও ব্যানার ইত্যাদি নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা।
• শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা -
  1. লিঙ্গ সংবেদনশীলতা বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা। 
  2. শিক্ষার্থীদের অনুষ্ঠানে সক্রিয় ভাবে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।
  3. পোস্টার ও ব্যানার ইত্যাদি বিষয়ের নির্দেশনা প্রদান করা। 
  4. ব্যানার ও পোস্টারে কি লেখা হবে সে সম্পর্কে শিক্ষার্থীদের সাহায্য করা। 
  5. অনুষ্ঠান চলাকালীন শিক্ষার্থীদের উপর নজর নজর রাখা এবং বিভিন্ন ব্যবস্থাপনা দিকে লক্ষ রাখা। 

• অশিক্ষক কর্মচারীদের ভূমিকা - 
  1. পোস্টার ও ব্যানার ইত্যাদি জন্য প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করে দেওয়া।
  2. পোস্টার ও ব্যানার গুলি একটি নির্দিষ্ট জায়গায় রাখা ব্যবস্থা করা। 
  3. অনুষ্ঠানের দিন শিক্ষকদের সহায়তা করা।
  4. শিক্ষার্থীদের বিভিন্ন কাজে সহায়তা করা।
• প্রশিক্ষণ শিক্ষক ভূমিকা -
  1. লিঙ্গ সংবেদনশীলতা কি তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরা।
  2. এই অনুষ্ঠানটি কেন পালিত করা হয় তার তাৎপর্য বুঝিয়ে দেওয়া।
  3. শিক্ষার্থীদের পোস্টার ব্যানার নির্মাণে সহযোগিতা করা।
  4. অনুষ্ঠানের দিন শিক্ষকদের বিভিন্ন ব্যবস্থা তে সাহায্য করে।
• শিক্ষার্থীদের ভূমিকা - 
  1. অনুষ্ঠানটির দিন যথাযথ সময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়া। 
  2. শিষ্টাচার এর মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করা। 
  3. সকল শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশ মান্য করা। 
  4. পোস্টার ও ব্যানার নির্মাণে সহায়তা করা।
  5. পথযাত্রার মাধ্যমে সকলকে সচেতন করতে হবে।
8. উপসংহার -

আমরা যদি এভাবে মানুষের জীবন চক্রের সূচনা ও প্রাথমিক পর্যায়কে বিশেষ গুরুত্ব দিয়ে পরিচর্যা করি, তাহলে আজকের দিনে মেয়ে শিশুরা তথা ভবিষ্যতের নারী-জীবনের বিরাজমান বিভিন্ন সমস্যা ও তার কারণ সঠিকভাবে চিহ্নিতকরণ এবং তা দূর করার জন্য পারিবারিক,সামাজিক,শিক্ষাগত,আইনগত,সাংস্কৃতিক চেতনাগত ও দৃষ্টিভঙ্গিগত ভাবে উদ্যোগ নিই, তাহলে নারী-পুরুষের মধ্যে সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা পথ অগ্রসর হওয়াটা মোটেও অসম্ভব ব্যাপার নয়।তাই আমরা সকলেই নির্ভুল এই কর্মসূচিটি বাস্তবায়িত করতে পেরেছি এবং উদ্দেশ্যটি অনেকাংশে সফল হয়েছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই Rally or Campaign উপযোগীতা রয়েছে।

CLICK HERE -






Post a Comment (0)
Previous Post Next Post